ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিন রির্সোট, নি:স্ব হোটেল মালিক


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১-২০২৫ বিকাল ৫:১০

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি  ইকো রির্সোট পুড়ে গেছে প্রায় ৩০টি কক্ষ। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে রির্সোট মালিক বারত দিয়ে পুলিশ প্রাথমিক ভাবে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার মধ্যরাতে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনায় সায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে যায়।

এ বিষয়ে এ বিষয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির কর্মকর্তা অজিত কুমার দাস বলেন, 'সেন্টমার্টিনে আগুনে তিন রির্সোটের প্রায় ৩৮টি কক্ষ পুড়ে গেছে। আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি।  এসব রিসোর্টগুলো খুব সুন্দর এবং উন্নত মানের ছিল।'

তিনি আরো বলেন,'রিসোর্ট মালিকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে প্রায় ৬ কোটি টাকায় ক্ষতি হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। এছাড়া পুড়ে যাওয়া রিসোর্টে থাকা পর্যটকদের অন্য হোটেলে সরিয়ে নেয়া হয়েছে। '

পুড়ে যাওয়া কিংশুক রিসোর্ট সহকারী পরিচালক সাইফুদ্দিন বাবর বলেন, 'হঠাৎ করে রাতে আগুন দেখতে পায়। সাথে সাথে আমরা হোটেলে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নিয়। ততক্ষণে আমাদের রিসোর্টে ১৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। কাঠ বাঁশ এবং ছাউনি দিয়ে তৈরী ছিল আমাদের রিসোর্টটি। তাই দ্রæত আগুন ছড়িয়ে পরে। এতে দেড় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তাছাড়া আমাদের ব্যবসা লোকসানে পড়েছে।'

রিসোর্ট বিচ ভ্যালির মালিক মো. সরোয়ার কামাল বলেন, 'আগুন আমাদের নি:স্ব করে দিয়েছে। পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে। কোন মালামাল রক্ষা করতে পারেনি। আমাদের ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কি করবো।?

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপে বিভিন্ন কারনে ব্যবসায়ীরা খুব বিপদে মধ্য রয়েছে। তার উপর আগুনের ঘটনা। অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারের উচিত ব্যবসা হিসেবে পাশে দাঁড়ানো।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, 'আমাদের একটা টিম সেখানে পৌছেছে। আগুনে ঘটনাটি তদন্ত করে দেখবেন। আর ক্ষতি গ্রস্তদের কিভাবে সহতায় করা যায়, সে বিষয়ে কতৃপক্ষের সাথে আলোচনা চলছে।'

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি উল্লেখ করে সেন্টমার্টিন দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ বলেন, ‘আগুন লাগার খবর শুনে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। যদি দ্রæত আগুন নেভানো না গেলে আরো বহু রির্সোট পুড়ে যেতো।’

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলায় সর্বদলীয় অবরোধ কর্মসূচি

রাণীশংকৈলে বালু উত্তোলনের সময় গর্তে পড়ে শিশুর মৃত্যু

লোহাগড়ায় নিখোঁজের চার দিন পর কিশোরের লাশ উদ্ধার

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র‌্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার