ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

কৃষকরাই আমাদের প্রাণ, আমাদের স্পন্দনঃ সৈয়দ সাবেরুল হক সাবু


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৯-১২-২০২৪ দুপুর ৩:৩৬

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনায় কৃষকদের নিয়ে জাতীয়তাবাদী দল কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে গৌরীঘোনা বাজার শহীদমিনার চত্বরে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে "যেমন খুশি তেমন সাজো" এমন সাজে সজ্জিত হয়ে প্রান্তিক কৃষকদের বিভিন্ন ভাবে কৃষক কৃষাণি হিসেবে দেখা গেছে। কেউবা নাঙ্গল জঙ্গাল কাঁধে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মাথায় বাঁশের তৈরি মাথাল বেশে কৃষক ও কৃষাণি, হাতে কাচি, কোদাল, ঝুড়ি, কেউবা শাকের ডালা নিয়ে বাজারে যাচ্ছেন। এমনসব প্রান্তিক কৃষকদের মনোমুগ্ধকর পরিবেশনায়  অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বক্তৃতাকালে প্রশংসা করে বলেন, আজ আমি আপানাদের এমন পরিবেষণা দেখে মুগ্ধ। আজ বুঝলাম প্রান্তিক কৃষক জনগোষ্ঠী মাঠে ফসল ফলাতে গিয়ে কত কষ্ট করেন। অতি বৃষ্টি অনাবৃষ্টি ঝড় গরমকে অপেক্ষা করে ফসল ফলান। কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না। আয় ব্যয় হিসাব করলে কৃষকের কিছুই থাকেনা। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সঙ্গে আছি। আপনার আমাদের সঙ্গে থাকেন।
তিনি আরও বলেন, আমাদের দলের মধ্যে যদি কেউ লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জায়গা দখল, দলের নাম ভাঙ্গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ ও আইনের আওতায় আনবো। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। কৃষকরাই আমাদের প্রাণ আমাদের স্পন্দন। 
ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শাহনাজ আলী শেখের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং দপ্তর সম্পাদক জিএম আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সাবেক ছাত্র নেতা যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষক দলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, জেলা কৃষক দলের সদস্য মোঃ মোস্তফা আনোয়ারা, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,
উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কে এম আজিজুল ইসলাম আজিজ, কেশবপুর থানা কৃষক দলের সহ-সভাপতি এ্যাড আনছার আলী, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী গাজী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম অমেদ আলী প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষক, কৃষাণি ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল