ঢাকা শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

ছাত্র আন্দোলনে শামীম হত্যা মামলার আসামি সবুজ র‍্যাবের হাতে গ্রেফতার


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৫-১১-২০২৪ দুপুর ২:৩

জুলাই আগস্ট মাসে ছাত্রজনতার আন্দোলনে সবচেয়ে বেশি আন্দোলনের ঘটনা ঘটে মোহাম্মদপুর শেরেবাংলা ও আগারগাঁও এলাকায়। প্রাণহানিও ঘটে অনেক। গত ৫ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী দেশ থেকে পালিয়ে গেলেও তার দলের ছোট-বড় অনেকে নেতাই দেশে রয়ে গেছে। ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ অনেকেই হয়েছে হত্যা মামলার আসামি।

এর মধ্যে সব থেকে মোহাম্মদপুর থানা হত্যা ও হত্যা চেষ্টা মামলা হয়েছে প্রায় ৩০ টিরও বেশি। এরমধ্যে মোহাম্মদপুর থানায় শামীম হাওলাদর হত্যা মামলায় আসামি রহমত উল্লাহ সবুজকে গতকাল রাতে গ্রেফতার করেছে র‍্যাব-২ এর সদস্যরা। এই সবুজ এবং  তার বাবা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে আগারগাঁও বিএনপির বাজার পুরোটাই নিয়ন্ত্রণ করতো সবুজ এবং তার পিতা। সবুজের পিতা বিএনপির বাজারের সভাপতি, সবুজ ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।

এবিষয়ে স্থানীয়রা বলেন, বাবা ছেলে মিলে এই আগারগাঁও এলাকার বিএনপির নামক বাজারটি থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, এদের সাথে সাবেক কাউন্সিলর ফোরকান এবং আসাদের সাথে সখ্যতা থাকার কারণে সবাই সবুজকে চাঁদা দিতে বাধ্য থাকতো। সবুজের সাথে ঢাকা ১৩ আসনের সাবেক এমপি সাদেক খানের আমলে সাদেক খানের সাথেও সখ্যতা গড়ে তুলে, এরপর ১৩ আসন থেকে জাহাঙ্গীর কবির নানক এমপি হলে তখন আবার নানকের সাথে সখ্যতা গড়ে তুলেন সবুজ এবং তার বাবা। এভাবে সবুজ বিএনপি বাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। বৈষম্য বিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানায় শামীম হত্যা মামলার আসামি সবুজকে গতকাল গ্রেফতার করেছে র‍্যাব -২ এর সদস্যরা। মোহাম্মদপুর থানায় গত ৯ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয় মামলা নং ২৫/১২৩৫

সবুজ শেরেবাংলা নগর থানার ২৮ নং ওয়ার্ড এর ৬ নং ইউনিটের আওয়ামী লীগের সদস্য। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন  কিন্তু ৫ আগস্টের পর ভোল পাল্টে আগারগাঁও  বিএনপির নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেন কিন্তু শেষ রক্ষা হয়নি র‍্যাবের হাতে গ্রেফতার হতে হয়েছে। 

এবিষয়ে র‍্যাব বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান অবস্থায় মো: শামীম হাওলাদার (৩৮) হত্যা মামলার আসামি রহমত উল্লাহ সবুজ (৪৫)'কে  ২৪ নভেম্বর  আনুমানিক সন্ধ্যা ৬.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

T.A.S / এমএসএম

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক