সবকিছুর দাম বাড়লেও বাড়েনি মানুষের দাম
মধ্যবিত্ত পরিবাররা সংসার চালাতে হিমসিম খাচ্ছে। বেতনের সাথে দৈনন্দিন সামঞ্জস্য না থাকায় বাড়ছে ঋণের বোঝা। পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন এরা, অনেকেই টিসিবির পণ্য সংগ্রহ করতে মুখে মাক্স পরে দাড়াচ্ছেন লাইনে। বন্ধুবান্ধবদের কাছে টাকা ধার নিয়ে চলতে হচ্ছে। অনেকেই সুদে টাকা নেওয়ার জন্য ছুটছে ধারে ধারে।
সরেজমিনে কয়েকজনের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া যায়। ঢাকা উদ্যান এলাকার একজন বলেন,যে বেতন পাই, তা দিয়ে এখন আর চলছে না। তার উপর অনেকেই দুই তিন মাস ধরে বেতম বকেয়া থাকায় আরো বিপদে রয়েছে এরা। অন্যা এক বেসরকারি চাকুরিজীবী বলেন, সব কিছুর দাম বাড়লেও বাড়েনি বেতন, এমতাবস্থায় ছেলে মেয়ের স্কুল কলেজের বেতনআদী জোগাড় করতেও হিমসিম খেতে হচ্ছে। মধ্যেবিত্তদের সব থেকে বড় সমস্যা যাচ্ছে বর্তমান সময়, এর দায়ী করা হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে, অনেকের বাসা ভাড়া ঠিকঠাক দিতে পারলেও দৈনন্দিন জীবন চালাতে কষ্টকর হয়ে পড়েছে এমনটাই দাবি করছেন কয়েকজন চাকুরীজীবিরা। অনেকে আবার সুদের টাকা নেওয়ার জন্য বিভিন্ন এনজিও সমিতির দারস্থ হচ্ছেন।
প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনন্দিন জিনিসপত্রের দাম, এতে করে বাড়তি খরচ হওয়ায় মাস শেষে আর টাকা থাকছে না। এতে করেই বিপাকে পড়তে হচ্ছে নিম্নমধ্যবিত্ত পরিবারেকে। বর্তমানে এক মাসের বেতন দিয়ে ১৫ দিনের মতো চলা যায় বাকি ১৫ দিন কষ্ট করে চলতে হচ্ছে। অনেকে বলেন, কয়েকমাস আগেও এমনটা ছিলো না। বর্তমান যে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে।
যদি কারো বেতন মাসে ২০ হাজার হয়ে থাকে সেই বেতনের সিংহভাগ চলে যায় বাজার করতে, এরপর ঘর ভাড়া, ঔষধ, ছোট সন্তানদের স্কুল খরচ, স্কুল ফিস এই সব মিলিয়ে তেমন ভালো নেই মধ্যবিত্তরা। মুলত এদের খোঁজ কেউ রাখে না, এরা সমাজে না খেয়ে থাকলেও কারো কাছে বলতেও পারেন না। দুর্বিষয় জীবনযাপন করে থাকেন মধ্যবিত্ত পরিবারগুলো। প্রতিনিয়ত দৈনন্দিন জিনিসপত্রের দাম বাড়লেও বাড়েনি মানুষের দাম।
কামরাঙ্গীরচরের এক কারখানার শ্রমিকের সাথে কথা বললে তিনি বলেন, আগে যে বেতন পেতাম এখনো তাই পাই কিন্তু সবকিছুর দাম বাড়ার কারণে পূর্বের বেতনে আর চলছে না। রায়েরবাজার এলাকার এক দিনমজুরের সাথে কথা বলে জানা যায় সবকিছুর দাম বাড়ার কারণে এখন আর আগের মতো স্বাচ্ছন্দ জীবনযাপন করতে পারছে না। তিনি বলেন, বর্তমান সময় আয়ের চাইতে ব্যায় বেশি।
এমএসএম / এমএসএম
তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত
ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি
জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত
কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত
পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম
ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে
উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ
হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার