ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

প্রশাসনের ব্যর্থতায় পাইকগাছা‌র শিবসা- কপোতাক্ষ নদের তীর চলছে দখল বানিজ্য


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩-১২-২০২৪ দুপুর ৪:২৪

প্রশাসনের ব্যর্থতায় দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী পাইকগাছার শিবসা ও কপোতাক্ষ নদ ও ছোট ছোট খাল দখলে মেতে উঠেছে দখলকারীরা। কেউ কেউ কোটি টাকার জায়গা নাম মাত্র মূল্যে একশনা বন্দোবস্ত নিয়ে দখল ব্যাবসা করছেন। সচেতন মহল দখল রোধে উপজেলা প্রশাসনকে জানালে বলা হয় ওটা আমাদের দায়িত্ব না।

দুই সরকারি অফিস,পানি উন্নয়ন বোর্ডের ও পেরি ফেরি টানাপোড়েনের জায়গা নিয়ে চলে খেলা। সেই টানাপোড়েনের মধ্যে দখল পাকাপোক্ত হয়ে যায়। পাইকগাছা সদরের চা দোকানি রাজু জানান, ৬ বছর ধরে শিবসা নদীর তীর দখল করে একশনা বন্দোবস্ত নিয়ে ব্যবসা করছেন। যার বাজার মূল্য আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা। এই ভাবে দখল করে দুই নদীর তীর দিয়ে গড়ে উঠেছে শত শত দোকান।

একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, দখল দেখতে পেয়ে এলাকাবাসীর বারংবার অভিযোগে অভিযানে গিয়ে দখল বন্ধ করে চলে আসার পর আবারো দখলে মেতে ওঠে দখলদাররা। এর পর প্রশাসনকে জানালে আর ঘটনাস্থলে যায়না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার কারণে দখল আর দুষনে আজ ধীরে ধীরে নদী গুলো মরা খালে পরিণত হচ্ছে। এক সময়কার ঐতিহ্যবাহী খরস্রোতা খুলনা জেলার পাইকগাছার শিবসা ও কপোতাক্ষের দুপাড় অবৈধ দখল আর দূষণে ক্রমেই রুগ্ন হচ্ছে। এমনকি নদীর দুপাশ দিয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও বর্জ্যের চাপে ঝিমিয়ে গেছে নদীটি। খুলনা জেলার পাইকগাছা অভ্যন্তরে শিবসা, কপোতাক্ষের একাংশে নেই কোনো জোয়ার-ভাটার উত্তাল ঢেউ। হারিয়ে গেছে নদীর যৌবন।

শিবসা-কপোতাক্ষের স্রোতের তালে তালে বেঁধেছে কত কিশোর-কিশোরীর জীবন বিধান। ঢেউয়ের সাথে দুলেছে কত যুবক-যুবতীর হৃদয় তুলি। কত নবদম্পতি ঘর বেঁধেছে এর অববাহিকায়। কেউ তার খোঁজ আর রাখেনি। এলাকাবাসী জানায়, উপজেলার বিভিন্ন বাজারে পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তীর দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। যার বাজার মূল্য কোটি টাকা। কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের জায়গা উদ্ধারের কোন ভুমিকায় নজরে আসে না। অভিযোগ জানানো হলে বলা হয়, জায়গাটি পাউবোর। আবার পাউবোর কাছে জানতে গেলে জানানো হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। যার ফলে এখন দখল বানিজ্য দেখে দিন কাটাচ্ছেন সচেতন মহল।

এই শিবসা-কপোতাক্ষকে রক্ষার জন্য বিভিন্ন সময় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা নানা বাণী শোনালেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি কেউ। বরং উল্টো যাদের কাঁধে নদী রক্ষার দায়িত্ব তারাই নদী ভরাট করে চলেছে। মাছ চাষের নামে নদীর বিভিন্ন স্থানে বাঁধ সৃষ্টি করে পানির স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দিয়েছে। কেউবা নদীর চরে ময়লার স্তূপ বানাচ্ছে। এক সময় দক্ষিণাঞ্চলের মালামাল আনা-নেয়ার জন্য ব্যবসায়ীদের একমাত্র ভরসা ছিল শিবসা-কপোতাক্ষ নদ। আর এখন সেই নদীকে সবাই ভুলতে বসেছে। যে যেভাবে পারছে সেভাবে দখল ও দ‍ূষণ করছে।

নদী এলাকায় সরেজমিন দেখা যায়, কাশিমনগরের উত্তরে, কপিলমুনি বাজারের পেছনে, গোলাবাড়ী মোড়, আগড়ঘাটা, বোয়ালিয়া খেয়াঘাট, রাড়ুলী, আলোকদীপ, শিববাটী, কাটাখালী বাজার, মরিচচাপ খেয়াঘাট, বড়দল খেয়াঘাট, চাঁদখালী বাজার এলাকা, পাইকগাছা বাজার, বয়রা গেট, হাড়িয়া নদীর মুখসহ শিবসা ও কপোতাক্ষের বিভিন্ন অংশ দখল হয়ে গেছে। ভূমিদস্যুরা নদীর মাঝখান বরাবর নানা ধরনের কার্যকলাপ চালাচ্ছে। অনেক জায়গায় নির্মাণ করা হচ্ছে ঘর বাড়ি। কেউবা গড়ে তুলেছেন ব্যবসায় প্রতিষ্ঠান। কেউবা বানাচ্ছে ইটভাটা ইত্যাদি।

এক সময়কার খরস্রোতা শিবসা, কপোতাক্ষ স্থানভেদে ৫০০ থেকে ১৫০০ ফুট এবং তার অধিক প্রশস্ত নদী দুটি বর্তমানে কোথাও কোথাও ১০০ থেকে ২০০ ফুটে পরিণত হয়ে গেছে। ফলে নদীর অস্তিত্ব এখন হুমকির মুখে।

নদী দুটি দখল ও দূষণমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন নদী দুটির অববাহিকায় বসবাসকারী স্থানীয়রা। পাইকগাছা নাগরিক বাস্তবায়ন কমিটির সভাপতি এডভোকেট প্রশান্ত মন্ডল বলেন, দীর্ঘদিন ধরে অসাধু চক্র নদীর তীরবর্তী জমি দখল করে চাষাবাদ, ব্যাবসা প্রতিষ্ঠান ও আবাসন গড়ে তুলেছে। প্রশাসনের ব্যর্থতায় এমনটি হচ্ছে বলে তিনি জানান। উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ জানান, নদী খনন না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধানের কোনো উপায় নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকারকে বার বার অবহিত করা হয়েছে। তিনি বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলছে।

এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীনের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এরপর নদী পাড় দখল বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলেও কোন রিপ্লে দেননি।

T.A.S / T.A.S

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন

লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার

মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা

ভূঞাপুরে আধুনিক পশুপালন নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বর্ণিল উদ্বোধন

জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা