আওয়ামী লীগ সরকারের পাঠানো চিরকুট অনুযায়ী আমাদের জেল, রিমান্ড দেওয়া হতো: আমিনুল হক
গত ১৭ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারি প্রতিটি অফিসকে ধ্বংস করেছে। দুর্নীতির মাধ্যমে সরকারি অফিসগুলোর অর্থনীতিকে তলানিতে নিয়ে গিয়েছে। দরবেশ বাবারা শেয়ারবাজার কে ধ্বংস করেছে। আজকে বিচার বিভাগের দিকে তাকিয়ে দেখুন, জর্জদের কাছে চিরকুট পাঠিয়ে দেওয়া হতো, কাকে কতদিন জেল দিতে হবে, কতদিন রিমান্ড দিতে হবে, সেই অনুযায়ী আমাদের জেল দেওয়া হতো, রিমান্ড দেওয়া হতো। মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক আমিনুল হক এসব কথা বলেন।
আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উত্তরা পূর্ব থানার আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র আহ্বায়ক আমিনুল ইসলাম এসব কথা বলেন।
আমিনুল হক আরো বলেন, বাংলাদেশের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এসবের দাম আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে গত সাত বছর যাবত উর্ধ্বমুখী করে রেখেছে। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তাফা জামান বলেন, রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামত রূপরেখার ৩১ দফা আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক, মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সালাম সরকার সহ আরো মহানগরের নেতারা।
উত্তরা পূর্ব থানা বিএনপির আহবায়ক শাহ আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর সহ আরো বিভিন্ন থানার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দলের নেতা কর্মীরা।
এমএসএম / এমএসএম