ঢাকা রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

কমলগঞ্জে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি photo কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৫ রাত ৮:৫১

প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের উদ্যোগে ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার ( ৪ জানুয়ারী ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবায় এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ১ হাজার রোগীকে এ সেবা প্রদান করা হয়েছে। এ সময় ৭৮ জন বাছাইকৃত ছানিপড়া রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এছাড়া প্রায় ২শত জন রোগীকে বিনামূল্যে চশমা ও বাকিদের ঔষধ প্রদান করা হয়।

মবশ্বির আলী চৌধুরী কল্যান ট্রাষ্টের সহসভাপতি ও মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা (ভারপ্রাপ্ত) শামসুজ্জামান চৌধুরী রাহেল সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ, জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার আমীর মো. মাসুক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন, পৌর এলাকার নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, সাংবাদিক তৌহিদুর রহমান, এসএম রানা, মুজিবুর রহমান রঞ্জু, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, স্থানীয় ইউপি সদস্য তুফাজ্জল করীম চৌধুরী শ্যামল, মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রাসেল হাসান বখত, আবুল হোসেন, প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক গবেষক ও ট্রাস্টের সদস্য সচিব আহমদ সিরাজ, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল, সমাজ সেবক সোহেল চৌধুরী, মুহিবুল ইসলাম চৌধুরী, ইক্তিয়ার চৌধুরী, মুক্তার চৌধুরী, শাহীন চৌধুরী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, পারভেজ আহমদ, পিন্টু দেবনাথ, জাহেদ আহমদ, সাইদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, মনিরাজ সিনহা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল এবং সেচ্ছাসেবক হিসেবে উক্ত বিদ্যালয়ের ছাত্ররা দায়িত্ব পালন করে।

চক্ষু শিবিরে সেবা প্রদান করেন মৌলভীবাজার চক্ষু হাসপাতালের ডা. ইমরান আহমদ, রুহুল আমীন, আব্দুল হান্নান প্রমুখ।

মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের ( ভারপ্রাপ্ত) সভাপতি রাহেল চৌধুরী বলেন, ‘আমরা গত ২বছর থেকে বিনা মূল্যে মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। প্রায় ১ হাজার মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। তাছাড়া আমাদের স্কুলটা শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে স্কুল ড্রেসসহ সব কিছু বহন করছি। আগামীতে তা অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

সদরপুরে হেরোইনসহ যুবক আটক

সাতক্ষীরায় ট্রাক থামিয়ে চাঁদাবাজী, নেপথ্যে বাজার কমিটির সদস্য

নাঙ্গলকোটে গৃহবধুকে ধর্ষণের পর চুল কেটে দেয়ার অভিযোগে আটক-১

ভরা মাছসহ পাইকগাছায় চিংড়ি ঘের দখল করায় আদালতে মামলা

জয়পুরহাটে শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ অনুষ্ঠিত

কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

মিরসরাইয়ে পশ্চিম মায়ানী কালামিয়া জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন

ঝিনাইদহের আঃ রউফ ডিগ্রি কলেজের মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

কয়লা ব্যবসার নামে প্রতারণা ডিবির হাতে গ্রেপ্তার চোর চক্রের

খানসামায় ইপিজেড কর্মীকে ভুট্টা ক্ষেতে ধর্ষণের চেষ্টা

শাহজাদপুরে মাচাল পাতাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু

ধামইরহাটে ওলামা সমাবেশ অনুষ্ঠিত