ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিন রির্সোট, নি:স্ব হোটেল মালিক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৫:১০

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি  ইকো রির্সোট পুড়ে গেছে প্রায় ৩০টি কক্ষ। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে রির্সোট মালিক বারত দিয়ে পুলিশ প্রাথমিক ভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার মধ্যরাতে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনায় সায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে যায়।

এ বিষয়ে এ বিষয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা অজিত কুমার দাস বলেন, 'সেন্টমার্টিনে আগুনে তিন রির্সোটের প্রায় ৩৮টি কক্ষ পুড়ে গেছে। আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি।  এসব রিসোর্টগুলো খুব সুন্দর এবং উন্নত মানের ছিল।'

তিনি আরো বলেন,'রিসোর্ট মালিকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে প্রায় ৬ কোটি টাকায় ক্ষতি হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এছাড়া পুড়ে যাওয়া রিসোর্টে থাকা পর্যটকদের অন্য হোটেলে সরিয়ে নেয়া হয়েছে। '

পুড়ে যাওয়া কিংশুক রিসোর্ট সহকারী পরিচালক সাইফুদ্দিন বাবর বলেন, 'হঠাৎ করে রাতে আগুন দেখতে পায়। সাথে সাথে আমরা হোটেলে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নিয়। ততক্ষণে আমাদের রিসোর্টে ১৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। কাঠ বাঁশ এবং ছাউনি দিয়ে তৈরী ছিল আমাদের রিসোর্টটি। তাই দ্রæত আগুন ছড়িয়ে পরে। এতে দেড় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া আমাদের ব্যবসা লোকসানে পড়েছে।'

রিসোর্ট বিচ ভ্যালির মালিক মো. সরোয়ার কামাল বলেন, 'আগুন আমাদের নি:স্ব করে দিয়েছে। পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। কোন মালামাল রক্ষা করতে পারেনি। আমাদের ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কি করবো।?

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে বিভিন্ন কারনে ব্যবসায়ীরা খুব বিপদে মধ্য রয়েছে। তার উপর আগুনের ঘটনা। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারের উচিত ব্যবসা হিসেবে পাশে দাঁড়ানো।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, 'আমাদের একটা টিম সেখানে পৌছেছে। আগুনে ঘটনাটি তদন্ত করে দেখবেন। আর ক্ষতি গ্রস্তদের কিভাবে সহতায় করা যায়, সে বিষয়ে কতৃপক্ষের সাথে আলোচনা চলছে।'

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে সেন্টমার্টিন দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ‘আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। যদি দ্রæত আগুন নেভানো না গেলে আরো বহু রির্সোট পুড়ে যেতো।’

এমএসএম / এমএসএম

গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ

দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার

জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা

কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা

রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩

বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি