মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি উপলক্ষে করোনা প্রতিরোধক বুথ স্থাপন ও মাস্ক বিতরণ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের আয়োজনে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধক বুথ স্থাপন কার্যক্রমের আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভা চত্বর থেকে সদরের বিভিন্ন জায়গায় চলে মাস্ক বিতরণ কার্যক্রম। পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে উক্ত অনুষ্ঠানে অংশ নেন। পৌর মেয়রের উদ্ধোগে বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাস প্রতিরোধ এড়াতে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় মুন্সীগঞ্জ পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়। ওই বুথ থেকে পৌরবাসী বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী নতুন মাস্ক নিতে পারবেন এবং ব্যবহৃত মাস্ক বুথে ফেলতে পারবেন।
পৌরসভার গুরুত্বপূর্ণ একাধিক পয়েন্টে করোনা প্রতিরোধক বুথ স্থাপনে পৌরবাসী অনেকটাই খুশি হয়েছেন। জরুরি প্রয়োজনে যে কোনো মুহূর্তে এখান থেকে মাস্ক সরবরাহ করা হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বুথ থেকে প্রয়োজন অনুযায়ী মাস্ক নিতে পারবেন পৌরবাসী।
জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ডিসি পার্কের বিপরীতে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল। এরই ধারাবাহিকতায় কর্মসূচির ৩১তম দিনে করোনা প্রতিরোধক বুথ স্থাপন ও পথচারিদের মাঝে মাস্ক বিতরনের মধ্য দিয়ে মাসব্যাপি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভার ৪২টি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মোনাজাত করাসহ গণভোজের আয়োজন করা হয়।
শোকের এ মাসে মাসব্যাপী নানা আয়োজন আর কর্মসূচির মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করেন আওয়ামী লীগ নেতা, পৌরপিতা হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি জানান, জাতীয় শোক দিবস পুরো বাঙালি জাতির জন্য একটা কালো অধ্যায়। ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা শহিদ হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যতদিন বেঁচে থাকব ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করে যাব।
মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধক বুথ স্থাপনে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের উপস্থিতিতে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, পৌর কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগর, আব্দুস সাত্তার, শহর যুবলীগের সাবেক সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল হাসান নোবেল, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবিড় আহম্মেদ, ওমর ফারুক, আসাদুজ্জমান গাজীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত
বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান
বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান
কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু
রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী
ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম
আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী
হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন
পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ
ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন