ঢাকা শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

রাজধানীর আদাবর এলাকায় লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরি আটক-২


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ২:২২

ইংরেজি নতুন বছর উদযাপন করতে বাসার লকার ভেঙ্গে ৪৪ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। এবিষয়ে দুজনকে স্বর্ণ ও নগত টাকা সহ আটক করেছে আদাবর থানা-পুলিশ। 

আদাবর থানা এলাকার একটি বাসা হতে রাতের বেলা লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। গতকাল দুপুর দিকে আদাবর থানার ওসির নেতৃত্বে চোরাইকৃত স্বর্ণের মধ্যে ৩২ ভরি স্বর্ণ নগত টাকা সহ দুজনকে আটক করতে সক্ষম হয়। এই সংক্রান্তে একটি মামলা হয়েছে আদাবর থানায়।

শনিবার ৪ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া। 

ওসি বলেন, গত ২৮ অথবা ৩০ ডিসেম্বর রাতে আদাবর ১৬ নাম্বার এলাকায় একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এসময় বাসার লকার ভেঙ্গে চৌচল্লিশ ভরি স্বর্ণ চুরি হয়। পরবর্তীতে আদাবর থানায় একটি মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করে এবং এর সাথে জড়িত ২জনকে আটক করা হয়। 
আটককৃতরা হচ্ছে মাহিন ও রেহান। দুজনার মধ্যে একজন বাদির আত্মীয় বলে জানান ওসি। 

ওসি আরো বলেন, এই ঘটনাটি ঘটেছে একজন সুনামধন্য এক কন্ঠশিল্পীর বাসায় ওই শিল্পীর নাম বাবলী সরকার। ঘটনার দিন বাদি বাসায় না থাকায় এই ঘটনা ঘটে। বাদির মা হাসপাতালে ভর্তি থাকায় তিনি হাসপাতালে থাকায় এর ফাঁকে এই বাসায় চুরির ঘটনা ঘটে। ওসি বলেন, আটককৃত দুজনের মধ্যে একজন বাদির ভাতিজা বলে জানা গেছে অন্যজন তার ভাতিজার বন্ধু। আসামিরা চুরির স্বর্ণালংকার বিক্রি করে আনন্দ ফুর্তি করতে চেয়েছিল বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে বলে ওসি জানান। আটককৃতদের বয়স 
১৭ / ১৮ আছর হবে। ইংরেজি নতুন বছর আনন্দ ফুর্তি করার জন্য এই চুরি করেছে বলে প্রাথমিক ধারণা। 

উদ্ধার হওয়া স্বর্ণআলংকারের মধ্যে রয়েছে। বালা চুড়ি ০৬ (ছয় টি) চিকন চুড়ি ১২ (বার) টি, বাচ্চার ছোট চুড়ি ০২ (দুই) টি, ছোট-বড় কানের দুল ১০(দশ) টি, আঙ্গুলের আংটি ০৭ (সাতটি) গলার হার ০২ (দুই টি) শীতা হার সহ কানের দুলের সেট ০১ (একটি) চেইন সহ লকেট ০২ (দুইটি) ব্রেসলেট ০২ (দুইটি) পায়েল ০২ (দুই টি) সহ অন্যান্য স্বর্নালংকার  যার আনুমানিক ওজন ৪৫ (পয়তাল্লিশ ভরি) এবং রূপার তৈরি নুপুর ০২ (দুইটি) রূপার চিকন চুড়ি ১২ (বার টি) রূপার চেইন সহ কানের দুল ০১ (এক সেট) যার আনুমানিক ওজন ১২ (বার ভরি) যাহার মধ্যে ৩২ (বত্রিশ ভরি ৩) (তিন আনা) স্বর্ন,  ১০ (দশ ভরি) ১৫ পনের আনা রূপা এবং নগদ ৮৭,০০০/- (সাতাশি হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি অলংকার উদ্ধার এবং এর সাথে আরো আসামী থাকার সম্ভবনা থাকায় গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

এমএসএম / জামিল আহমেদ

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম

গঠনতন্ত্র ও আরপিও অনুযায়ী কাউন্সিলে নির্বাচিত বৈধ নেতৃত্ব লাঙ্গল প্রতীকের মালিক