ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পঙ্গু হাসপাতালে চিকিৎসা সংকট: অপারেশন ধীরগতি


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ৯-১-২০২৫ দুপুর ৪:২২

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বা পঙ্গু হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। রোগীর চাপ ও বেডের সংকটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাসপালটিতে রয়েছে প্রফেসর সংকটে এমন দাবি করেছেন একজন চিকিৎসক। অপারেশনও সময়মত হচ্ছে না বলে জানান কয়েকজন রোগী ও রোগীর স্বজনরা। 

বৃহস্পতিবার ৯ জানুয়ারি সরেজমিনে গেলে এসব তথ্য পাওয়া যায়। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা উন্নত চিকিৎসার জন্য এলেও বারান্দায় শীতের কষ্টে দিন কাটাতে হচ্ছে। ফরিদপুর থেকে আসা রাসেল বলেন, "ডাক্তার চিকিৎসা দিচ্ছেন, তবে ভাঙা পা নিয়ে শীতে বারান্দায় থাকতে খুব কষ্ট হচ্ছে।" একই অবস্থা রাজশাহীর আব্দুর রহমান এবং নোয়াখালীর নাদীমের। তাদের মতো আরও অনেক রোগী অভিযোগ করেছেন বেডের অভাবে বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। অপারেশনেও হচ্ছে ধীরগতি। রোগীরা বলেন, যত দ্রুত অপারেশন হবে তত দ্রুতই বাড়ি যেতে পারবো। এই শীতে এতো কষ্ট সহ্য হচ্ছে না। 

এদিকে, অনেক রোগী অভিযোগ করেন, টাকার বিনিময়ে বেড পাওয়া যায়। যারা টাকা দিতে পারেন না, তাদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়। এছাড়া দালাল চক্রের মাধ্যমে প্রাইভেট হাসপাতালে যাওয়ার জন্য চাপ দেওয়ার কথাও জানিয়েছেন কয়েকজন রোগী।

হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কেনান বলেন, হাসপাতালে বেডের সংকট রয়েছে। রোগীর চাপ বেশি থাকায় বারান্দায় থাকতে হয়। তবে টাকা দিয়ে বেড পাওয়ার বিষয়টি সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন, অপারেশন থিয়েটারের স্বল্পতাও বড় চ্যালেঞ্জ। প্রতিদিন ২০০-২৫০ রোগী ভর্তি হলেও অপারেশন থিয়েটার মাত্র ৩৬টি। এতে অনেকের অপারেশন সময়মতো সম্ভব হচ্ছে না।

হাসপাতালের পরিচালক পিএস জয়নউদ্দীন জানান, রোগীর অধিকাংশই সড়ক দুর্ঘটনায় আহত। সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

বারান্দায় কনকনে শীত, বেডের সংকট এবং রয়েছে  দালাল চক্র। অপারেশনেরও ধীরগতিতে ভোগান্তি নিয়ে রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দ্রুত সমস্যার সমাধানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন চিকিৎসক জানান এই হাসপাতালে প্রফেসার সংকট রয়েছে। দেশের রাজনীতির পটপরিবর্তন হলে অনেকেই এই হাসপাতাল থেকে পোস্টিং হয়েছে। ডাক্তারদের নিজেদের মধ্যেও রয়েছে কোন্দল । তিনি বলেন, করোনার সময়ও প্রতিদিন ২৫ থেকে ৩০ টি অপারেশন হয়ে থাকতো কিন্তু দেশের রাজনীতির পটপরিবর্তন হওয়ায় এখন আর আগের মতো অপারেশন না হওয়ায় রোগীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। ওই ডাক্তার বলেন পঙ্গু হাসপাতালে ইমারজেন্সি অপারেশন থিয়েটার (ওটি) রয়েছে ৬ টি রেগুলার থিয়েটার রয়েছে ৩৬ টি এই মোট ৪২ টি অপারেশন থিয়েটারে রোগীদের প্রতিদিন ৫০ থেকে ৬০ টির ও বেশি অপারেশন করা সম্ভব বলে জানান ওই চিকিৎসক। কিন্তু হাসপাতালে প্রফেসর সংকটে আগত রোগীদের সময়মত অপারেশন হচ্ছে না। ওর উত্তরণে অতি জরুরী ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে জানান ওই চিকিৎসক।  

এমএসএম / এমএসএম

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার আয়োজিত

ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের ছয় দফা দাবি

জাইকার সহায়তায় রাজউক কর্তৃক বাস্তবায়নাধীন TOD প্রকল্পের ৪র্থ সেমিনার অনুষ্ঠিত

কামরাঙ্গীরচর থানার মোঃ আমিরুল ডিএমপি লালবাগ বিভাগে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত

পেশাদারিত্ব ও মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডিসি মহিদুল ইসলাম

ঝিনাইদহ অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ শিখাচ্ছে পাথওয়ে

উত্তরায় SEDA ফাউন্ডেশনের ১৭তম মেধা যাচাইয়ে প্রায় ২ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, ঝুঁকিপূর্ণ স্থাপনায় নকশা দাখিল ও অপসারণের নির্দেশ

হাতপাখা নির্বাচিত হলে ঢাকা-১৮ কে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলা হবেঃ আলহাজ্ব আনোয়ার

ডেমরায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মত মতবিনিময় সভা

গণধোলাইয়ে মারা গেলো চোর, হত্যা মামলায় ফাঁসলো নারী সাংবাদিক