ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বিআরটি করিডোরে পরিবহণ চালক এবং যাত্রীদের সচেতনতামূলক কর্মসূচি পালন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-১-২০২৫ দুপুর ৪:৩৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত বিস্তৃত ২০.৫ কি.মি. করিডোরে “গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট)” শীর্ষক প্রকল্পের আওতায় দেশের প্রথম বিআরটি ব্যবস্থা প্রবর্তনের কার্যক্রম চলমান রয়েছে।

বিআরটি বাস পরিচালনার পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে বিআরটি করিডোরের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় উপদেষ্টার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃক বাস সেবা চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে প্রেক্ষিতে ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ শিববাড়ি-এয়ারপোর্ট-গুলিস্তান রুটে বিআরটি করিডোরে বিআরটিসি-এর নিজস্ব তত্ত্বাবধানে বিআরটিসি বাস পরিচালিত হচ্ছে।

বিআরটি ডেডিকেটেড লেনে বিআরটিসি বাস এবং প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ইত্যাদি ছোট যানবাহন ব্যতীত অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। এখানে গাড়ি এক লেনে চলাচল করবে এবং ওভারটেক করতে পারবে না । উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মোতাবেক বিআরটি করিডোরে যানবাহন পরিচালনা এবং শৃঙ্খলা নিশ্চিতে লক্ষ্যে ঢাকা বিআরটি কোম্পানী লিমিটেডের সমন্বয়ে একটি সচেতনতা মূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের অংশ হিসেবে বিআরটি কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,  কর্মকর্তাবৃন্দ, দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক ও কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (উত্তরা ট্রাফিক শাখা) এর সাথে সমন্বয় করে ৩১-১২-২০২৪ ইং তারিখ সকাল ৯:৩০ ঘটিকা হতে বিআরটি প্রকল্পের আওতায় নির্মিত টঙ্গী ফ্লাইওভারের উপর সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বিভিন্ন গাড়ির চালককে বিআরটি করিডোর ব্যবহার বিধি সম্পর্কে অবগত করা হয় এবং ফ্লাইওভারের উপর গাড়ি থামানো ও ঝুঁকিপূর্ণভাবে যাত্রী ওঠানামা না করাতে সচেতন ও সতর্ক করা হয়। সার্বক্ষণিক সতর্কতা ও অবগতির লক্ষ্যে বিআরটি করিডোরের বিভিন্ন স্থানে অডিও বার্তার প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে বিআরটি করিডোরের বিভিন্ন স্থানে বিভিন্ন নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড, সিগনাল, ব্যানার ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া, ট্রাফিক পুলিশকে সহায়তা করার নিমিত্ত এবং যানবাহন পরিচালনায় শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে টঙ্গী ফ্লাইওভারের উপর বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক হিসেবে ১২ জন ছাত্র প্রতিনিধিকে সাময়িকভাবে ট্রাফিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা বিআরটি কোম্পানী লিমিটেডের কর্তৃক পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে সম্মানিত যাত্রী সাধারণ এবং অন্যান্য পরিবহন উপকৃত হবে বলে আশা করা যায়।

এমএসএম / এমএসএম

উত্তরায় ডিএনসিসি নির্মিত "মুগ্ধ মঞ্চের" উদ্বোধন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরাতে বিএনপির নেতা হামলার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা

মিরপুর কাঁচাবাজার উচ্ছেদযোগ্য মাটি ভাড়ার আদেশ বাতিল করে চিঠি

সাহসী সাংবাদিক সম্মাননা পেলেন নয়ন কুমার বর্মন

ছাত্রদলের সমাবেশে পরিপূর্ণ শাহবাগ

৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের নতুন কমিটি গঠিত

মাদক ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে র‍্যাবের সেমিনার অনুষ্ঠিত

পিআইবি’র গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

উত্তরার বিদ্যাপিট নওয়াব হাবিবুল্লাহ এর এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শুধু নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান- ছাত্রনেতা মাইদুল হাসান সিয়াম

সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযান