ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরে বন্ধের ৯ দিন পর খুললো স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ কারখানা


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-১২-২০২৪ দুপুর ১১:৪৬

গাজীপুরে শ্রমিক আন্দোলনে বন্ধের ৯ দিন পর আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ নামক একটি তৈরি পোশাক কারখানা।শনিবার (৭ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ কারখানার পোশাক শ্রমিকরা শৃঙ্খল ভাবে কারখানায় প্রবেশ করছেন। সকাল ১১ টায় এ রিপোর্ট লেখা পযন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানাযায়,গত ২৬ ও ২৭ নভেম্বর শ্রমিকরা পদোন্নতিসহ বেআইনি বিভিন্ন রকম দাবির প্রেক্ষিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে কাজ বন্ধ করে বসে থাকে। শ্রমিকরা জানায় তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেনা। পরে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে বিশৃঙ্খলা এড়াতে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করে। 

এদিকে টানা ৯ দিন পর কারখানা খোলায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন,৯ দিন কারখানা বন্ধ থাকায় ক্ষতি আমাদেরই হয়েছে। অনেকটা চিন্তায় পড়ে ছিলাম কারখানা খোলা নিয়ে। পরিবার নিয়ে চলা কষ্ট হয়ে পরেছিল। তিনি বলেন,কর্তৃপক্ষ আমাদের দাবি দাওয়া মেনে নিয়েছে। আমাদের আর কোন আপত্তি নেই। 

স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ এর সিনিয়র এডমিন ম্যানেজার আবু ইউসুফ সিদ্দিকী বলেন,শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিল। তারা তাদের ভুল বুজতে পেরে সবাই কাজে যোগদান করেছে। তাদের বিভিন্ন দাবি ছিল তার মধ্যে পদোন্নতি নিয়ে  বেশি ঝামেলা হয়েছিল । আমরা বলেছিলাম সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু তারা বলেছিল দুই ঘন্টার মধ্যে দিতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়। 

গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান,সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ কারখানা ৯ দিন বন্ধ থাকার পর আজ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা সকাল ৮ টায় শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, কারখানার মূল ফটকে আমাদের শিল্প পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক