ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

দখলমুক্ত করার উদ্যোগ নেই কর্তৃপক্ষের

সোনারগাঁওয়ে রেলওয়ের সম্পত্তি প্রভাবশালীদের কব্জায়


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ৩:৪৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রভাবশালীদের কব্জায় মদনগঞ্জ-নরসিংদী রেল সড়কের সম্পদগুলো চলে যাচ্ছে। ওই সড়কে রেলওয়ের প্রায় ২০০ কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে আছে। মদনপুর থেকে প্রভাকরদী পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় জমিগুলো স্থানীয় প্রভাবশালী, শিল্প মালিক ও সরকারদলীয় নেতাকর্মীরা দলের প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন। রেলওয়ে কর্তৃপক্ষ জমিগুলো দখল মুক্ত করার জন্য কোন উদ্যোগ না নেয়ায় সম্পত্তিগুলো বেহাত হয়ে যাচ্ছে। রেলওয়ের জমি দখল করে এক শ্রেণীর মানুষ রাতারাতি ধনী বনে যাচ্ছেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।

অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে এসব জমি দখল হয়ে যাচ্ছে। লিজ দেয়া না হলেও তাদের সাথে আর্থিক লেনদেনের কারনে বেহাত জমি উদ্ধারের তৎপরতা নেই।

জানা যায়, বাংলাদেশ রেলওয়ের জমি রেল লাইন থেকে দুপাশে ১২০ ফিট চওড়া। কোথাও কোথাও ৪শ’ ফিট রয়েছে। তবে রেল স্টেশন এলাকায় ২ হাজার ফিট এলাকা জুড়ে জমি রয়েছে। রেলওয়ে শুধুমাত্র কৃষিভিত্তিক জমি লিজ দেয়া হয়। বাণিজ্যিক লিজ অনেক আগেই বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে কৃষি লিজও বন্ধ রয়েছে। কৃষি লিজ নিয়ে শুধুমাত্র কৃষি আবাদ করতে পারবেন। শ্রেণি পরিবর্তন করে কেউ রাস্তা, বিপণি বিতান, পাকা কোনো স্থাপনা, মার্কেট নির্মাণ বা দেয়াল দিয়ে দখলে নেওয়ার কোন সুযোগ নেই। এগুলো করে থাকলে সবই অবৈধ দখলদার হিসেবে গণ্য হবেন। বর্তমানে মদনগঞ্জ থেকে নরসিংদী সড়কে সকল দখলদারই অবৈধ হিসেবে দখলে আছে। তবে কোনো শিল্প মালিক জমির শ্রেণি পরিবর্তন করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এ সড়কে কোন শিল্প মালিক শ্রেণি পরিবর্তনের কোন প্রকার অনুমতি নেননি। ফলে সকল শিল্প মালিক অবৈধ দখলদার
হয়ে রাস্তা নির্মাণ করেছেন। তাদের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় অবৈধ দলখদার বাচ্চু মেম্বার ও আবু সিদ্দিক মিয়া রেলওয়ের সম্পতি বিক্রি করে দেয়ার পর সিন্ডিকেট আওয়ামীলীগের নামধারী নেতা মনির হোসেন, নয়াপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, শামীম, বিএনপি নেতা তাওলাদ মুন্সি, আমিনুল, যুবলীগ নেতা জসিমসহ আসাদুর রহমান আসাদ, সালাউদ্দিন মাসুম ও শামীম মিয়া চারদিকে টিনের বেড়া দিয়ে আড়াঁল করে ঘর নির্মাণ করেছেন। এছাড়াও কনফিডেন্স লিমিটেড নামের একটি কোম্পানি জমি দখল করে রেখেছেন। তালতলা এলাকায় জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, প্রভাবশালী তুহিনুর রহমান, আওয়ামীলীগ নেতা ফিরোজ মিয়া, জব্বর আলী, আমিন, হালিম, রহিম, বিএনপি নেতা সোনা মিয়া সুনু, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান কামরুল হাসান লিটন, আলী আকবর, আব্দুল কাদির ও বৈরাবরটেক এলাকায় পিপিএল কোম্পানি লিমিটেড, বস্তল  ‍এলাকায় এ্যাম্পায়ার স্টীল মিলস, তালতলা সুপার মার্কেট, মহিউদ্দিন পেপার মিলস লিমিটেড, সৃজন আবাসন প্রকল্প রক্সি পেইন্ট, গ্যাস্টন ব্যাটারি ফ্যাক্টুরি, কাঠারাবো এলাকায় দেশপ্যাক কোম্পানি লিমিটেড রেলওয়ের জমি দখলে নিয়েছেন। বস্তল এলাকায় শাহজাহান ফার্নিচার, শেজাদ পারভেজ স্পিনিং মিলস, রহমান স্পিনি মিলসং, মরিচটেক এলাকায় বিআর স্পিনিং মিলস লিমিটেড, মিরেরটেক বাজারে হাবিবুর রহমান সরকার সুপার মার্কেট, হাতুরাপাড়া এলাকায় চাঁন সূর্য্য ফিলিং স্টেশন, গ্রাম বাংলা টিউব ফ্যাক্টুরি, ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট, মুনতাহা স্টিল লিমিটেড, সুরুজ মিয়া স্পিনিং মিলস লিমিটেড রেলওয়ের জমি দখল করে রাস্তা নির্মাণ করেছেন।

জামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম জানান, রেলওয়ের জমি লিজ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে বেদন করেছি। লিজ পেলেই বৈধ ইজারাদার হবো। তবে লিজ পাওয়ার আগে মার্কেট নির্মাণ করার বিষয়ে জানতে চাইলে কোন মন্তব্য করেননি।

রেলওয়ের ঢাকা বিভাগের ষ্টেট অফিসার নজরুল ইসলাম জানান, মদনগঞ্জ-নরসিংদী সড়কটি রেলওয়ের পরিত্যাক্ত থাকায় দখলদাররা দখল করেছে। তবে কেউ রেলওয়ের কেউ আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত থাকলে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ দখলদারের শিঘ্রই উচ্ছেদ করা হবে।

সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম জানান, রেওয়ের সম্পত্তি দখল বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ সহযোগিতা চাইলে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জামান / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়