ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

বাড়ি গিয়ে করাতে হয় প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর

ধামরাইয়ে ইউপি সচিবের বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে না আসার আভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৪-৯-২০২১ দুপুর ১:৯

ধামরাইয়ের যাদবপুর ইউনিয়ন পরিষদের সচিব শারমিন ইসলাম শিমুর বিরুদ্ধে নিয়মিত কর্মস্থলে না আসার অভিযোগ উঠেছে। নিয়মিত অফিসে না এসে প্রতি মাসের সঠিক সময়ে বেতন উত্তোলন করেও নেন তিনি। এমনকি ইউনিয়ন পরিষদের যাবতীয় কাগজপত্রে স্বাক্ষরের প্রয়োজন হলে ইউপি চেয়ারম্যান বাধ্য হয়ে গ্রামপুলিশ বা অন্য লোক দিয়ে ওই সচিবের বাড়িতে পাঠিয়ে দিতে হয় স্বাক্ষরের জন্য। পরে স্বাক্ষরকৃত কাগজপত্র সেবাগ্রহীতা জনগণের কাছে পৌঁছে দেয়া হয়। এমন ঘটনায় বিপাকে পড়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ‍আর ‍এতে ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নের হাজারো সাধারণ মানুষ। অভিযুক্ত সচিব শারমিন ইসলাম শিমু ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মো. সিরাজুল ইসলামের মেয়ে।

জানা গেছে, শারমিন ‍ইসলাম শিমু যাদবপুর ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে যোগদানের পর থেকেই পরিষদে বেশিরভাগ সময় অনুপস্থিত থাকেন। মনে চাইলে কোনো মাসে কিছুদিন আসেন ‍আর মন না চাইলে আসেন না। জন্ম নিবন্ধণ সার্টিফিকেট, বিধবা কার্ড, বয়স্ক ভাতার কার্ড, গর্ববতী নারীদের কার্ডে কোনো স্বাক্ষর প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী ইছাক সকল কাগজপত্র গ্রামপুলিশ বা নিজের লোক দিয়ে সচিবের বাড়িতে পাঠিয়ে দেন। সচিব বাড়িতে বসে ওই কাগজে স্বাক্ষর করার পর তা আবার নিয়ে আসেন।

চেয়ারম্যানের কোনো কথাই শোনেন না ইউপি সচিব। ইউনিয়ন পরিষদে নিজের ইচ্ছেমতো কাজ ও যাতায়েত করেন তিনি। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে চিঠির মাধ্যমে জানানোর পর ডিসি অফিস, সাবেক উপজেলা নির্বাহী অফিসার সামিউল হক, ডিডিএলজি অফিসে মৌখিকভাবে জানান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কিন্তু তাতেও কোনো কাজে আসেনি। সব দেখেও প্রশাসন যেন নীরব ভূমিকা পালন করছে।

অত্র ইউনিয়নের একাধিক ভুক্তভোগী বলেন, ইউনিয়ন পরিষদে কোনো প্রয়োজনে এলে সব সময় চেয়ারম্যানকে পেলেও ইউপি সচিবকে পাওয়া যায় না। একটি কাগজ স্বাক্ষরের জন্য দিনের পর দিন ঘুরতে হয়। পরিশেষে সচিবের বাড়ি থেকে স্বাক্ষর করিয়ে আনতে হয় সকল কাগজপত্র। এর চেয়ে কষ্টের আর কী হতে পারে? অথচ তিনি একজন ইউপি সচিব। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়ন পরিষদে থাকার কথা থাকলেও তাকে পাওয়া যায় না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা সদস্য জানান, তার সন্তানের জন্ম নিবন্ধন সার্টিফিকেট করার জন্য এক দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। কিন্তু তিন দিন পর ইউপি সচিবের স্বাক্ষর পান। তাও সচিবের বাড়ি থেকে ওই সেনা সদস্য মেয়ের জন্ম সনদে স্বাক্ষর করিয়ে আনেন। জন্ম সনদে স্বাক্ষরের পূর্বে একাধিকবার ফোন দিলেও তিনি অফিসে আসেননি। বাধ্য হয়ে সেনা সদস্য সচিবের বাড়িতে গিয়ে স্বাক্ষর নিয়ে আসেন। তিনি বলেন, আমি একজন সেনাবাহিনীর সদস্য হয়েও যদি এরকম হয়রানির শিকার হই, তাহলে সাধারণ মানুষজন কতটা ভোগান্তির মধ্যে রয়েছেন।

ইউপি সদস্য হানিফ মিয়া বলেন, সচিব শারমিন ইসলাম শিমু সাপ্তাহে এক থেকে দুদিন অফিসে আসেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতার কার্ড, এলজিএসপি কাগজপত্রে স্বাক্ষর করানোর জন্য চেয়ারম্যান আমাকে মাঝেমধ্যে সচিবের বাড়িতে পাঠান। বাড়িতে গিয়েও অনেক সময় অপেক্ষা করে কাগজপত্র স্বাক্ষর করে নিয়ে আসি।

এ বিষয়ে যাদবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইয়ুব আলী ইছাক বলেন, এক বছর আগে আমি মিজানুর রহমান মিজু চেয়ারম্যানের অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি। মিজু চেয়ারম্যানের সময়ও সচিব ঠিকমতো আসত না আর এখন সে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। মাসে মন চাইলে কিছুদিন আসে আর না চাইলে না। কোনো কাগজপত্রে স্বাক্ষরের দরকার হলে তাকে যদি আসার জন্য ফোন দেই তাহলে সে ওই সকল কাগজপত্র তার বাড়িতে পাঠিয়ে দিতে বলে। আমি বাধ্য হয়েই তার বাড়ি থেকে আমার পরিষদের জনগণের প্রয়োজনীয় কাগজপত্র স্বাক্ষর করিয়ে আনি। তাকে নিয়ে আমি মহাবিপাকে আছি। আমি তাকে প্রথমে অনেক বুঝিয়েছি, তার পরির্বতনের জন্যও অনেক চেষ্টা করেছি। স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ, ঢাকা  জেলা প্রশাসক, ডিডিএলজি অফিস, সাবেক ধামরাই উপজেলা নির্বাহী অফিসার সামিউল হকের কাছেও গিয়েছিলাম। কিন্তু এখনো কোনো সমস্যার সমাধান হয়নি। শেষে বর্তমান ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকীর কাছে সচিবের বিষয়টি নিয়ে যাব।

অভিযুক্ত যাদবপুর ইউনিয়ন পরিষদের সচিব শারমিন ইসলাম শিমু বলেন, এমন অভিযোগ আসলে সঠিক নয়। আমি ছুটির দিন বাদে প্রতিদিন অফিস করি আর আমার কোনো কাজ তো পেন্ডিং নেই।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এতদিন হয়ে গেছে আমাকে বিষয়টি জানায়নি। বিষয়টি আমার কাছে বললে আমি আইনি ব্যবস্থা নেব।

জামান / জামান

ভোলাহাটে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে বিএনপি পরিবার’

ধামইরহাটে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

মোরেলগঞ্জে মহিলা দলের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সলঙ্গায় নারী গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আত্রাইয়ে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

চৌগাছার কাকুড়িয়া গ্রামের মহাকালি মন্দির চৌত্রিশ বছরেও লাগেনি উন্নয়নের

জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে মোহনকে সমর্থন দিলো দেলদুয়ার উপজেলা বিএনপি

মেহেরপুরে জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের মৃত ভাতা প্রদান

ভূরুঙ্গামারীতে নদীর বাঁধ নির্মাণের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

নরসিংদীতে সম্মানজনক বেতন ও এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের বিক্ষোভ

দোহার-নবাবগঞ্জে পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত