কোনাবাড়ীতে বরখাস্তকৃত শ্রমিকদের পূনর্বহাল করলো কারখানা কর্তৃপক্ষ

আন্দোলন ও বিক্ষোভের মুখে বরখাস্তকৃত পোশাক শ্রমিকদের চাকুরীতে পূনর্বহাল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ীতে এম এম নীটওয়্যার লিঃ ও মামুন নীটওয়্যার লিঃ কারখানার প্রায় দুই শতাধিক বর-খাস্তকৃত শ্রমিকদের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
জানাযায় গেল ৩ নভেম্বর হাজিরা বোনাস,নাইটবিল, টিফিন বিলসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বুঝিয়েও কাজে ফেরাতে পারেনি। পরে কারখানার নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনিদির্ষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।
কারখানায় বিশৃঙ্খলা ও ভাংচুরের অভিযোগে গত ৯ নভেম্বর এম এম নীটওয়্যার লিঃ এবং মামুন নীটওয়্যার লিঃ ১১৩ জন শ্রমিককে টার্মিনেশন (বরখাস্ত) করা হয়। পরবর্তীতে তাদের শ্রম আইন অনুযায়ী সকল পাওনাদি পরিশোধ করে মালিক পক্ষ।
দুইদিন কাজ করার পর শ্রমিকরা ১১ নভেম্বর সোমবার থেকে বরখাস্ত কৃত শ্রমিকদের পূনরায় চাকুরিতে পূনর্বালের জন্য কর্মবিরতি শুরু করে। শ্রমিকদের আন্দোলনের মুখে দ্বিতীয় দফায় কারখানা কর্তৃপক্ষ আরো ৭৭ জনকে বরখাস্ত করলে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরে বুধবার ১৩ নভেম্বর সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ সদস্য ও কারখানার এক নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পরে মালিক পক্ষ শ্রমিক পক্ষের দাবির প্রেক্ষিতে বরখাস্ত শ্রমিকদের টার্মিনেশন বেনিফিট ফেরত দেওয়ার শর্তে চাকুরীতে যোগদানের কথা বলে। শ্রমিকরাও তা মেনে নিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল থেকে কাজে যোগদান করেন। এর মধ্যে যারা টার্মিনেশন বেনিফিট ফেরত দিয়েছেন তারা পূর্বের যোগদানের তারিখে চাকুরী করছেন। যারা টার্মিনেশন বেনিফিট ফেরত দেয়নি তাদের বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি।
সুয়িং অপারেটর মোঃ সাদ্দাম হোসেন জানান, বরখাস্তকৃত অনেক শ্রমিক টাকা ফিরাইয়া দিয়া ডিউটি করতাছে। তারপর কিছু ছোট খাটো সমস্যা আছে। লান্সের পরে মালিক বলছে ঠিক করে দিবো। এম এম নিটওয়্যার লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মো: মনোয়ার হোসেন বলেন,বরখাস্তকৃত শ্রমিকদের মধ্যে যারা টার্মিনেশন বেনিফিট ফেরত দিয়েছেন তারা কাজে যোগ দিয়েছেন। যারা টার্মিনেশন বেনিফিট ফেরত দেয়নি তারা কাজে যোগদান করেনি। কিন্তু শ্রমিকরা আজ আবার নতুন দাবি নিয়ে কথা বলছেন। তাদের নতুন দাবি কোন স্টাফ থাকবেনা। তিনি বলেন,যদি কোন স্টাফ না থাকে তাহলে ফ্যাক্টরী চলবে কিভাবে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, এম নীটওয়্যার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেওয়ায় তারা কাজে ফিরেছে। এখনো পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
T.A.S / T.A.S

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
