ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আদাবরে কিশোর গ্যাং সদস্যদের মহড়ায় বাঁধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলা


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৪-১-২০২৫ বিকাল ৫:৩৭

রাজধানীর আদাবরে কিশোর গ্যাং সদস্যদের মহড়ায় বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা করেছে কিশোর গ্যাং চক্রের কয়েক'শ সদস্য। 
এ সময় স্থানীয় একাধিক বাসিন্দাসহ অটোরিকশা ও সিএনজি চালককে কুপিয়ে গুরুতর আহত করে চক্রের সদস্যরা। একজন আইসিইউতে ভর্তি। 

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা থেকে রাত  একটা পর্যন্ত থেমে থেমে চলে এই হামলা। এই ঘটনা ঘটে আদাবরের মেহেদীবাগ এলাকায়। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। 

আহতরা হলেন- মশিউর রহমান মুন্না (৪২), আলমগীর (২০) ও আরিফ (২০) ছাড়াও আরো অনেকে রয়েছে। 

সূত্রে জানা যায়, কিশোর গ্যাং এর ভয়াবহ এ হামলার ঘটনার নেপথ্যে রয়েছে আদাবর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং চক্রের প্রধান সুমন ওরফে ডিবি সুমন। তার নেতৃত্বে পুরো এলাকা জুড়ে তান্ডব চালায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। তিনি এক সময় স্থানীয় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসু ও কাসু'র কিশোর গ্যাং বাহিনীর প্রধান ছিলো। আওয়ামীলীগ সরকারের পতনের পর হাসু ও কাসু পালিয়ে যাওয়ায় তাদের অনুপস্থিতে বিএনপির এক নেতার হাতিয়ার হিসেবে কাজ করছে কিশোর গ্যাংয়ের এ চক্রটি। স্থানীয়রা অনেকে অভিযোগ করছেন। বিএনপির এক নেতার ইন্ধনে পুরো এলাকায় ত্রাস কায়েম করার জন্য এমন মহড়া দিয়েছে চক্রটি।
এই চক্রটি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হয়ে কাজ করে বিএনপির সময় বিএনপির হয়ে অপরাধ নিয়ন্ত্রণ করে থাকে।

স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় দিকে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্রসহ ১৫-২০ জনের একটি দল আদাবরের মেহেদীবাগ এলাকা হয়ে আদাবর বাজারের দিকে মহড়া দিতে আসে। এ সময় স্থানীয়রা তাদের পথ আটকালে স্থানীয়দের ওপর চড়াও হয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। কিশোর গ্যাং এর এই মহড়ায় কেন বাঁধা দেওয়া হলো এ জন্য আবার রাত দশটায় প্রায় এক থেকে দেড়’শ সদস্য নিয়ে এসে সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়ে আহত করে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাতে এ ঘটনার সাথে জড়িত এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বাসিন্দারা।

এ ঘটনায় আহত মশিউর রহমান মুন্না'র ছেলে বাবু জানান, গতকাল রাতে কয়েক'শ কিশোর গ্যাং চক্রের সদস্যরা হঠাৎ করে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এসে আতর্কিত হামলা করে। এ হামলায় আমার বাবা গুরুতর আহত হয়। আমার বাবা একজন সিএনজি চালক। গতকাল কিশোর গ্যাং এর হামালায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি রয়েছে। তিনি বলেন, আমার বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এ ঘটনায় আদাবর থানায় মামলা করতে যাচ্ছি। আরেক ভূক্তভোগী আলমগীর জানান, গতকাল রাতে হঠাৎ করে কিশোর গ্যাংয়ের কয়েক'শ সদস্য দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এসে আতর্কিত হামলা করে আমাকে আহত করে। এ সময় যাদের সামনে পেয়েছে তাকেই কুপিয়ে গুরুতর আহত করে। আলমগীর,মুন্না ছাড়াও, আদাবরের মেহেদীবাগ এলাকার প্রায় একাধিক বাসিন্দা কিশোর গ্যাং এর হামলায় আহত হয়। 

এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, এ ঘটনায় ভূক্তভোগীরা আদাবর থানায় এসেছে। আমরা তাদের অভিযোগ নিয়ে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক