১৬ বছর পর সম্প্রচারে আসছে চ্যানেল ওয়ান
                                    দীর্ঘ ১৬ বছর পর সম্প্রচারে আসছে দেশের অন্যতম টেলিভিশন চ্যানেল ওয়ান। ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে টেলিভিশনটি বন্ধ করে দেয়া হয়েছিল।বৃহস্পতিবার হাসিনা সরকারের বন্ধ করার রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের অনুমতি পাওয়া চ্যানেল ওয়ান সহসাই আবারো সম্প্রচারে আসার এ আশাবাদ তৈরী হয়েছে।
চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক জানান, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আমাদের আপিল করার অনুমতি দেন। ফলে দীর্ঘ ১৬ বছর পর আবারও চ্যানেল ওয়ান দর্শকদের সামনে আসবে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, পলাশ চন্দ্র রায়, কাজী আখতার হোসেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ, ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ ও মোহাম্মদ মাসুম বিল্লাহ।
আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আদালত ন্যায় বিচার করেছেন। উল্লেখ্য, চ্যানেল ওয়ান ছিল একটি বাংলাদেশী উপগ্রহ-ভিত্তিক টেলিভিশন চ্যানেল। ২০০৬ সালের ২৪ জানুয়ারি ঢাকা হতে এর সম্প্রচার শুরু হয়। ওয়ান গ্রুপ এর অধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এই চ্যানেলটির মালিক।বাংলাদেশ সময় সকাল ৮টা, দুপুর ১২টা ও আড়াইটা, বিকাল পাঁচটা, সাড়ে ছয়টা, সাড়ে সাতটা এবং রাত ১০টা, সাড়ে বারটা, এবং তিনটায় এই চ্যানেলে সংবাদ প্রচারিত হয়। কিন্তু ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক এবং প্রতিহিংসাবশত শেখ হাসিনা বিটিআরসিকে বাধ্য করে এই গণমাধ্যমটির সম্প্রচারে হস্তক্ষেপ করেন। পরে হাইকোর্ট বিভাগে মামলা করেন চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ। কিন্তু সরাসরি তৎকালীন সরকারের অন্যায় নির্দেশে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়
এমএসএম / এমএসএম
                অনুমোদনবিহীন ড্রাইভিং ট্রেনিং সেন্টার, সড়কে বাড়ছে ঝুঁকি
                ডিএনসিসির ৫০ নং ওয়ার্ডে যানজট নিরসনে নব উদ্যোগঃ আয়োজনে উন্নয়ন পরিষদ
                ভবন দুর্যোগ ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধিতে জোর, ফায়ার সার্ভিসের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
                দেশে পলিনেটের মাধ্যমে আঙুর চাষে বিপ্লব ঘটানো সম্ভব
                জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা
                ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -৪ আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন
                ফারইস্ট লাইফের টাকা আত্মসাৎকারি নজরুল ইসলাম আটক
                গ্রাহকদের ৩ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও এম.এম. সেইফ সিকিউরিটির মালিক মাসুদ রানা
                আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো দৈনিক স্বদেশ বিচিত্রা'র অষ্টম বর্ষ পূর্তি ও নবম বর্ষে পদার্পণ অনুষ্ঠান
                বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার
                সাভারে ‘শিরিন মেকওভার অ্যান্ড বিউটি সেলন’-এর উদ্বোধন
                ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দাবি সাংবাদিকদের