ঢাকা বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

'অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের সাঁড়াশি অভিযান, জরিমানা আদায়'


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২-২-২০২৫ দুপুর ৩:৫১

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ,সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে গত ১১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ২০২৫ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে ও তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন জোবিঅ-চন্দ্রা, আবিবি-গাজীপুর আওতাধীন চন্দ্রা (পল্লীবিদ্যুৎ), কালিয়াকৈর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ২ টি স্পটের মোট ২৫ টি আধাপাকা বাড়ি ও ২০ টি বহুতল ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণসহ অবৈধ সরঞ্জামসমুহ জব্দ করা হয়। এতে মোট ৪৫০ টি অবৈধ চুলার সংযোগ স্হায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এসময় ৫৫০ ফুট পাইপ অপসারণ করা হয়। অভিযানে ৫ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোট ৪৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়-এর নেতৃত্বে ও মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪-এর মিরপুর জোনাল অফিসের আওতাধীন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। মিরপুরের ০৬টি ভিন্ন স্পটে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে সর্বমোট বিচ্ছিন্নকৃত গ‍্যাস লোডের পরিমাণ ৫,৫৪৭ ঘনফুট/ঘন্টা এবং ১২০ ফুট সার্ভিস লাইন ও ৩৫০ ফুট জি আই হাউজ লাইন সহ ৬টি রেগুলেটরও অপসারণ করা হয়েছে। অভিযানে দুটি স্থাপনার অবৈধ গ্যাস ব্যবহারকারীদের অবৈধ গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। অভিযানে ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুরস্থ নর্থ বেঙ্গল ওয়াশিং ফ্যাক্টরির ০১টি বার বার্ণার ও ০৩টি স্টার বার্ণারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক লাইন কিল করা হয়েছে। এছাড়া হ্যাভেন ওয়াশিং নামক কারখানার ০১টি বয়লার ও ০৪টি ড্রায়ারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক লাইন কিল করা হয়েছে। মিরপুরের সেনপাড়া পর্বতায় একজন গ্রাহকের ৩৩টি ডাবল চুলার বিল বই দেখাতে না পারায় সংযোগ বিচ্ছিন্ন করে লাইন সিল করা হয়। অপরদিকে মিরপুর-১ এ অবস্থিত মানসী টাওয়ারে ৫১টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করত সার্ভিস লাইন কিল করা হয়েছে। এছাড়াও মিরপুরের পূর্ব কাজীপাড়ার Steps Rose haven নামক বাসার ৩৩টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করে সার্ভিস লাইন কিল করা হয়েছে। একই এলাকার একজন আবাসিক গ্রাহকের ইতোপূর্বে বকেয়ার কারণে বিচ্ছিন্নকৃত রাইজার থেকে অবৈধভাবে ০৩টি ডাবল চুলায় গ্যাস ব্যবহারের ফলে সংযোটি বিচ্ছিন্ন করে কিল করা হয়েছে।

এছাড়াও, একই দিন তিতাসের জোবিঅ- সাভারের আওতাধীন শিল্প শ্রেণীর গ্রাহকদের বকেয়া গ্যাস বিল আদায়ে সংযোগ বিচ্ছিন্নকারী টিম প্রেরণ করা হয়। উক্ত টিম কর্তৃক ০৩ টি গ্রাহকের আঙিনা পরিদর্শন করা হয়। অভিযানে এবি অ্যাপারেলস লি:, হেমায়েতপুর, সাভার এর ৪৮,৬৯,৯২১/- টাকা বিল বকেয়ার কারণে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়। এমট্রানেট লি:, রাজাসন, সাভার এর ১,৫৫,৮৭,৯৭১/- টাকা বিল বকেয়ার কারণে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করা হয়। এছাড়া ছোট কালিয়াকৈর, সাভারে অবস্থিত ওসাকা ফ্যাশন ওয়্যার নামীয় শিল্প শ্রেণীর গ্রাহককে বকেয়া বিল পরিশোধের জন্য তাগাদা প্রদান করা হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৮৩টি শিল্প, ১০৬টি বাণিজ্যিক ও ২৩,৩৯০টি আবাসিকসহ মোট ২৩,৬৭৯টি অবৈধ গ্যাস সংযোগ ও ৫৬,৮৫৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ১১৯ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

এমএসএম / এমএসএম

বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অখণ্ডতার বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্রের অভিযোগ ইন্তিফাদা বাংলাদেশের

সদরঘাট পাইকারি বাজারে আগুন

ঢাকা ওএমএস ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ সভা

সঠিক প্রক্রিয়ায় টেন্ডার না হওয়ায়, কাজ সম্পূর্ণে ব্যর্থ হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান

রাজধানীর গুলশান-বনানী মণ্ডপে প্রতিমা বিসর্জন শেষে মা দূর্গার শান্তির জল প্রদান

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া আকাশ

উপকূলীয় নারীদের কথা তুলে ধরলেন অধ্যাপক ড. জুলফিকার

পূর্বাচল ৩০০ ফিট সড়কে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ

ডিএমপির মুগদায় মাদক কারবারিদের হামলায় এসআই গুরুতর আহত

৪৮তম (বিশেষ) বিসিএস-এ উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন

“বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে” : ব্যারিস্টার অমি

ভক্ত-দর্শনার্থীদের আবেগে মুখরিত উত্তরা সার্বজনীন মন্দির প্রাঙ্গণ