ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি উপলক্ষে করোনা প্রতিরোধক বুথ স্থাপন ও মাস্ক বিতরণ


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৩১-৮-২০২১ বিকাল ৭:১১

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (৩১ আগস্ট) অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ ‍উপলক্ষে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের আয়োজনে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধক বুথ স্থাপন কার্যক্রমের আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভা চত্বর থেকে সদরের বিভিন্ন জায়গায় চলে মাস্ক বিতরণ কার্যক্রম। পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে উক্ত অনুষ্ঠানে অংশ নেন। পৌর মেয়রের উদ্ধোগে বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাস প্রতিরোধ এড়াতে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এ সময় মুন্সীগঞ্জ পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়। ওই বুথ থেকে পৌরবাসী বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী নতুন মাস্ক নিতে পারবেন এবং ব্যবহৃত মাস্ক বুথে ফেলতে পারবেন।

পৌরসভার গুরুত্বপূর্ণ একাধিক পয়েন্টে করোনা প্রতিরোধক বুথ স্থাপনে পৌরবাসী অনেকটাই খুশি হয়েছেন। জরুরি প্রয়োজনে যে কোনো মুহূর্তে এখান থেকে মাস্ক সরবরাহ করা হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই বুথ থেকে প্রয়োজন অনুযায়ী মাস্ক নিতে পারবেন পৌরবাসী। 

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা ডিসি পার্কের বিপরীতে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল। এরই ধারাবাহিকতায় কর্মসূচির ৩১তম দিনে করোনা প্রতিরোধক বুথ স্থাপন ও পথচারিদের মাঝে মাস্ক বিতরনের মধ্য দিয়ে মাসব্যাপি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ পৌরসভার ৪২টি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট কালরাতে নিহত সকল শহীদের স্মরণে দোয়া মোনাজাত করাসহ গণভোজের আয়োজন করা হয়।

শোকের এ মাসে মাসব্যাপী নানা আয়োজন আর কর্মসূচির মধ্যদিয়ে ব্যস্ত সময় পার করেন আওয়ামী লীগ নেতা, পৌরপিতা হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। তিনি জানান, জাতীয় শোক দিবস পুরো বাঙালি জাতির জন্য একটা কালো অধ্যায়। ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যারা শহিদ হয়েছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যতদিন বেঁচে থাকব ১৫ আগস্ট ‍উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করে যাব। 

মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধক বুথ স্থাপনে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের উপস্থিতিতে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, পৌর কাউন্সিলর সাজ্জাত হোসেন সাগর, আব্দুস সাত্তার, শহর যুবলীগের সাবেক সভাপতি  মালেকুন মাকসুদ বিপুল, শহর ছাত্রলীগের সভাপতি নসিবুল হাসান নোবেল, হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিবিড় আহম্মেদ, ওমর ফারুক, আসাদুজ্জমান গাজীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এমএসএম / জামান

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী