ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

বেনাপোল স্থলবন্দরের শুল্ক ফাঁকি চক্রের অন্যতম হোতা আজিম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২৪ রাত ১০:৪২

ভারত হতে বেনাপোল স্থলবন্দরে ঢোকা  আমদানীকৃত পণ্যের শুল্ক কর ফাঁকি দিয়ে বিশেষ সুবিধায় সেই পণ্য আমদানি কারকের চাহিদামত স্থানে পৌঁছে দিতে বেনাপোল স্থল বন্দরে গড়ে ওঠা শক্তিশালী চক্রের অন্যতম সদস্য আজিম উদ্দীন গাজী। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) স্থল বন্দরের ৪২ নং শেডে  মিথ্যা ঘোষণায় আমদানি করা ২৮ টন ফেব্রিক্স বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করেছে যার আমদানী কারকের পক্ষে সি এন্ড এফ এজেন্ট প্রতিনিধি হচ্ছে আজিমের প্রতিষ্ঠান জারিন এন্টার প্রাইজ।এ ঘটনার পর পর কাস্টমস পাড়ায় শোরগোল শুরু হয়েছে। বেনাপোল কাস্টমস সূত্রে জানা যায়,পণ্য চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুর এলাকার শিশির নিটিং। ভারতের  এস জে ফেব্রিক্স নামের প্রতিষ্ঠান থেকে ফেব্রিক্স চালানটি আমদানি করা হয়েছে। পণ্য চালানটির বিল অব এন্ট্রি নাম্বার- ১১০৭৬৯। মোট ৬৮১ প্যাকেজ পণ্যের ওজন ২৮ টন ৩০০ কেজি। বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালানটি জব্দের সত্যতা নিশ্চিত করে মুঠো ফোনে জানান,পোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে আসা পণ্য চালানটি বেনাপোল স্থলবন্দরের শেডে ঢোকার পর পরই জব্দ করা হয়েছে। আমদানিকৃত পণ্য চালান বন্ড সুবিধায় আনা হলেও প্রাথমিক ভাবে মিথ্যা ঘোষণা প্রতিয়মান হয়েছে। পণ্য চালানটি কায়ক পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বেনাপোল স্থল বন্দর ও স্থানীয় একাধিক সূত্র হতে জানা যায়,কাস্টমস কর্তৃক জব্দকৃত পন্যের  শুল্ক নির্ধারন হবে আনুমানিক দুই কোটি টাকা। গত মাস দুই আগে বেনাপোল স্থলবন্দরের ৪১ নং পণ্যগারে আমদানিকারকের প্রতিনিধি জারিন এন্টার প্রাইজের আজিম কাস্টমস হতে পণ্য খালাস নেওয়ার প্রাক্কালে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি জব্দ করে।  অভিযুক্ত প্রতিষ্ঠান জারিন এন্টারপ্রাইজের মালিক আজিমের মুঠোফোনে জানতে চাইলে তিনি শুল্ক ফাঁকি চেষ্ঠায় জড়িত নন বলে দাবি করেন। বেনাপোল পৌরসভাধীন ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারন সম্পাদক আজিম উদ্দীন গাজী দিঘীরপাড়  গ্রামের মৃতঃ আনসার আলীর ছেলে। আজিম তার রাজনৈতিক ক্যারিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিয়ে শুরু করলেও বিগত ৮ বছর ধরে ব্যবসায়িক ফয়দা লুটতে আওয়ামীলীগ দলে যোগ দিয়ে নেতা বনে যান। এমনকি শেষ বেনাপোল পৌরসভার নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়নে প্রভাব বিস্তার করে কাউন্সিলর নির্বাচিত হন। আজিমের বেনাপোল এলাকায় প্রথম পরিচিত ট্রান্সপোর্ট ব্যবসা দিয়ে। ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সি নামে তার ট্রান্সপোর্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আনুমানিক ১৯৯৫ সাল হতে তিনি স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিদের ছত্রছায়ায় বেনাপোল স্থলবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে বন্দর হতে আমদানিকৃত পণ্য চুরির নেতৃত্ব দিতেন। এক কথায় চোরদের সর্দ্দার বলতে আজিম পোর্ট এলাকায় পরিচিতি লাভ করে। রাজনৈতিক নেতাদের মদদ পুষ্ঠ হওয়ায় বিভিন্ন প্রশানিক কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে তিনি তৎকালীন সময়ে বল পূর্বক বা কর্মকর্তাদের ফাঁদে ফেলে বেনাপোল স্থলবন্দরের শেড হতে ভারত হতে আমদানিকৃত পণ্য চালান কাগজপত্র ছাড়াই বের করে নিতেন। একাজে তিনি স্বল্প সময়ে কোটি কোটি টাকাসহ অর্থ বিত্তের মালিক বনে গেছেন। প্রশাসনের সুষ্ঠ তদন্তে আজিমের দীর্ঘ বৎসরের অপকর্মের ফিরিস্তি বের হয়ে আসবে বলে সূত্রটি নিশ্চিত করেন। বেনাপোলের স্থানীয় ও একাধিক রাজনৈতিক ব্যাক্তির সাথে কথা বলে জানা যায়, রাজনৈতিক পালা বদলে অনেক আওয়ামী নেতা এলাকা ছাড়লেও ধুরন্ধর আজিম রয়েছে বহাল তবিয়তে। ইতিমধ্যে ভোল পাল্টে বি এনপির রাজনিতীতে সক্রিয় হওয়ার পায়তারা চালাচ্ছে। একাজে সে অবৈধ্য জমানো কালো টাকা ঢাল হিসাবে ব্যবহার করছেন বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে। এছাড়াও বেনাপোলের একাধিক শ্রমিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে কৌশলে এলাকায় টেন্ডার বাজি ও সড়কে টোল আদায়ের নামে চাঁদাবাজি কাজে যুক্ত রয়েছে দীর্ঘ বছর ধরে।

এমএসএম / এমএসএম

দেশ থেকে নমরুদ ফেরোয়ানের যুগ শেষ নবীর যুগ শুরুঃ কর্ণেল অলি আহমদ

"ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা" পটুয়াখালীতে-আলতাফ হোসেন চৌধুরী

কুড়িগ্রামে জেলা জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জোড়া খুনের ঘটনায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা থেকে রাকিবকে নিস্বার্থ মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নবীনগরে বাদ্যযন্ত্রের তালে তালে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

হাজার হাজার কোটি পাচারের প্রমাণ মুছতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে

আঙ্গারপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মশিউর; সম্পাদক নূর মোহাম্মদ

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ছাই ৩ বসতঘর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারী মোকারম হোসেন এর বাবার জানাযা ও দাফন সম্পন্ন

বেনাপোল ইমিগ্রেশানে আগত সেই পাসপোর্ট যাত্রীর মৃত্যু ঘটনায় গ্রেফতার-৩

খাগড়াছড়িতে দুই আ’লীগ নেতা, ১২ টি পরিবারের ভূমি দখলের , প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিংড়ায় সাদপন্থীদের হামলার প্রতিবাদে তৌহিদী জনতা ও আলেমদের বিক্ষোভ

বালিয়াকান্দিতে দলিল লেখক কবির আর নেই