উচ্চ আদালত কর্তৃক জামিন দেওয়ার পরেও বন্দিদের আটক রাখার প্রতিবাদে মানববন্ধন
উচ্চ আদালত কর্তৃক জামিন দেওয়ার পরেও বন্দিদের আটক রেখে জেলার ও জেল সুপার কর্তৃক আদালতের রায় অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করছে বৈষম্যহীন কারামুক্তি আন্দলোন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে এ মানববন্ধন করেন সংগঠনটি।
মানববন্ধনে বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান বিক্রমপুরী বলেন,হাইকোর্ট থেকে জামিন দেওয়া হয়েছে। তার জামিনের কাগজ পত্র গুলো বিগত চারদিন আগে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌছায়। কিন্তু ডিজিএফআই এবং এন এস আই এর ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কথা বলেছি তারা বলে এটা আমাদের কাজ না।
তিনি আরো বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌছার পরে তাকে ২৪ ঘণ্টার বেশি আটকে রাখার সুযোগ নেই। বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের ওই নেতা আরও বলেন,মাওলানা মহিবুল্লাহ (৫০) কে মুক্তি না দেওয়া পর্যন্ত কারাগারের সামনে অবস্থান করবে বলে জানিয়েছেন তিনি। এসময় তারা কারাগারের ভেতর এবং বাইরে থেকে কাউকে কারাগারের প্রবেশ করতে দিচ্ছেনা। মানববন্ধন ও বিক্ষোভ চলাকালীন সময়ে প্রিজন ভ্যান,এম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। কারাগারের মুল ফটকের সামনেই তারা যোহরের নামাজ আদায় করেন।
মাওলানা মহিবুল্লাহ ভোলা জেলার সদর থানার চরসিফলি গ্রামের মৃত আব্দুর রব মাস্টারের ছেলে। তিনি ২০২৩ সালের মার্চ মাসের ২৩ তারিখে বিলাইছড়ি থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার হন। উক্ত মামালয় গত ৩০ জানুয়ারী হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এছাড়াও তার বিরুদ্ধে ডেমরা থানা ও বিলিলাইছড়ি থানায় আরো দুইটি মামলা ছিলো। ওই দুই মামলায় আগেই তিনি জামিন পান।
এসময়,উপস্থিত ছিলেন,বৈষম্যহীন কারামুক্তি আন্দলোনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসাইন, আতাউর রহমান বিক্রমপুরী, আলামিন সাকি,আব্দুর রহমান মাহমুদ, ইসহাক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও কারাবন্দী মাওলানা মহিবুল্লার পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুনকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, মাওলানা মহিবুল্লাহ মুক্তির দাবিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে মানববন্ধন করছেন বৈষম্যহীন কারামুক্তি আন্দলোন নামে একটি সংগঠন। তাদের দাবি চারদিন আগে মাওলানা মহিবুল্লাহ জামিন হলেও মুক্তি দেয়া হচ্ছে না তাকে। কারা কর্তৃপক্ষ বলছেন হাইকোর্টে রিট করা হয়েছে।
এমএসএম / এমএসএম