ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রাজউক দুর্নীতি পর্ব-৯

মো. আলম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ 


আলমগীর হোসেন photo আলমগীর হোসেন
প্রকাশিত: ১-১২-২০২৪ রাত ৯:৫৬

একের পর এক ঘটনার জন্ম দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের  ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের কারণে বার বার আলোচিত-সমালোচিত হচ্ছে প্রতিষ্ঠানটি। রাজউকের বিভিন্ন কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পসমূহে অনিয়ম-দুর্নীতি এখন গেড়ে বসেছে। সংস্থাটির সেবার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় স্তরেই দুর্নীতি ও ভয়াবহ অনিয়ম রয়েছে। আর এসব দুর্নীতির ক্ষেত্রে রাজউক কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ, বেসরকারি প্রতিষ্ঠান ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে ত্রিপক্ষীয় আঁতাত স্পষ্ট।

ফলে, রাজউক কর্তৃক সার্বিক জবাবদিহি কাঠামো কার্যকর করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ অন্যান্য দায়িত্ব পালন ব্যহত হচ্ছে। সাধারণ মানুষের মন্তব্য, নতুন করে দপ্তরটির বারোটা বাজানোর জন্য আগমন ঘটেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার অন্যতম দোসর, বানিজ্য মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব মো. আলম মোস্তফার। সুত্রে জানা যায়, আলম মোস্তফা সাবেক সরকারের মন্ত্রী এমপিদের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাণিজ্য মন্ত্রণালয় এক হাতে নিয়ন্ত্রণ করে। যে কারণে তার বাহিরে টেন্ডার, কেনাকাটা, বদলি বাণিজ্য, কমিশন বাণিজ্যসহ সব কিছুই চলতো তার একচ্ছত্র নিয়ন্ত্রণ।

তারই ধারাবাহিকতায় এবার আরও বেপরোয়া দুর্নীতির স্বর্গরাজ্য খ্যাত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এ পদায়ন পেলেন তিনি। শোনা যায়, এখানকার সর্ব নিম্ন কর্মচারী পিয়ন, ড্রাইভার, থেকে শুরু করে সর্বোচ্চ পদে আসীন চেয়ারম্যান পর্যন্ত সবাই কোটি পতি। মিডিয়ার বদৌলতে মাঝে মধ্যে অনেকের শাস্তির কথা শোনা গেলেও সেগুলো কাগজ কলমেই সীমাবদ্ধ থাকে। যেন দেখার কেউ নেই। যে কারণে প্রতিষ্ঠানটি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। মো. আলম মোস্তফা রাজউকে তার পদবী- সদস্য, প্রশাসন ও অর্থ। সাধারণ মানুষের মনে প্রশ্ন, এতো বড় একজন চিহ্নিত দুর্নীতিবাজ অপরাধী কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেওয়ার আগে যাচাই বাছাই প্রয়োজন ছিলো।

ইতিমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগ জমা পড়েছে। অভিযোগে উল্লেখ আছে মোঃ আলম মোস্তফা, সাবেক উপ-সচিব, বানিজ্য মন্ত্রণালয়, বর্তমান- সদস্য প্রশাসন ও অর্থ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রধান কার্যালয়, ঢাকা। সে গত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন যাবৎ বানিজ্য মন্ত্রণালয়ে কাজ করেছে। সে সুবাদে সেখানে সরকার দলীয় ঠিকাদারদের সাথে আতাতের মাধ্যমে কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা ঘুষ বাণিজ্য করে স্ত্রী, সন্তান, শশুর শাশুড়ীসহ দেশে বিদেশে অঢেল সম্পদের মালিক বনে গেছেন।

এছাড়াও অতি সম্প্রতি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে যোগদানের পর হতে ফাইল আটকিয়ে দরকষাকষির মাধ্যমে অর্থের নেশায় আরও বেপরোয়া আকার ধারণ করেছে তার দুর্নীতি। অভিযোগে তার অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে, যেমন- (১) বিল্ডিংয়ের নাম Ventura Rosabelle, plot SW (S)-3/B, Road-2, Gulshan, Dhaka-1212। (২) পূর্বাচলে ৫ কাঠার প্লট, (৩) উত্তরার ৫ নং সেক্টরে ৬ তলা বিশিষ্ট আলিশান বাড়ি। (৪) ধানমন্ডির শংকর রোডে শশুরের নামে ৮তলা বাড়ি। (৫) গোপনে রিয়েল এস্টেট ব্যবসায় কোটি কোটি টাকা ইনভেস্ট। (৬) আওয়ামী লীগের সাথে গোপন আঁতাত।

(৭) বিদেশে অর্থ পাচার না জানা আরও অসংখ্য দুর্নীতির সাথে জড়িত আলম মোস্তফা। জাকারিয়া কাজল নামে জনৈক ব্যক্তি বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেন। এসকল বিষয়ে হোয়াটস অ্যাপে কথা হলে তিনি জানান কেউ আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার পেছনে লাগিয়েছে। বিষয়টি সম্পুর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, তিনি আরো বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে আমার কোনো সম্পত্তি নেই। তাঁর সঙ্গে কথা বলার সময় তিনি একজন সাংবাদিককে ফোনটা ধরিয়ে দেন, ওই সাংবাদিক প্রতিবেদককে বলেন, তিনি অত্যান্ত ভালো লোক আমি তাঁকে অনেক দিন থেকে চিনি। 

জামিল আহমেদ / এমএসএম

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে “সাংবাদিক সুরক্ষা আইন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মামলায় নাম জড়িয়ে ব‍্যবসায়ী আকবর’কে হয়রানি,প্রশাসনীক চার দপ্তরে লিখিত অভিযোগ

গুলশান-বনানীতে মার্ডারের পরও থেমে নেই স্পা ও বিভিন্ন লাউঞ্জের নামে অবাধ অপরাধচক্র

ব্যবসায়ী রাজু’কে উদ্দ‍্যোশ‍্য প্রণোদিত মামলা, ডিএমপি কমিশনার কার্যালয়ে অভিযোগ

তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন: সংবাদ পেশা থেকে মানবসেবার অগ্রদূত

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

শ্রমিকের অধিকার পূরণ না করে নতুন বাংলাদেশের যাত্রা হবে না-জোনায়েদ সাকি

ডেমরা রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ভুমি মন্ত্রণালয়ে অভিযোগ

শূন্য থেকে শুরু করা শাকিব এখন সফল মার্কেটিং উদ্যোক্তা

ইউনুস সরকারকে উৎখাতে কাফনের কাপড় পরে আন্দোলকারীদের অবৈধ সম্পদের সন্ধানে গোয়েন্দারা

ছাগলকাণ্ডের মতিউরের ২য় স্ত্রী ও মেয়েকে গ্রেফতারে ইন্টারপোলে আবেদন