ভুঁড়ি ভোজের দুম্বার মাংস হাসপাতালে পরিবেশন করলো খানসামা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
দিনাজপুরের খানসামা উপজেলায় ভুঁড়ি ভোজের জন্য প্রাপ্ত দুম্বার মাংস হাসপাতালে পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করলেন, খানসামা উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ যেনো এক ব্যতিক্রম দৃশ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভুঁড়ি ভোজ খাওয়ার জন্য দুটি প্যাকেট অর্থাৎ ৫ কেজি ৭৬৫ গ্রাম দুম্বার মাংস প্রদান করেন।
ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের বির্তক এড়িয়ে যেতেই ভিন্ন পন্থা অবলম্বন করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।শনিবার (৪ জানুয়ারি) সেই দুম্বার মাংস ভাগাভাগি বা ভুঁড়ি ভোজ না করে তা খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পাকেরহাট) এ চিকিৎসাধীন রোগীদের মাঝে রান্না করে পরিবেশন করেছেন নেতা-কর্মীরা।
এ বিষয়ে ছাত্র আন্দোলনের ছাত্রনেতা মো. আজিজার রহমান বলেন, আমরা বির্তক চাই না এ মাংস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাওয়ায় ঠিক না কারণ এটি দুঃস্থ ও অসহায় মানুষের জন্য। এ আন্দোলনে খানসামা উপজেলায় শেষ পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা অংশ গ্রহণ করেছে, কাকে রেখে আর কাকে নিয়ে ভুঁড়ি ভোজ করব! এটা করলে সমালোচনার বিষয় থাকে বা সমালোচনার সৃষ্টি হতে পারে। তাই আমরা সকলের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরো বলেন, এখানে যেহেতু বেশি ভাগ দুস্থ ও অসহায় মানুষরা চিকিৎসা নিতে আসেন তারা খেলেই আমরা সবাই খুশি।ছাত্রনেতা আবু হেনা গালিব বলেন, সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের নিয়ে ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের যে সমালোচনা তা এড়িয়ে যেতেই মূলত এই ব্যতিক্রম আয়োজন। আন্দোলনে অংশগ্রহণকারী সকলেই আমাদের সহযোদ্ধা। তাদেরকে রেখে ভুঁড়ি ভোজের আয়োজন করাটাও আসলে বৈষম্যমূলক। সকলে সিদ্ধান্ত নিয়ে এই আয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শামসুদ্দেহা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আসলেই প্রশংসনীয় কাজ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগকে স্বাস্থ্য বিভাগের পক্ষে থেকে সাধুবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী, আবির রাজু, সেকেন্দার আলী, সাকির আহমেদ, ওমর ফারুকসহ অনেকে।
এমএসএম / এমএসএম
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা