"মেধার বিকাশ" সমাজকল্যাণ-সাহিত্য-সাংষ্কৃতিক সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দাউদকান্দি-তিতাস-মেঘনা উপজেলা কুমিল্লা নিয়ে গঠিত "মেধার বিকাশ" সমাজকল্যাণ-সাহিত্য-সাংষ্কৃতিক সংগঠনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অভিষেক, বৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাসাস কুমিল্লা উত্তর জেলার আহবায়ক মোঃ কামাল পারভেজ (ডালিম) এর আহবানে এবং জাসাস কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন এর আর্থিক সহযোগিতায় এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৫ জানুয়ারী) বিকাল তিনটায় দাউদকান্দি উপজেলার গৌরীপুরে সুবল আফ্তাব উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বি.এম জুয়েল রানা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, "মেধার বিকাশ" সংগঠন ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন স্কুলের বারো শত আটজন শিক্ষার্থী মেধার বিকাশ বৃত্তি গ্রহণ করে আজকে তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত রয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার মেধা শূন করতে শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধ্বংস করে দিয়ে গেছে শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের বিস্তার ঘটিয়েছে আওয়ামী লীগ। তিনি আরও বলেন দেশ ও জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই তাই শিক্ষার্থীদের সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে হবে। শিক্ষার্থীদের সুশৃংখল পরিবেশ বজায় রেখে পড়াশোনায় আরও মনযোগী হতে হবে।
বিশেষ অতিথি দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূইয়া। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক (সফর) তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম।
গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম ভূঁইয়া, এছাড়াও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল বাসার, সহ-সভাপতি মোঃ আঃ মতিন সরকার, সহ-সহপতি মোহাম্মদ মাহবুব আলম, সহ-সভাপতি মোসাঃ রহিমা আক্তার, যুগ্ম সাঃ সম্পাদক মোঃ আব্দুল হালিম মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক রতন চন্র দেবনাথ, সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল বাসেত, কোষাধ্যক্ষ মোহাম্মদ জমির আলী, দপ্তর সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহ-সাহিত্য ও প্রচার প্রকাশনা সম্পাদক মোঃ নাজমুল হাসান মুন্সী, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক মেঃ রুহুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ গোলাম নূর টিটু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাইদুর রহমান, আপ্যায়ন সম্পাদক সুভাস চন্দ্র রায়, ক্রীড়া সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ হাসিনা আক্তার, কার্যকরি পরিষদ মোঃ রফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আকতার উল করিম।
জাসাস কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন সাংবাদিকদেরকে জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে পারাটা খুবই আনন্দের ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবেন।
জাসাস কুমিল্লা উত্তর জেলার আহবায়ক মোঃ কামাল পারভেজ (ডালিম) বলেন, মেধাবী শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারাই সৌভাগ্যের। তিনি উক্ত কার্যক্রম সঠিকভাবে সফল ও সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ
