ঢাকা শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ডুমুরিয়ার গুটুদিয়ায় পরিবারের সকলকে অজ্ঞান করে দুর্ধর্ষ ডাকাতি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২৬-১১-২০২৪ দুপুর ১২:৬

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় গত কয়েকদিন ধরে চুরি,ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে। এ নিয়ে জনমনে তৈরী হয়েছে আতঙ্ক। অনেকে অভিযোগ করতেও পাচ্ছেন ভয়।

গত বৃহস্পতিবার গুটুদিয়ার বড়ডাঙ্গা এলাকায় ব্যবসায়ী তপন মন্ডলের বাড়ি ডাকাতি হয়। এ সময় দুর্বৃত্তরা গ্রিল কেটে ঢুকে বাড়ির ঘুমন্ত সবার ওপর ঘুমের স্প্রে দিয়ে অজ্ঞান করে নেয়। এ ডাকাতির ঘটনায় অত্র এলাকায় চাঞ্চল্যকর অবস্থা তৈরী হয়েছে। ভুক্তভোগি তপন মন্ডল এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাত আনুমানিক ১১টার সময় তপন মন্ডল এবং তার পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

এরপর বৃহস্পতিবার দিবাগত ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে অজ্ঞাত নামা ব্যক্তি/ব্যক্তিরা তার ঘরের ড্রইং রুমের রান্না করার স্থানের জানালার গ্রিল কেটে তাদের বসত ঘরের ভিতর প্রবেশ করে।  তার শয়নকক্ষের ভিতর প্রবেশ করে স্ত্রী তপতী মন্ডলের (৩৭) ব্যবহৃত এক ভড়ি ওজনের একটি স্বর্ণের চেইন, ছয় আনা ওজনের জোড়া টানা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, যার আনুমানিক মূল্য ২,০০,০০০/- টাকা, তপন মন্ডলের প্যান্টের পকেটে থাকা নগদ বিভিন্ন নোটের ৩৫,০০০/- টাকা নিয়ে চলে যায়। সেই সাথে তপন মন্ডলের মানিব্যাগের ভিতর থাকা গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্রাদিও নিয়ে যায় দুর্বৃত্ত/দুর্বৃত্তরা।

তপন মন্ডলের স্ত্রী তপতী মন্ডল বলেন, আমি বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় ফিরে রান্না করে ঘর দরজা সবকিছুই দিয়ে রেখেছিলাম। ছাদের দরজাও বন্ধ করে রাখি। রাত আনুমানিক সাড়ে চারটায় আমি শব্দ শুনে ফোনের লাইট চালু জালাই। তখন দেখি কেউ একজন নিচে বসে ওয়ার ড্রয়ার টেনে খুলছে। কিন্তু অন্ধকারে শুধু লাইটের আলোতে তার চেহারা ভালোভাবে দেখতে পাইনি। আমি কিছুটা ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে চিৎকার করলেও আশে পাশের রুমে থেকে আমার শশুর-শাশুড়ি এবং আমার ছেলে না আসাতে ঘাবরিয়ে যাই। পরে আমি আমার স্বামীকে ডাকলে সে আসতে আসতে গ্রিলের কাঁটা অংশ দিয়ে ডাকাতটি বেরিয়ে চলে যায়। তখন অনুমান করেছি যে, তার সাথে আরো লোকজন আছে বাইরে দাড়িয়ে আছে।

এরপর আমার ছেলে এসে ঘরের লাইটের সুইচ অন করতে যেয়ে পড়ে যায়। এরপরও অনেক ডাকাডাকির পর আমার শশুড়-শাশুড়ি উঠছিলো না। তখন মনে হলো ডাকাতরা কোন স্প্রে বা অজ্ঞান করার কিছু  মেডিসিন ব্যবহার করে সকলকে অজ্ঞান করেছে। এরপর থেকে আমাদের সকলের শরীর অনেক খারাপ হয়ে পড়ে।  তপন মন্ডলের মা জানান, তিনি কিছুই টের পাননি ঘটনার দিন। পরে তার হুশ আসলে তিনি নিজেকে স্যালাইন দেয়া অবস্থায় পান। পরে সকলের কাছে ডাকাতির ঘটনা শোনেন।  তপন মন্ডল বলেন, ঘটনার রাতে আমরা সবসময়ের মতো বাড়ির সকলে খেয়ে দেয়ে ঘুমাতে চলে যাই। আমি ঐ দিন রাতে বাড়ির দুই তলায় ঘুমাতে যাই। আমার স্ত্রী নিচ তলায় এবং অন্য রুমে আমার ছেলে ঘুমায়।

অন্য আর একটি রুমে আমার মা-বাবা ঘুমায়। দুর্বৃত্তরা ঘরে ঢুকে স্প্রে করে। কিন্তু আমার স্ত্রী লেপ মুড়ি দেয়ায়, সে হুশ হারায়নি। কিন্তু আমার মা বাবা জ্ঞান হারিয়ে ফেলেন। আমার মায়ের প্রায় একদিন পর জ্ঞান ফেরে। তার এখনো চিকিৎসা চলছে। তিনি আরো বলেন, বুধবার ভোরে আমি ঘরের ভিতর ছিলাম। তখন অজ্ঞাত কেউ একজন এসে ভাগ্নে বলে ডেকে চলে যায়। আমার মা বিষয়টি খেয়াল করেন। কিন্তু তাকে আমরা সনাক্ত করতে পারিনি।

এ সময় আমার কিছুটা সন্দেহ হয় যে, পরিচিত হলে তো দাঁড়াবে। ডেকে ক্যানো চলে যাবে? তিনি বলেন, এ ডাকাতির পর আমি পুলিশকে জানালে তারা তাৎক্ষনিক এসে আমাদের বাড়ি পর্যবেক্ষন করে যান। আমরা বাড়ির সকলে অনেক অসুস্থ হয়ে পড়ি। এ কয়দিন চিকিৎসার মধ্যে ছিলাম। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তপন মন্ডল একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা দুর্বৃত্তদের সনাক্ত এবং আটক করার জন্য চেষ্টা করছি। 

T.A.S / T.A.S

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ

টিসিবি পন্য পরিমাপে ডিলারের চুরি