কৃষকরাই আমাদের প্রাণ, আমাদের স্পন্দনঃ সৈয়দ সাবেরুল হক সাবু

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনায় কৃষকদের নিয়ে জাতীয়তাবাদী দল কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে গৌরীঘোনা বাজার শহীদমিনার চত্বরে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ওই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে "যেমন খুশি তেমন সাজো" এমন সাজে সজ্জিত হয়ে প্রান্তিক কৃষকদের বিভিন্ন ভাবে কৃষক কৃষাণি হিসেবে দেখা গেছে। কেউবা নাঙ্গল জঙ্গাল কাঁধে, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মাথায় বাঁশের তৈরি মাথাল বেশে কৃষক ও কৃষাণি, হাতে কাচি, কোদাল, ঝুড়ি, কেউবা শাকের ডালা নিয়ে বাজারে যাচ্ছেন। এমনসব প্রান্তিক কৃষকদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ছাত্র নেতা যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বক্তৃতাকালে প্রশংসা করে বলেন, আজ আমি আপানাদের এমন পরিবেষণা দেখে মুগ্ধ। আজ বুঝলাম প্রান্তিক কৃষক জনগোষ্ঠী মাঠে ফসল ফলাতে গিয়ে কত কষ্ট করেন। অতি বৃষ্টি অনাবৃষ্টি ঝড় গরমকে অপেক্ষা করে ফসল ফলান। কিন্তু কৃষক ন্যায্য মূল্য পাচ্ছেন না। আয় ব্যয় হিসাব করলে কৃষকের কিছুই থাকেনা। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সঙ্গে আছি। আপনার আমাদের সঙ্গে থাকেন।
তিনি আরও বলেন, আমাদের দলের মধ্যে যদি কেউ লুটপাট, সন্ত্রাসী, চাঁদাবাজি, জমি জায়গা দখল, দলের নাম ভাঙ্গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ ও আইনের আওতায় আনবো। অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। কৃষকরাই আমাদের প্রাণ আমাদের স্পন্দন।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ শাহনাজ আলী শেখের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং দপ্তর সম্পাদক জিএম আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সাবেক ছাত্র নেতা যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা কৃষক দলের আহবায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাহউদ্দিন, যুগ্ম আহবায়ক শেখ জাকির হোসেন, জেলা কৃষক দলের সদস্য মোঃ মোস্তফা আনোয়ারা, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,
উপজেলা কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কে এম আজিজুল ইসলাম আজিজ, কেশবপুর থানা কৃষক দলের সহ-সভাপতি এ্যাড আনছার আলী, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাবর আলী গাজী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এস এম অমেদ আলী প্রমূখ। অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কৃষক, কৃষাণি ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভারে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত
