গাজীপুরে বন্ধের ৯ দিন পর খুললো স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ কারখানা
গাজীপুরে শ্রমিক আন্দোলনে বন্ধের ৯ দিন পর আজ সকাল থেকে খুলে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ নামক একটি তৈরি পোশাক কারখানা।শনিবার (৭ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ কারখানার পোশাক শ্রমিকরা শৃঙ্খল ভাবে কারখানায় প্রবেশ করছেন। সকাল ১১ টায় এ রিপোর্ট লেখা পযন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানাযায়,গত ২৬ ও ২৭ নভেম্বর শ্রমিকরা পদোন্নতিসহ বেআইনি বিভিন্ন রকম দাবির প্রেক্ষিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে কাজ বন্ধ করে বসে থাকে। শ্রমিকরা জানায় তাদের দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা কাজে ফিরবেনা। পরে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে বিশৃঙ্খলা এড়াতে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য লে-অফ ঘোষণা করে।
এদিকে টানা ৯ দিন পর কারখানা খোলায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের মাঝে। নাম প্রকাশ না করার শর্তে এক শ্রমিক বলেন,৯ দিন কারখানা বন্ধ থাকায় ক্ষতি আমাদেরই হয়েছে। অনেকটা চিন্তায় পড়ে ছিলাম কারখানা খোলা নিয়ে। পরিবার নিয়ে চলা কষ্ট হয়ে পরেছিল। তিনি বলেন,কর্তৃপক্ষ আমাদের দাবি দাওয়া মেনে নিয়েছে। আমাদের আর কোন আপত্তি নেই।
স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ এর সিনিয়র এডমিন ম্যানেজার আবু ইউসুফ সিদ্দিকী বলেন,শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিল। তারা তাদের ভুল বুজতে পেরে সবাই কাজে যোগদান করেছে। তাদের বিভিন্ন দাবি ছিল তার মধ্যে পদোন্নতি নিয়ে বেশি ঝামেলা হয়েছিল । আমরা বলেছিলাম সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু তারা বলেছিল দুই ঘন্টার মধ্যে দিতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান,সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিঃ কারখানা ৯ দিন বন্ধ থাকার পর আজ খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা সকাল ৮ টায় শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। তিনি বলেন, কারখানার মূল ফটকে আমাদের শিল্প পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।
এমএসএম / এমএসএম
মুরাদনগরে সাইম-পারভেজের অবৈধ ড্রেজার বানিজ্য ডিসিখাল ভরাট
জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত
ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা
বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি
রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ
কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি
পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন
পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার