কোনাবাড়িতে ২৩৯ শ্রমিক ছাঁটাই

গাজীপুরের কোনাবাড়িতে তুসুকা গ্রুপের ৬টি কারখানা এক সপ্তাহ আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এবার বন্ধ থাকা ঐ কারখানার ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ছাটাইকৃত শ্রমিকদের একটি তালিকা কারখানার প্রধান ফটকে সাটিয়ে দেওয়া হয়েছে।
তুসুকা কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, অনেক শ্রমিকদের ছাটাই করা হয়েছে এই খবর পেয়ে সকালে কারখানায় গেটে এসে দেখি আমার নাম রয়েছে। যেদিন আন্দোলন হয়েছে সেদিন আমার ডিউটি ছিল রাতে। আমার কি দোষ সেটা আমি নিজেই জানিনা। অন্য কারখানার পোলাপান গেঞ্জাম করছে আর চাকরি গেল আমার। এখন নতুন কইরা কোথায় যামু কোথায় কাজ খুঁজবো সেটাই বুঝতাছি না।
কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ জানায়, গত দুই নভেম্বর শ্রমিক আন্দোলনের কারণে ৩ নভেম্বর থেকে কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড এবং তুসুকা ওয়াশিং লিমিটেডসহ ৬টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বেশ কিছুদিন বন্ধ থাকার পর কারখানায় বিশৃঙ্খলার অভিযোগে ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। শ্রমিক ছাঁটাইয়ে খবর পেয়ে সকাল থেকে আশপাশের পুরুষ ও নারী শ্রমিকরা কারখানার সামনে ভীড় করছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
শ্রমিক বিল্লাল হোসেন বলেন, কারখানা বন্ধ আছে এর মধ্যে বুধবার রাত ৮ টার দিকে মোবাইলে মেসেজ আসে, 'মো. বিল্লাল আপনাকে ৬/১১/২০২৪ থেকে অবসান করা হলো। আপনার সমুদয় পাওনাদি কারখানার হিসাব শাখা হতে দেয়া হবে। তিনি বলেন,আন্দোলন করলো কারা
ছাঁটাই হয় কারা।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কানাবাড়ি থানার সভাপতি মোঃ আশরাফুজ্জামান বলেন,কোন কারখানা কর্তৃপক্ষ যদি শ্রমিককে মৌখিক ভাবে চাকুরীচ্যুত করে সেক্ষেত্রে উক্ত স্থায়ী শ্রমিককে শ্রম আইন ২৬ ধারা বিধান অনুযায়ী ক্ষতি পূরণ প্রদান করতে হবে। সেক্ষত্রে কোন শ্রমিক কর্তৃপক্ষের কাছে কৈফত চাইতে পারিবেনা। যদি ২৬ ধারা বিধান অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান না করে সেক্ষেত্রে উক্ত শ্রমিক মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে ফৌজদারি মামলা দায়ের করিতে পারিবেন।
তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, শ্রম আইনের বিধি মোতাবেক ২৩৯ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। তাদের সকল পাওনাদি শ্রম আইন অনুযায়ী পরিশো করা হবে। তিনি আরো বলেন, কারখানায় মারামারি ও ভাংচুরের অভিযোগে তাদের ছাঁটাই করা হয়েছে। তিনি আরও বলেন,আগামী (৯ নভেম্বর) থেকে কারখানার সকল কার্যক্রম চালু করা হবে।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিক ছাঁটাইয়ের বিষয়ে আমার জানা নেই। এই বিষয়ে লিখিত কোন কপিও হাতে পায়নি। কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া গোয়েন্দায নজরদারিও রয়েছে বলেও
জানান,ওই পুলিশ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
