ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

শহীদ মুজাহিদুল ইসলাম স্মরণে খানসামায় আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ৬-১২-২০২৪ দুপুর ৩:৪৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৪১ তম শহীদ মুজাহিদুল ইসলামের ১২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনাজপুরের খানসামায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ০৬ ডিসেম্বর (শুক্রবার) সকালে উপজেলার সাকোর পাড় আকবর আলী শাহ্ দাখিল মাদ্রাসায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তর।

ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা উত্তরের সেক্রেটারি মো. রাশেল রানার সঞ্চালনায় ও জেলা সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মু. অহিদুল ইসলাম আকিব,বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলার সাবেক আমীর মাওলানা আফতাব উদ্দিন মোল্লা, খানসামা উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং শহীদ মুজাহিদুল ইসলাম এর গর্বিত বাবা মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর সভাপতি রেজওনুল ইসলাম, খানসামা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনিসুর রহমান ও সেক্রেটারী মো. সামিউল ইসলাম, দিনাজপুর শহর সাবেক সভাপতি মো. মশিউর রহমান রাজু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি মো. জাকিরুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন- শহীদের রক্ত কোনদিন বৃথা যাবেনা। শহীদ মুজাহিদুল ইসলামের রক্তের বিনিময়ে এদেশে দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন আরো বেগবান হবে। তিনি ছিলেন সততা, দক্ষতা, দেশপ্রেমের মূর্ত প্রতীক। তিনি ছিলেন জুলৃম অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন। ন্যায় ও সত্যের পতাকাবাহী এক সিপাহসালার। কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের আন্দোলনে তিনি যে আপসহীন ভূমিকা পালন করে গেছেন তার জন্য দেশবাসী তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম এবং দোয়া করি শহীদ মুজাহিদুল ইসলামের।শাহাদাতের বিনিময়ে আল্লাহ যেন এদেশকে ইসলামের জন্য কবুল করেন। বাংলাদেশ কে সন্ত্রসীদের কবল থেকে মুক্ত করুন। শহীদ মুজাহিদুলের রেখে যাওয়া অপুর্নাঙ্গ কাজ সমাধান করার তাওফিক যেন আল্লাহ আমাদের কে দান করেন। আমীন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের দিনাজপুর জেলা সাহিত্য সম্পাদক মমিনুল ইসলাম,দাওয়াহ সম্পাদক শহিদুজ্জামান,অর্থ সম্পাদক মিজানুর রহমান জাহিদসহ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।উল্লেখ্য, আলোচনা সভা ও দোয়া শেষে শেষে শহীদ মুজাহিদের কবর জিয়ারত করেন জামায়াত-শিবিরের উপস্থিত সকল নেতৃবৃন্দ।

T.A.S / T.A.S

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত