ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ডিএমপি কমিশনারের মতবিনিময় সভা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৩:২৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডিএমপি কমিশনার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নাগরিক সভা হয়েছে। প্রধান অতিথিতে হিসেবে সভায় তিনি বলেন, রাজধানী ঢাকার শহরে অটোরিকশা বেড়ে চলেছে। পুলিশের গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় নগরবাসীকে অটোরিকশা ব্যবহার না করে স্বল্প দূরত্বের পথ হেঁটে যাওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সাজ্জাত আলী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে নাগরিকদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এসব কথা বলেন। 

তিনি বলেন, আপনারা লোকালি বা অফিস-আদালত, বাজার-ঘাট পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন। তাহলে সমস্যার অনেকটা সমাধান হবে এবং শরীরও ভালো থাকবে। যাদের বাচ্চার স্কুল আছে তারা কর্মস্থল বা বাসাটা স্কুলের দিকে শিফট করেন। আপনাদের যাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় তারা স্কুলের পাশে বাসা ভাড়া নিতে পারেন। এখন কী করবেন, ১৮ কোটি জনগণ। গরীব একটা দেশ। সমস্যাটা তো হবেই এই সমস্যা আমাদের সমাধান করতে হবে।

অপরাধীদের বিরুদ্ধে মোহাম্মদপুরবাসী অসহায়ত্ব প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে কমিশনার বলেন, আপনি যদি লোকালি না পারেন,তাহলে আমি দেখছি। আপনি পারবেন না, আমি পারব। আমার লোকবল আছে, বৈধ অস্ত্র আছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার পুলিশ রয়েছে আপনাদের পাশে। 

অটোরিকশার কারণে নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটা শহরে ২৫ শতাংশ রাস্তা থাকা দরকার। কিন্তু আছে ৭ শতাংশ রয়েছে। সবাই রাস্তায় গাড়ি নামালে তো আমরা পারব না। দেশ স্বাধীন হলো গত ৫২ বছরে একটা শহরে রাস্তা-ঘাট নাই, স্পেস নাই। নাগরিকদের রাস্তা ছেড়ে বাড়ি নির্মাণেরও পরামর্শ দেন কমিশনার। 

আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক, তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান, মোহাম্মদপুর থানার ওসি, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এছাড়াও সভায় মোহাম্মদপুরবাসী উপস্থিত ছিলেন। তারা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসব সমস্যার সমাধান করে দেওয়ার পাশাপাশি নাগরিকদেরও সোচ্চার হওয়ার আহবান করেন তিনি। রাজধানীর মোট ৫০ টি থানায় মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় আজকে প্রথম আলোচনা সভা হয়। এরপর সময় ও সিডিউল অনুযায়ী প্রতিটি থানায় এই সভা হবে বলে জানান ডিএমপি মিডিয়া সেল।

T.A.S / T.A.S

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক