ওসির অনিয়মের বিরুদ্ধে মোহাম্মদপুর থানা ঘেরাও করলেন স্থানীয়রা

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় চুরি ছিনতাই ডাকাতি, কিশোর গ্যাং এর তান্ডব দিনে দিনে বেড়েই চলছে এর বিহিত চাইতে আসলে অনেকেই আইনগত সহযোগিতা না পেয়ে থানা ঘেরাও এবং ওসির অপসারণ চেয়ে থানার সামনে অবস্থান নেয় স্থানীয়রা।
সামাজিক যোগাযোগ ফেইসবুকে একাধিক ভিডিও ঘুরছে। সে-সব ভিডিওতে দেখা যায় কিশোর গ্যাং এর সদস্যরা পাদচারী, ব্যবসায়ী, ও বিভিন্ন পেশার মানুষের উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরছে। একের পর এক ঘটনা ঘটেই চলছে মোহাম্মদপুর থানা এলাকায় কিন্তু পুলিশের ভুমিকা নিয়ে সাধারণ জনগণ অসন্তুষ্ট প্রকাশ করলে থানা ঘেরাও এর মত ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ২৩ জানুয়ারি এই ঘটনা ঘটে মোহাম্মদপুর থানার সামনে। এসময় স্থানীয় ছাড়াও ছাত্র জনতা ও নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
গত কয়েকদিন আগে এক ভুক্তভোগী থানায় একটি অভিযোগ দিতে আসলে তখন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইফতেখার হাসান ওই ভুক্তভোগীকে বলেন, পাঁচ-দশ হাজার টাকা দিলেই সন্ত্রাসীরা কোপায়া দিয়ে যায়, আপনি যে এখনও অক্ষত আছেন সেটাই এখন চিন্তার বিষয়। এমন মন্তব্য করলে ওসির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেইসবুকে ব্যাপক প্রচার হয় এবং অনেকেই ক্ষোপ ও নিন্দা জানিয়ে বর্তমান ওসি ইফতেখার হাসানের অপসারণ চায়।
এবিষয় সাবেক সেনা সদস্য আলমগীর কবির বলেন,
আমার ব্যবসা দেখভাল করতো বাবুল আক্তার নামে একজন, তার কাছে আমি ৪ লাখ টাকা পাবো সে বিষয় অভিযোগ দিতে আসলে ওসি কোনো রকম অভিযোগ নিতে চায়নি। এবং আমাকে বলে মোহাম্মদপুরে পাঁচ-দশ হাজার টাকা দিলেই সন্ত্রাসীরা কোপায়া দিয়ে যায়,আপনি যে এখনও অক্ষত আছেন সেটাই এখন চিন্তার বিষয়।
সাবেক সেনা সদস্য আরো বলেন, তিনি অবসরে আসার পর পাবনা ডেইরী এন্ড অর্গানিক ফুড নামে মোহাম্মদপুরে একটি ব্যবসা শুরু করেন কিন্তু বাবুল আক্তার নামে একজন তার ব্যবসায়ীভাবে ক্ষতি করলে এর অভিযোগ দিতে থানায় আসলে মোহাম্মদপুর থানা-পুলিশ বাবুল আক্তারের পক্ষে নেয় বলে জানান ভুক্তভোগী আলমগীর কবির।
এসব অভিযোগের বিষয় থানা ঘেরাও করলে এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান উপস্থিত ছিলেন না। পরবর্তী তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ তারেক সেকান্দার অভিযোগের বিষয়গুলো জেনে ব্যবস্থা নেওয়ার আস্বস্ত করেন। তদন্ত কমিটি করে ব্যবস্থা নিবেন বলে জানান।
মোহাম্মদপুর সেফ বিডি নামে একটি সংগঠনের নামেও অভিযোগ করেন স্থানীয়রা। থানা ঘেরাও করতে আসা স্থানীয়রা তারা বলেন, সেফ বিডি নামে একটি সংগঠনের সদস্য পাবেল নামে এক ব্যক্তি সবসময় পুলিশের পক্ষে থাকে, বর্তমান ওসির আস্থাভাজন হয়ে কাজ করছে এই পাবেল। গতকাল থানা ঘেরাও করতে আসবে জানতে পেরে পাবেল নামে ব্যক্তি, সুমন নামে একজন কে মুঠোফোনে হুমকি দেওয়া ঘটনাও ঘটায়। যার একটি অডিও সংরক্ষণ রয়েছে। থানা ঘেরাও কর্মসূচির সময় থানার ওই পাবেল নামে ব্যক্তি উপস্থিত ছিলেন পরবর্তীতে স্থানীয়দের তোপের মুখে পরে থানা থেকে কৌশলে বের হয়ে যায় পাবেল।
থানায় অভিযোগ করতে আসল ঢাকা লাগে, মামলা তদন্ত করতে গেলে টাকা লাগে, এসআইদের ঢাকা না দিলে তদন্ত করতে অপারগতা জানায় পুলিশ।
এসআই হাসান নামে একজনের বিরুদ্ধে এমন অভিযোগ করেন, ভুক্তভোগী আলমগীর কবির। এই মামলা তদন্তে করতে গেলে তাকে ১ হাজার টাকা দেওয়া হয় কিন্তু এক হাজার টাকা নেওয়ার পরেও আরো ৫ শত টাকা চেয়ে নেয় ওই এসআই। এসব অভিযোগের কারণে বর্তমান ওসির অপসারণ চেয়ে স্থানীয়রা থানা ঘেরাও করে।
এমএসএম / এমএসএম

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ

কৃষক লীগ নেতা মোজাজ্জেল ঢালী এখন স্বেচ্ছাসেবক দলে পদ পেতে মরিয়া

আশুলিয়াকে "উচ্চ শিক্ষা নগরী" গড়তে পাঁচ বিশ্ববিদ্যালয়ের একসাথে পথচলা

কোতোয়ালী থানা প্রেসক্লাবের জাঁকজমকপূর্ণ উদ্বোধন: সাংবাদিক সমাজে আনন্দ ও উচ্ছ্বাস

মেহনতী ও শ্রমজীবী মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজপথের নির্ভীক সৈনিক আব্বাস আলী: জয়পুরহাট-২ এ পরিবর্তনের প্রত্যাশা

ইসলামী ক্যাটাগরিতে সেরা অভিনেতার সম্মাননা পেলেন শিশু শিল্পী নাহিদুল ইসলাম
