মোহাম্মদপুর ৩ রাস্তায় অটোরিকশা চালকরা
মোহাম্মদপুর এলাকায় গুরুত্বপূর্ণ তিন রাস্তার মোড়ে অবস্থান নিয়েছে অটো চালোকরা দুর্ভোগে জনজীব। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অটোরিকশা চালকরা রাস্তা বন্ধ করে দিয়েছে ভোগান্তিতে সাধারণ পরিবহনরা।
আন্দোলন চলছে মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, ধানমন্ডি ২৭ নাম্বার এলাকায়। (বৃহস্পতিবার ২১ নভেম্বর) সকাল ১০ টা থেকে এই আন্দোলন শুরু হলেও এখন পর্যন্ত চলছে। এসময় দেখা যায় কয়েক হাজার লোক অংশগ্রহণ করে এই আন্দোলনে। মোহাম্মদপুর এলাকার খুবই গুরুত্বপূর্ণ সড়ক গুলো বন্ধ রয়েছে। এরমধ্যে গাবতলী গামী সড়ক, কেরানীগঞ্জ সড়ক, সদরঘাট থেকে আসা সড়কটিও বন্ধ রয়েছে।
অটোরিকশা চালকদের দাবী মূল সড়কগুলো বাদ দিয়ে হলেও তাদের ঢাকার রাস্তায় আটো চলতে দিতে হবে।
এর আগে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
ঠিক তিনদিন পরেই আন্দোলনে নামেন আটো চালকরা।
এমএসএম / এমএসএম