ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ৪:৩০

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪ টার সময় গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ী জরুন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। 

জরুন ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে ফাইনাল খেলায় মন্ডল গার্মেন্টস ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ। খেলা শুরুর ৩ মিনিটের সময় ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশের হয়ে গোল করে দলকে লিড এনেদেন ৩৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো ইসরাফিল। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ। প্রথমার্ধের ১০ মিনিটের সময় গোল করে মন্ডল গার্মেন্টস একাদশকে সময়তায় ফেরান ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোহান। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশের হয়ে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশের গোলে আবারও ২-১ গোলে লিড নেয় দল। দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি মন্ডল গার্মেন্টস ফুটবল একাদশ। 

খেলা পরিচালনা করেন মো.মোয়াজ্জেম খান ও সহযোগী রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর ও আলম। এছাড়াও চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মো জাহাঙ্গীর আলম (হাসান)।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী ছাইয়েদুল আলম (বাবুল)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রিপন নীটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন খান।ছাত্র জনতার রক্তের বিনিময়ে এ দেশের মানুষ এখন রাজনীতি করতে পারছে বলে জানান,ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

এছাড়াও কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মো: রবিউল ইসলাম রবি, সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

জরুন ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ  আরিফুল ইসলাম খন্দকার (আরিফ) বলেন, মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশর ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। 

এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক