ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন "(পিটিএফ)" সমাজ কল্যাণে অনন্য


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ৪:২২

দক্ষিণ পশ্চিম স্বাধীন বাংলাদেশের প্রাচীন জনপদ বৃহত্তর যশোর জেলার মাইকেল মধুসুদন দত্তের জন্মভূমি ঐতিহ্যবাহী যশোরের কেশবেপুর উপজেলার যশোর-চুকনগর সড়কের মাইকেলমোড়স্ত "প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ)" প্রতিষ্ঠানটি অবস্থিত। ইতিহাস ঐতীয্যের প্রতিক কালোমুখো হনুমান বিলুপ্তপ্রায়।
গত মঙ্গলবার সরেজমিন প্রতিষ্ঠানটির বিষয়ে অনুসন্ধানে গিয়ে প্রতিষ্ঠানের সরকারের অনুমোদন আছে কিনা চানতে চাইলে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ.কে আজাদ (ইকতিয়ার) সম্মানের সহিত সকল প্রমাণআদী ও সাক্ষাতকালে যা পাওয়াগেছে, গত ০১ জানুয়ারী ২০১৩ সাল থেকে বাংলাদেশ সরকারের ১৮৬০ সালের সোসাইটি রেজিস্ট্রেশন এ্যাক্ট মোতাবেক নিবন্ধিত হয়ে (নিবন্ধন নং-কে এইচ এস ৪৪৩/২০১৬) ও সংশ্লিষ্ঠ দপ্তর কর্তৃক অনুমোদিত "পিটিএফ” এর গঠনতন্ত্র অনুযায়ী এ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানী, হারবাল, নার্সিং, ডেন্টাল, প্যাথলজি, ফিজিওথেরাপি, গবাদি পশু চিকিৎসা ও ভূমি জরিপ প্রশিক্ষণসহ বিভিন্ন আত্মনির্ভরশীল মূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব দূরীকরনে বাংলাদেশর বৃহত্তর এলাকা জুড়ে কাজ বিস্তৃত। প্রান্তিক জনগোষ্টির আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে যার প্রভাব দেশের টেকসই উন্নয়ন সহ অর্থনৈতিক উন্নয়নে "পিটিএফ" অংশিদারের দাবি রাখে।

গত ০২/০৬/২০২১ ইং তারিখে স্মারক-পিটিএফ/কেশব/২০২১/২৬ এ বর্নিত আবেদনের প্রেক্ষিতে "পিটিএফ" এর গঠনতন্ত্র ও সংঘ স্মারক অনুযায়ী প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও সেবা বিভাগ থেকে একটি "অনআপত্তি" পত্র "পিটিএফ” অর্জন করে, যার ইস্যু তারিখ ১৭ আগষ্ট ২০২২,স্মারকনং-৫৮০০.০০০০১৩০.২৫০০.২-২২-১৪৪/১১২ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-২ শাখা কর্তৃক "পিটিএক" এর ০৫-০৫-২০২০ তারিখে পিটিএফ/কেশব/২০২২/৯২ স্মারকে আবেদনের উপর সরকারের আইনবিধি মোতাবেক বে-সরকারী কলেজ ও ট্রেনিং পরিচালনার নীতিমালা ২০১১ অনুযায়ী প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) প্রশিক্ষণ প্রদানের অনুমতি প্রাপ্ত হয়।যার স্মারক নং- স্বাপকম/চিশিজ-০১৭,ইস্যু তারিখ ১০/০৮/২০২৩ এবং "পিটিএফ” কর্তৃক পরিচালনার জন্য "পিটিএফ" এর পক্ষ হতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের স্বীকৃতি পেতে ১৬/০৬/২০২১ ইং তারিখে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল বরাবর প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করলে তা গৃহীত হয় ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর বিধি জারি হতে বিলম্ব হওয়ায় স্বীকৃতি প্রদানের বিষয়টি অগ্রভাগে চলমান প্রক্রিয়াধীন "পিটিএফ"এর অনুকূলে প্রেরিত পত্র নং- ৩৩.০৮.০০০০.১০১.৫৫.০০১.২০২০-৩৬৩ ইস্যু তারিখ ২৩-০৬-২০২১ ইং।

প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) এর সকল কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য "পিটিএফ" এর নিয়মিত কাজের অংশ অনুযায়ী অনুমোদিত "পিটিএফ” গঠনতন্ত্র ও সংঘ স্মারক এ বর্ণিত বিধি মোতাবেক কেশবপুর পৌরসভা মেয়র, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান, কেশবপুর উপজেলা লাইভস্টক অফিসার, কেশবপুর উপজেলা হেল্থ এন্ড ফ্যামিলি প্লানিং অফিসার, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার, যশোর ডিসট্রিক লাইভস্টক অফিসার, যশোর সিভিল সার্জন, যশোর জেলা পুলিশ সুপার, যশোর জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহে "পিটিএফ" এর কার্যক্রম অবহিত করে।

প্যারামেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশন "(পিটিএফ)" বিভিন্ন জনকল্যাণ মূলক সমাজ সেবার পাশাপাশি পৌরকর পরিশোধ করে, যার লাইসেন্স নং- ০২৮৩১, আইডি নং ০৪-০২২-০২৮৩১, ওয়ার্ড নং ০৪, নবায়ণের তারিখ ১৮-১১-২০২৪ ইং ও টিন সার্টিফিকেট নং টিন-২৪০১৯৪৬৮২৭৮৭ বার্ষিক অডিট রিপোর্টঃএ.মান্নান এন্ড কোম্পানী(সি.এ ফার্ম)ঢাকা কর্তৃক ৩০ জুন ২০২৪ পর্যন্ত অডিট করে। যার ঠিকানা, বর্ণালী-০৩ (৯ম তলা)৪৭৬ ই-মালিবাগ,ডিআইটি রোড,৮ পুরানা পল্টন, ঢাকা-১০০০। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বেকারত্ব দূরিকরণে ও গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করণের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ মূলক কার্যক্রম পরিচালনা করে, ২০২৪ সাল পর্যন্ত দশ হাজারের অধিক বেকার যুবক/যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করে। 

"পিটিএফ”এর প্রয়োজনীয় সচল কমিটি, সংশ্লিষ্ঠ দপ্তর কর্তৃক অনুমোদিত গঠনতন্ত্র, সংশ্লিষ্টদের সার্বক্ষনিক অবহিত করে সকল কার্যক্রম স্বচ্ছতার সাথে পরিচালনার মাধ্যমে লাখো কোটি জনতার মাঝে পরিচিতি লাভ করে প্রশংসা কুড়িয়ে দেশ ও জনতার উন্নয়নে সমাজসেবায় অন্যতম অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ইতিমধ্যে "পিটিএফ” চেয়ারম্যান বর্ণিত কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন সামাজিক সংগঠন/সংস্থা থেকে পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন। স্বেচ্ছাসেবী সংস্থা "শেকড়ের সন্ধানে থেকে গুণীজন সম্মাননা (উদ্যোক্তা-বেকারত্ব দূরীকরণে) ২০২১ অর্জন করেছেন।

প্রশিক্ষণরত শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এখানে প্রশিক্ষণের পরিবেশ এবং শিক্ষকদের পাঠদান পদ্ধতি মনোমুগ্ধকর। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীদের ব্যবহারে খুশি। প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসক আব্দুর রহমান বলেন, আমি এক সময় বেকারত্ব অভিশাপে হতাশাগ্রন্থ ও অসহায় জীবনযাবন করি তারপর "পিটিএফ” থেকে প্রশিক্ষণ নিয়ে পল্লী চিকিৎসা প্রদানের মাধ্যমে পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছি এবং মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত।

শাখা পরিচালক খায়রুল আলম সবুজ বলেন, আমি দীর্ঘদিন "পিটিএফ" এর শাখা পরিচালক পদে দায়িত্ব পালন করে শতশত যুবক/যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের কে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরে নিজেকে সমাজকর্মী হিসেবে গর্বিতবোধ করি।স্থানীয় সচেতন নাগরিক ও কেশবপুর পৌরসভার সাবেক কমিশনার মোঃ আনিসুজ্জামান বলেন,"পিটিএফ" এর সকল কার্যক্রম অত্যান্ত সামাজিক ও আত্মকর্মসংস্থান সৃষ্টিকারী একটি মানবিক প্রতিষ্ঠান। আমি প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করি। পিটিএফ" এর চেয়াম্যান এ.কে আজাদ (ইকতিয়ার) বলেন, আমি ফাউন্ডেশনটির সুষ্ঠভাবে পরিচালনা ও গতিশীল করার লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট দফতরের প্রতি শ্রদ্ধাশীল ও সহযোগিতা কামনা সহ ব্যক্তি ও দাতা সংস্থার সহযোগিতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

জুলাই আন্দোলনে মোজো সাংবাদিকদের সাহসী ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে : শহীদুল হক

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লা-৯ আসন পূর্নবহাল রাখাতে মানববন্ধন

নতুন বাংলাদেশ গড়ার বীর সন্তানদের প্রতি গভীর সমবেদনা জানালেন শেখ সাদী

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন -খোরশেদ আলম

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ারের পরিবেশক সম্মেলন: কৃষি উন্নয়নে নতুন উদ্ভাবনের প্রতিশ্রুতি

বিদ্যালয়ের জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগে চিতলমারীতে মানববন্ধন

মাদারীপুরে কুকুরের উপদ্রব: জনভোগান্তি চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাভা‌রে সাবেক ইউপি সদস্যের নির্মানাধীন বাড়ি অবরুদ্ধ করে চাঁদা দাবি

বড়লেখায় দুর্ধর্ষ চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নাগেশ্বরীতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহসচিবের সাথে ইরানী প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত

বরগুনায় চেক প্রতারণার মামলায় পলাতক প্রতারক জসিম কারাগারে