ঢাকা বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

কমলগঞ্জে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৫ বিকাল ৫:৩৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও একটি জাতীয় দৈনিকে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, অভিযুক্তদের জুতাপেটা’ শিরোনামে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদে ব্যবসায়ী সমিতির সুনাম ক্ষুন্ন হয়েছে। 

প্রকৃত ঘটনা হচ্ছে গত বছরের ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে এক মানসিক ভারসাম্যহীন নারী নয়াবাজারের এক দোকানের বারান্দায় অবস্থান করে। গরম কাপড় ছোপড় ছাড়া ওই নারী শীতে হিমশিম খেতে থাকে। এই দৃশ্য দেখে বাজারের এক ব্যবসায়ী ওই নারীকে গরম কাপড় ও খাবারের ব্যবস্থা করেন। পরবর্তীতে ঠান্ডার মধ্যে ওই নারীকে পার্শ্ববর্তী মিন্টু মিয়ার গেরেজে নিরাপদে আশ্রয় দেন। এর কিছুক্ষণ পর রাতেই মানসিক ভারসাম্যহীন নারী গেরেজ থেকে বেরিয়ে মৌলভীবাজার সড়কে হেঁটে চলে যান। এর একদিন পর ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে গুজব প্রকাশ হয়। এর সত্যতা যাচাই না করেই দ্রুত লোকমুখে প্রচার হতে থাকে এবং এক পর্যায়ে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভ্রান্তিকরভাবে ধর্ষণের প্রচার করেন। বিষয়টির স্থানীয়ভাবে জানাজানি হলে ব্যবসায়িক নেতৃবৃন্দ তাৎক্ষনিক বিষয়টি যাচাই করে ধর্ষণের কোন সত্যতা পাননি। এই প্রচারের জের ধরেই ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমেদ এর বক্তব্য বিকৃত করে এবং সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের সংবাদ প্রকাশ হয়। অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে প্রকাশিত সংবাদের মধ্যদিয়ে মানহানিকর বিষয়ের সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নয়াবাজার শ্রীরামপ্রু ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুল মন্নান মনোয়ার, বর্তমান সহসভাপতি বদরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. বাচ্চু খান, প্রচার সম্পাদক মো. ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল খালিক, সদস্য তাহির মিয়া, ইসতিয়াক আহমেদ সাহান প্রমুখ।

এমএসএম / এমএসএম

চুরি করে আনা প্রাইভেট কারে ছিল বিপুল পরিমান মাদক

বিগত সরকারের শাসনামলের ১৫ বছর আতঙ্কের ভিতর কাটিয়েছিঃ অভি

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা খোকন গ্রেফতার

মেডিক্যাল চান্স পাওয়া পাবনার শিক্ষার্থী মেঘলার সব দায়িত্ব নিলেন পাবনার জেলা প্রশাসক

উলিপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

গলাচিপায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মান্দায় ভারতীয় জাল রুপিসহ আ.লীগ নেতা আটক

সিলেটে ২ দিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

চন্দনাইশে আটককৃত পাহাড়ি সন্ত্রাসীদের শাস্তির দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে দ্রুত পূর্ণাঙ্গ বার্ন হাসপাতাল নির্মাণ ও চিকিৎসায় ভোগান্তি বন্ধে মানব বন্ধন

আপনারা নির্বাচনের ব্যবস্থা করতে না পারলে, যারা পারবে তাদের পথ সুগম করেন: দুদু

খানসামায় নদীর বালু হরিলুট করছে ইউপি সদস্য