ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

এখনো পঙ্গু হাসপাতালের সামনের রাস্তা ছাড়েনি আহতরা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৩-১১-২০২৪ বিকাল ৬:৪৯

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনে আগারগাঁও থেকে শ্যামলীমুখী সড়ক দুপুর থেকে  বন্ধ করে দিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা আন্দোলনের আহতরা। এখন পর্যন্ত তারা রাস্তাতেই রয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাস্তায় থাকবে বলে জানিয়েছে আহতরা।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারা সড়কে নেমে আসেন। ফলে শ্যামলীমুখী সড়কে গাড়ির চাপ ক্রমাগত বাড়ছে এখন পর্যন্ত আহতরা রাস্তায়ই রয়েছে। তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায়ই থাকবেন। 

ঘটনা সূত্রে জানা যায়, এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম নিটোর পরিদর্শনে আসেন। তারা চতুর্থতলার পুরুষ ওয়ার্ড প্রায় এক ঘণ্টারও বেশি সময় নিয়ে ঘুরে দেখে বের হওয়ার প্রস্তুতি নেন। কিন্তু তিনতলার ওয়ার্ডে থাকা ছাত্র আন্দোলনে আহতদের দেখতে না যাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন। তাদের মধ্যে কেউ একজন গাড়ির বা সামনের চাকার সামনে বসে পড়েন। আরেকজন উঠে পড়েন গাড়ির ছাদে। সেই সকাল ১১ টা থেকে এখন পর্যন্ত রাস্তায় রয়েছে চিকিৎসাধীন ব্যক্তিরা।

এবিষয়ে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (এডিসি) বলেন,আমরা রাস্তা ছাড়ার জন্য অনেক অনুরোধ করেছি কিন্তু এদের অনেক দাবিদাওয়া রয়েছে।

তিনি আরো বলেন, এদের দাবিদাওয়া মেনে না নিলে রাস্তা ছারবে না বলে জানান। তাদের অনেক অনুরোধ করার পরও রাস্তায়ই রয়েছে তাদের দাবি না  মানলে, রাস্তায়ই থাকার ঘোষণা দিয়েছে। এরমধ্যে ইমারজেন্সি গাড়ি গুলো আমারা অন্য বিকল্প রোড ব্যবহার করতে পুলিশ সহযোগিতা করছেন। তিনি বলেন, বেলা ২ টা থেকে আজকের এই আন্দোলন শুরু করে, সন্ধ্যা ৬ টা বাজে এখনো চলছে।

এরমধ্যে এখন পর্যন্ত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউ আসেনি বলে জানান আহতরা। আহতরা বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না। আহতদের যে দাবি রয়েছে এরমধ্যে, তাদের উন্নত চিকিৎসা, পুর্নবাসন হস অর্থনৈতিক সহযোগিতা। অনেকেই বলেনে, আমরা জীবনের বিনিময়ে রাজপথে নেমে নতুন করে দেশ স্বাধীন করে দিয়েছি কিন্তু আমাদের খোঁজ কেউ রাখেনি।

আহত মোঃ শাহিন নামে একজন বলেন, ১৮ জুলাই চাঁদ উদ্যান এলাকায় ছাত্র আন্দোলনের সময় হাতে এবং পেটে গুলি লাগে। তার পেটে গুলি লেগে এফোঁড়ওফোঁড় হয়ে আহত হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত কেউ খোঁজ নেয়নি। তিনি আরো বলেন,৬ আগস্ট থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন (নিটোর) পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছি এরমধ্যে আমার পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছি কেউ খোঁজ নেয়নি। 

সরকারি সহযোগিতার কথা থাকলেও তিনি কোনো সহযোগিতা পায়নি বলে জানান। তার ছোট একটি শিশু রয়েছে, শহিন ঢাকার মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকেন। একসময় ড্রাইভারী চাকরি করে তার ভালোই চলছিলো কিন্তু জুলাই মাসে আন্দোলনে যোগ দিয়ে এখন তিনি অসহায় জীবনযাপন করছেন বলেও জানান এই প্রতিবেদককে। 

হাসপাতালে যে, খাবার দেয় সেই খাবার নিয়েও তাদের আপত্তি রয়েছে, সেখানে যে খাবার দেয় সেই খাবার খাওয়া উপযুক্ত না বলে, জানান রোগীরা। তাদের নিজের টাকা দিয়ে ঔষধ কিনতে হয়। তারা বলেন, আওয়ামী লীগের হাত থেকে দেশ উদ্ধার করেছি তাই বলে, আমাদের এই অবস্থা হতে হবে?? এসময় আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধন বলেও স্লোগান দিতে থাকে আহতরা। 

আহতদের মধ্যে রয়েছে জাতীয় পঙ্গু হাসপাতালের চিকিৎসাধীন রোগী ছাড়াও রয়েছে জাতীয় চক্ষু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের রোগী সহ অন্যান্য হাসপাতালের চিকিৎসাধীন আহতরা। 

T.A.S / T.A.S

তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ এর অভিষেক ও শপথ অনুষ্ঠান

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা