ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

খুলনা সওজের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস ওএসডি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৬-১১-২০২৪ দুপুর ১২:৩০

খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস ওএসডি হয়েছেন। বর্তমানে তাপসী দাস প্রধান প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত রয়েছেন। তার বিরুদ্ধে টেন্ডার বানিজ্য করে অবৈধ পন্থায় বিপুল পরিমান অর্থ উপার্জনের অভিযোগ রয়েছে। প্রকৌশলী তাপসী দাস খুলনা ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় নামে-বেনামে বাড়ি, ফ্ল্যাট, জমি-জায়গাসহ অবৈধ সম্পদ গড়েছেন বলে রয়েছে একাধিক অভিযোগ। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে গড়ে তোলা এসব সম্পদের খোঁজে রয়েছে দুদক। বর্তমানে তাপসী দাশের অবৈধ সম্পদের খোঁজে দুদকের অনুসন্ধান চলমান।

অভিযোগ সূত্রে, প্রকৌশলী তাপসী দাসের ঢাকা ও খুলনার বিভিন্ন জায়গায় নামে-বেনামে বাড়ি ও ফ্ল্যাটসহ অবৈধ সম্পদ রয়েছে। বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন পন্থায় অবৈধ অর্থ উপার্জন করেছেন। টেন্ডার বানিজ্য করে বিপুল পরিমান অর্থের মালিক হয়েছেন। নিজ পছন্দের ঠিাকাদারকে দিয়ে করিয়েছেন কাজ। নিয়েছেন মোটা অংকের কমিশন। ওপেন সিক্রেট থাকলেও তার বিরুদ্ধে কেউ কখনো মুখ খোলার সাহস করেননি। কর্মকর্তা-কর্মচারীরা তার বিরুদ্ধে কথা বললেই তাদেরকে দাপ্তরিক এবং মানসিক ভাবে হেনস্তার শিকার করেছেন তিনি।  খুলনা সড়ক বিভাগের আওতায় বটিয়াঘাটা উপজেলার শোলমারী নদীর উপর ব্রিজ নির্মাণকালে গার্ডার ক্ষতিগ্রস্ত হয়ে স্লাব বসে যায়। ঐ অভিযোগে মন্ত্রণালয় থেকে তদন্ত করার পর তাপসী দাসকে ২০০৯ সালে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তার বিরুদ্ধে দুদকে মামলা হয়।

অন্য একটি অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে বিপুল পরিমান অঙ্কের বিনিময়ে খুলনায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন তাপসী দাস। দুই বছরের মাথায় ২০২০ সালে নির্বাহী প্রকৌশলী থেকে পদন্নোতি পেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) হিসেবে যোগদান করে খুলনায় থেকে যান। এরপরই তিনি শুরু করেন অসাধু ঠিকারদারদের নিয়ে অবৈধ বাণিজ্য। তাপসী দাস কিছু অসাধু ঠিকাদারদের নিয়ে সিন্ডিকেট  করে টেন্ডার বানিজ্য এবং নিম্ন মানের কাজ করিয়ে আত্মসাৎ করেছেন সরকারের বিপুল পরিমান অর্থ। খুলনায় নির্বাহী প্রকৌশলী থাকাকালীন সময়ে ২০১৮ সালে নগরীর ময়লাপোতা থেকে পাওয়ার হাউজ রাস্তার ঢালাই কাজ করার সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।

এ নিয়ে দুদকে মামলা হয়। এর পূর্বে নড়াইল ও গোপালগঞ্জে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ নিয়ে খুলনায় বিপুল পরিমান অর্থের বিনিময়ে যোগদান করেন তিনি । খুলনা, সাতক্ষীরা-চুকনগর সড়কে প্রথম কিলোমিটার নগরীর মিনা বাজার হতে ময়লাপোতা পর্যন্ত কোনো টেন্ডার বরাদ্দ ছাড়াই রাতের আঁধারে বিটোমিনাস অভারলে কাজ মাহাবুব ব্রাদার্সকে দিয়ে করিয়েছেন। নিম্নমানের রিজিট পেভমেন্ট করায় রাস্তার কাজ শেষ না হতেই উপরের অংশ উঠে যায়। এ কাজের বিরুদ্ধে অভিযোগ হলে তদন্ত টিম গঠন হয়। কিন্তু অর্থের জোড়ে তাও চাঁপা দেন।

দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়, তাপসী দাস নির্বাহী প্রকৌশলী হিসেবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নড়াইল ও গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে ২০১৭ সালের ২০ জুন দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪৮ লাখ ৭৫ হাজার ৮৬৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করেছেন। এছাড়া ২৫ লাখ টাকা ঋণ গ্রহণের মিথ্যা তথ্য প্রদর্শন করাসহ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৪৬৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। বিষয়টি নিয়ে প্রধান কার্যালয় দুর্নীতি দমন কমিশন ঢাকার সহকারী পরিচালক (অনু ও তদন্ত-১) মো. ফারুখ আহমেদ ২০১৮ সালের ৫ই ফেব্রুয়ারি ডিএমপির রমনা মডেল থানায় মামলা দায়েরের জন্য আবেদন করেন।  এ বিষয়ে জানতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

T.A.S / T.A.S

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা