ডিএমপি কমিশনারের মতবিনিময় সভা

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ডিএমপি কমিশনার সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নাগরিক সভা হয়েছে। প্রধান অতিথিতে হিসেবে সভায় তিনি বলেন, রাজধানী ঢাকার শহরে অটোরিকশা বেড়ে চলেছে। পুলিশের গলদঘর্ম অবস্থা। এই অবস্থায় নগরবাসীকে অটোরিকশা ব্যবহার না করে স্বল্প দূরত্বের পথ হেঁটে যাওয়ার পরামর্শ দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সাজ্জাত আলী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে নাগরিকদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা লোকালি বা অফিস-আদালত, বাজার-ঘাট পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন। তাহলে সমস্যার অনেকটা সমাধান হবে এবং শরীরও ভালো থাকবে। যাদের বাচ্চার স্কুল আছে তারা কর্মস্থল বা বাসাটা স্কুলের দিকে শিফট করেন। আপনাদের যাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় তারা স্কুলের পাশে বাসা ভাড়া নিতে পারেন। এখন কী করবেন, ১৮ কোটি জনগণ। গরীব একটা দেশ। সমস্যাটা তো হবেই এই সমস্যা আমাদের সমাধান করতে হবে।
অপরাধীদের বিরুদ্ধে মোহাম্মদপুরবাসী অসহায়ত্ব প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে কমিশনার বলেন, আপনি যদি লোকালি না পারেন,তাহলে আমি দেখছি। আপনি পারবেন না, আমি পারব। আমার লোকবল আছে, বৈধ অস্ত্র আছে। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার পুলিশ রয়েছে আপনাদের পাশে।
অটোরিকশার কারণে নগরীতে যানজটের সৃষ্টি হচ্ছে, রাস্তা ব্লক হয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, একটা শহরে ২৫ শতাংশ রাস্তা থাকা দরকার। কিন্তু আছে ৭ শতাংশ রয়েছে। সবাই রাস্তায় গাড়ি নামালে তো আমরা পারব না। দেশ স্বাধীন হলো গত ৫২ বছরে একটা শহরে রাস্তা-ঘাট নাই, স্পেস নাই। নাগরিকদের রাস্তা ছেড়ে বাড়ি নির্মাণেরও পরামর্শ দেন কমিশনার।
আজকের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক, তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান, মোহাম্মদপুর থানার ওসি, বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালামসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এছাড়াও সভায় মোহাম্মদপুরবাসী উপস্থিত ছিলেন। তারা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এসব সমস্যার সমাধান করে দেওয়ার পাশাপাশি নাগরিকদেরও সোচ্চার হওয়ার আহবান করেন তিনি। রাজধানীর মোট ৫০ টি থানায় মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে এর মধ্যে মোহাম্মদপুর এলাকায় আজকে প্রথম আলোচনা সভা হয়। এরপর সময় ও সিডিউল অনুযায়ী প্রতিটি থানায় এই সভা হবে বলে জানান ডিএমপি মিডিয়া সেল।
T.A.S / T.A.S

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম
