ঢাকা বৃহষ্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

তুরাগ নদীতে মাটি খেকো চক্র বেপরোয়া


মনিরুজ্জামান মনি photo মনিরুজ্জামান মনি
প্রকাশিত: ৬-২-২০২৫ রাত ৯:৩১

রাজধানী মিরপুরের দিয়াবাড়ি সিন্নিরটেকের বিআইডব্লিউটিএর ল্যান্ডিং স্টেশনের উত্তর পাশে নবাবের বাগ পাকার মাথা এলাকায় তুরাগ নদীতে অবৈধভাবে মাটি কর্তন করে বিক্রির মহাউৎসব চলছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজার মেশিন দিয়ে মাটি কেটে বাল্ক হেডে  ভরা হচ্ছে । জানতে চাইলে ড্রেজিং মেশিন থেকে একজন বলেন, বিআইডব্লিউটিএ থেকে মাটি কাটা হচ্ছে । কোন ঠিকাদার জানতে চাইলে, মনসুর নামে একজনের কথা বলেন । কাগজপত্র দেখতে চাইলে বলেন, আপনারা উপরে গিয়ে বসুন, লোক আসছে কাগজ নিয়ে । 

এরপর স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জানা যায়, আজ কয়েকদিন ধরে রাত দিন ২৪ ঘন্টা মাটি কেটে বিক্রি করছেন একটি মাটি খেকো চক্র। বাল্ক হেড প্রতি আনুমানিক ৪০/৪৫ হাজার টাকায় মাটি বিক্রি হয় , প্রতিদিন ২০-৩০ বাল্বহেড মাটি চলে যায় যাচ্ছে বিভিন্ন ইটভাটায়। দিন প্রতি যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। স্থানীয় একাধিক রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণ বলেন , প্রায় ১২ লক্ষ টাকার আয়ের কোন অর্থ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কেউ পাচ্ছে না। অথচ এক শ্রেনীর অসাধু নৌ-পুলিশ কর্মকর্তা এবং উক্ত এলাকার কিছু  নেতারা অবৈধ ভাবে টাকা ইনকাম করছে। এ বিষয়ে নৌ- পুলিশের আমিন বাজার জোনের ওসি হাসানুজ্জামান এর সঙ্গে কথা বললে তিনি টিম পাঠাচ্ছেন বলে জানান কিন্তু পাঠাননি । ১ঘন্টা  পরে আবার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন উক্ত স্থানটি তার আওতাভুক্ত নয়। আশুলিয়া জোন বা অঞ্চলের মধ্যে।  আপনি আশুলিয়ার ইনচার্জের সঙ্গে কথা বলেন। প্রতিবেদক পরক্ষণে মুঠোফোনে নৌ- পুলিশের অতিরিক্ত নৌ পুলিশ সুপার মোঃ তানভীর ভূঁঞার সঙ্গে কথা বললে তিনি তাৎক্ষণিক ভাবে আমিন বাজার নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ মানিকের মৃধার নেতৃত্বে একটি টিম পাঠান এবং অভিযান পরিচালনা করেন এবং প্রাথমিক ভাবে কাজ বন্ধ করে দেন । সিন্ডিকেটের সদস্যরা মিলে তখন একটি ভুয়া কাগজ প্রদর্শন করেন । যেটা গত ০৮/০৫/২৪ ইং তারিখে  বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবির স্বাক্ষরিত স্মারক নম্বর ১৮.১১.০০০০.২৬৬.১৪.০৯৬.১৮-০০(ক:) তারিখ ১৯/১১/২৩ । 

যেখানে ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম লেখা আছে, প্রত্যাশা ট্রেডার্স, জনাব মোঃ ফারুক হোসেন ১২৬/এ/১ নয়া পল্টন, লালবাগ ঢাকা -১২০৫ লেখা আছে  ।উক্ত পত্রের শর্ত অনুযায়ী কোন কিছুর সঙ্গে মিল নাই ।  অনুসন্ধানে আরো জানা যায় আমিন বাজার জোনের ওসি হাসানুজ্জামান এর যোগসাজশে এই মাটি কাটার মহা উৎসব চলছে। এই জন্যেই সাংবাদিকদের কে মিথ্যা তথ্য দিয়ে তিনি বিভ্রান্ত করেছেন। পরবর্তীতে উনাকে আবার ফোন দিলে বলেন কাজ তো বন্ধ করে দিয়েছেন আর কি জানতে চাচ্ছেন ?

বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী (ড্রেজিং) জনাব রাকিবুল ইসলাম বলেন, ড্রেজিং এর সকল কার্যক্রম বন্ধ । উক্ত স্মারক নম্বরের পত্রটি তার নিকট পাঠালে তিনি জানান, এই ধরনের কোন চিঠি বিআইডব্লিউটিএ থেকে হয়না । এ বিষয়ে আরো অধিকতর জানতে,বিআইডব্লিউটিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী   আবু জাফর মোহাম্মদ শাহনেওয়াজ কবিরের স্বাক্ষরিত পত্রটি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে বক্তব্য জানতে চাইলে, তিনি কোন উত্তর দেননি ।এ বিষয়ে ফোনে জানতে সহকারী পুলিশ সুপার জনাব হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিআইডব্লিউটিএর একটি কাগজ তারা প্রদর্শন করেছেন । বিআইডব্লিউটিএ যদি আমাদেরকে অভিযানে ডাকে আমরা অবশ্যই সহযোগিতা করব ।

অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের উপ-পরিদর্শক মোঃ মানিক মৃধা বলেন, আমরা অভিযান পরিচালনা করেছি তাদের কাজও বন্ধ রেখেছি তারা একটি কাগজ দেখিয়েছেন, আপনি আমার স্যারের সঙ্গে কথা বলেন ।

এমএসএম / এমএসএম

নির্বাচন সামনে রেখে সীমান্তে বেড়েছে অবৈধ অস্ত্রের চালান

ক্রীড়া পরিদপ্তরে ভয়াবহ লুটপাট!

৯২৬ টন পণ্যের হদিস নেই কাস্টমসে

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিমের পাহাড় সমান দুর্নীতির তদন্ত হচ্ছে না কেন?

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পে অনিয়মের পাহাড়

সরকার উৎখাতে জড়িত এনবিআর কর্মকর্তাদের শাস্তির দাবি

সড়ক, জনপদ ও সেতু মন্ত্রণালয়ে মোটরযান পরিদর্শক রাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ

প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের টাকা হরিলুট

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা