আদাবরে কিশোর গ্যাং সদস্যদের মহড়ায় বাঁধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হামলা

রাজধানীর আদাবরে কিশোর গ্যাং সদস্যদের মহড়ায় বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা করেছে কিশোর গ্যাং চক্রের কয়েক'শ সদস্য।
এ সময় স্থানীয় একাধিক বাসিন্দাসহ অটোরিকশা ও সিএনজি চালককে কুপিয়ে গুরুতর আহত করে চক্রের সদস্যরা। একজন আইসিইউতে ভর্তি।
শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা থেকে রাত একটা পর্যন্ত থেমে থেমে চলে এই হামলা। এই ঘটনা ঘটে আদাবরের মেহেদীবাগ এলাকায়। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।
আহতরা হলেন- মশিউর রহমান মুন্না (৪২), আলমগীর (২০) ও আরিফ (২০) ছাড়াও আরো অনেকে রয়েছে।
সূত্রে জানা যায়, কিশোর গ্যাং এর ভয়াবহ এ হামলার ঘটনার নেপথ্যে রয়েছে আদাবর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং চক্রের প্রধান সুমন ওরফে ডিবি সুমন। তার নেতৃত্বে পুরো এলাকা জুড়ে তান্ডব চালায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। তিনি এক সময় স্থানীয় ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসু ও কাসু'র কিশোর গ্যাং বাহিনীর প্রধান ছিলো। আওয়ামীলীগ সরকারের পতনের পর হাসু ও কাসু পালিয়ে যাওয়ায় তাদের অনুপস্থিতে বিএনপির এক নেতার হাতিয়ার হিসেবে কাজ করছে কিশোর গ্যাংয়ের এ চক্রটি। স্থানীয়রা অনেকে অভিযোগ করছেন। বিএনপির এক নেতার ইন্ধনে পুরো এলাকায় ত্রাস কায়েম করার জন্য এমন মহড়া দিয়েছে চক্রটি।
এই চক্রটি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হয়ে কাজ করে বিএনপির সময় বিএনপির হয়ে অপরাধ নিয়ন্ত্রণ করে থাকে।
স্থানীয়রা জানান, গতকাল (শুক্রবার) সন্ধ্যা ৬টায় দিকে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্রসহ ১৫-২০ জনের একটি দল আদাবরের মেহেদীবাগ এলাকা হয়ে আদাবর বাজারের দিকে মহড়া দিতে আসে। এ সময় স্থানীয়রা তাদের পথ আটকালে স্থানীয়দের ওপর চড়াও হয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। কিশোর গ্যাং এর এই মহড়ায় কেন বাঁধা দেওয়া হলো এ জন্য আবার রাত দশটায় প্রায় এক থেকে দেড়’শ সদস্য নিয়ে এসে সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়ে আহত করে সব কিছু ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাতে এ ঘটনার সাথে জড়িত এক কিশোর গ্যাং সদস্যকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বাসিন্দারা।
এ ঘটনায় আহত মশিউর রহমান মুন্না'র ছেলে বাবু জানান, গতকাল রাতে কয়েক'শ কিশোর গ্যাং চক্রের সদস্যরা হঠাৎ করে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এসে আতর্কিত হামলা করে। এ হামলায় আমার বাবা গুরুতর আহত হয়। আমার বাবা একজন সিএনজি চালক। গতকাল কিশোর গ্যাং এর হামালায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে ভর্তি রয়েছে। তিনি বলেন, আমার বাবা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এ ঘটনায় আদাবর থানায় মামলা করতে যাচ্ছি। আরেক ভূক্তভোগী আলমগীর জানান, গতকাল রাতে হঠাৎ করে কিশোর গ্যাংয়ের কয়েক'শ সদস্য দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে এসে আতর্কিত হামলা করে আমাকে আহত করে। এ সময় যাদের সামনে পেয়েছে তাকেই কুপিয়ে গুরুতর আহত করে। আলমগীর,মুন্না ছাড়াও, আদাবরের মেহেদীবাগ এলাকার প্রায় একাধিক বাসিন্দা কিশোর গ্যাং এর হামলায় আহত হয়।
এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম জাকারিয়া জানান, এ ঘটনায় ভূক্তভোগীরা আদাবর থানায় এসেছে। আমরা তাদের অভিযোগ নিয়ে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।
এমএসএম / এমএসএম

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম
