ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রাজধানীর আদাবর এলাকায় লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরি আটক-২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ২:২২

ইংরেজি নতুন বছর উদযাপন করতে বাসার লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে দুজনকে স্বর্ণ ও নগত টাকা সহ আটক করেছে আদাবর থানা-পুলিশ। 

আদাবর থানা এলাকার একটি বাসা হতে রাতের বেলা লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। গতকাল দুপুর দিকে আদাবর থানার ওসির নেতৃত্বে চোরাইকৃত স্বর্ণের মধ্যে ৩২ ভরি স্বর্ণ নগত টাকা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়। এই সংক্রান্তে একটি মামলা হয়েছে আদাবর থানায়।

শনিবার ৪ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া। 

ওসি বলেন, গত ২৮ অথবা ৩০ ডিসেম্বর রাতে আদাবর ১৬ নাম্বার এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় বাসার লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। পরবর্তীতে আদাবর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করে এবং এর সাথে জড়িত ২জনকে আটক করা হয়। 
আটককৃতরা হচ্ছে মাহিন ও রেহান। দুজনার মধ্যে একজন বাদির আত্মীয় বলে জানান ওসি। 

ওসি আরো বলেন, এই ঘটনাটি ঘটেছে একজন সুনামধন্য এক কন্ঠশিল্পীর বাসায় ওই শিল্পীর নাম বাবলী সরকার। ঘটনার দিন বাদি বাসায় না থাকায় এই ঘটনা ঘটে। বাদির মা হাসপাতালে ভর্তি থাকায় তিনি হাসপাতালে থাকায় এর ফাঁকে এই বাসায় চুরির ঘটনা ঘটে। ওসি বলেন, আটককৃত দুজনের মধ্যে একজন বাদির ভাতিজা বলে জানা গেছে অন্যজন তার ভাতিজার বন্ধু। আসামিরা চুরির স্বর্ণালংকার বিক্রি করে আনন্দ ফুর্তি করতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে ওসি জানান। আটককৃতদের বয়স 
১৭ / ১৮ আছর হবে। ইংরেজি নতুন বছর আনন্দ ফুর্তি করার জন্য এই চুরি করেছে বলে প্রাথমিক ধারণা। 

উদ্ধার হওয়া স্বর্ণআলংকারের মধ্যে রয়েছে। বালা চুড়ি ০৬ (ছয় টি) চিকন চুড়ি ১২ (বার) টি, বাচ্চার ছোট চুড়ি ০২ (দুই) টি, ছোট-বড় কানের দুল ১০(দশ) টি, আঙ্গুলের আংটি ০৭ (সাতটি) গলার হার ০২ (দুই টি) শীতা হার সহ কানের দুলের সেট ০১ (একটি) চেইন সহ লকেট ০২ (দুইটি) ব্রেসলেট ০২ (দুইটি) পায়েল ০২ (দুই টি) সহ অন্যান্য স্বর্নালংকার  যার আনুমানিক ওজন ৪৫ (পয়তাল্লিশ ভরি) এবং রূপার তৈরি নুপুর ০২ (দুইটি) রূপার চিকন চুড়ি ১২ (বার টি) রূপার চেইন সহ কানের দুল ০১ (এক সেট) যার আনুমানিক ওজন ১২ (বার ভরি) যাহার মধ্যে ৩২ (বত্রিশ ভরি ৩) (তিন আনা) স্বর্ন,  ১০ (দশ ভরি) ১৫ পনের আনা রূপা এবং নগদ ৮৭,০০০/- (সাতাশি হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি অলংকার উদ্ধার এবং এর সাথে আরো আসামী থাকার সম্ভবনা থাকায় গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

এমএসএম / জামিল আহমেদ

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক