ভুঁড়ি ভোজের দুম্বার মাংস হাসপাতালে পরিবেশন করলো খানসামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

দিনাজপুরের খানসামা উপজেলায় ভুঁড়ি ভোজের জন্য প্রাপ্ত দুম্বার মাংস হাসপাতালে পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করলেন, খানসামা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ যেনো এক ব্যতিক্রম দৃশ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুঁড়ি ভোজ খাওয়ার জন্য দুটি প্যাকেট অর্থাৎ ৫ কেজি ৭৬৫ গ্রাম দুম্বার মাংস প্রদান করেন।
ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের বির্তক এড়িয়ে যেতেই ভিন্ন পন্থা অবলম্বন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।শনিবার (৪ জানুয়ারি) সেই দুম্বার মাংস ভাগাভাগি বা ভুঁড়ি ভোজ না করে তা খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) এ চিকিৎসাধীন রোগীদের মাঝে রান্না করে পরিবেশন করেছেন নেতা-কর্মীরা।
এ বিষয়ে ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মো. আজিজার রহমান বলেন, আমরা বির্তক চাই না এ মাংস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাওয়ায় ঠিক না কারণ এটি দুঃস্থ ও অসহায় মানুষের জন্য। এ আন্দোলনে খানসামা উপজেলায় শেষ পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা অংশ গ্রহণ করেছে, কাকে রেখে আর কাকে নিয়ে ভুঁড়ি ভোজ করব! এটা করলে সমালোচনার বিষয় থাকে বা সমালোচনার সৃষ্টি হতে পারে। তাই আমরা সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, এখানে যেহেতু বেশি ভাগ দুস্থ ও অসহায় মানুষরা চিকিৎসা নিতে আসেন তারা খেলেই আমরা সবাই খুশি।ছাত্রনেতা আবু হেনা গালিব বলেন, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের যে সমালোচনা তা এড়িয়ে যেতেই মূলত এই ব্যতিক্রম আয়োজন। আন্দোলনে অংশগ্রহণকারী সকলেই আমাদের সহযোদ্ধা। তাদেরকে রেখে ভুঁড়ি ভোজের আয়োজন করাটাও আসলে বৈষম্যমূলক। সকলে সিদ্ধান্ত নিয়ে এই আয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামসুদ্দেহা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আসলেই প্রশংসনীয় কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগকে স্বাস্থ্য বিভাগের পক্ষে থেকে সাধুবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, আবির রাজু, সেকেন্দার আলী, সাকির আহমেদ, ওমর ফারুকসহ অনেকে।
এমএসএম / এমএসএম

গাজীপুরে অন্তহীন অভিযোগে অভিভাবকদের তোপের মুখে প্রধান শিক্ষক!

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা

রাণীশংকৈলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

সবুজে ঢেকে যাক কালকিনি: পরিবেশ রক্ষায় আনসার-ভিডিপি’র অঙ্গীকার

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১

তানোরে ব্যাক ডেট ও জালিয়াতি নিয়োগের তদন্তে হাজির হননি ভারপ্রাপ্ত অধ্যাক্ষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন

চট্টগ্রামে নেক্সাস ফেস্ট-২০২৫ সম্পন্ন

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান

শ্রীপুরে পরিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

অনার্সের খাতা দেখেন কলেজ হোস্টেলের গার্ড !
