ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

৭ম জাতীয় কমডেকার শুভ উদ্বোধন


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ২০-২-২০২৫ রাত ১০:১৫

আজ ২০শে ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার  ৭ম জাতীয় কমডেকার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন , দেশ পরিচালনায় তরুণ সমাজকে সজাগ থাকতে হবে। তিনি আজ সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে বাংলাদেশ স্কাউটস আয়োজিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প (কমডেকা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, তরুন প্রজন্ম এ দেশের প্রাণশক্তি; স্কাউট আন্দোলন দেশের তরুনদের সমাজঘনিষ্ট কর্মকান্ডে অংশগ্রহনে উদ্বুদ্ধ করছে এবং দেশপ্রেমিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

“৭ম জাতীয় কমডেকা” উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তা প্রদান করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী  মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ , বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য ডা. মোঃ আমিনুল ইসলাম, কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, এবং ফরিদা ইয়াসমিন। 

এর আগে অতিথিবৃন্দ কমডেকা মাঠে এসে পৌছালে কমডেকা কর্মকর্তাবৃন্দ তাদের স্বাগত জানান। পরে পায়রা উড়িয়ে কমডেকা উদ্বোধন ঘোষণা করেন সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল্যসচিব এম সিরাজউদ্দিন মিয়া।  

প্রধান অতিথির ভিডিও বার্তায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আরো বলেন এবারের কমডেকায় বাংলাদেশের সকল জেলা থেকে রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক, এবং কর্মকর্তাসহ প্রায় ছয় হাজার জন অংশগ্রহণ করবেন। কমডেকা সম্পর্কে তিনি আরো জানান এ ক্যাম্পটির মাধ্যমে একটি বিশেষ এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধনের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উন্নয়নের ক্ষেত্রগুলি  বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং বৈচিত্রপূর্ণ। এ কর্মসূচিগুলো জনস্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নতি ইত্যাদি বিভিন্ন বিষয়ে হতে পারে। এবং এর মাধ্যমে স্কাউটরা ক্যাম্প চলাকালিন সময়ে এলাকার লোকজনের স্বাস্থ্য সেবা দিতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারে, গবাদি পশু হাস-মুরগির চিকিৎসা দিতে পারে। শাক-সবজি-ফলমুলের বাগান করতে পারে, শৌচাগার তৈরী করে দিতে পারে বা এই ধরণের আরো অনেক কর্মসুচি গ্রহণ করতে পারে। 

১৯৯৪ সাল থেকে বাংলাদেশ স্কাউটস এ মেয়েদের অন্তর্ভুক্তি অনুমোদন পেলেও বর্তমানে বাংলাদেশ স্কাউটসে মেয়েদের সংখ্যা মোট স্কাউট সংখ্যার মাত্র ১৩ শতাংশ , এ সংখ্যাকে আরো বাড়ানোর জন্য তাগিদ দেন।মীর মাহবুবুর রহমান মুগ্ধ বলেন-বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ (৯ অক্টোবর ১৯৯৮- ১৮ জুলাই ২০২৪), নাফিজ, আহনাফ, রোহান, মুন্না, সাদ, মাহবুব আলম ও তাহির জামানসহ ৮ জন শহীদ স্কাউটের আত্মত্যাগ ও অসংখ্য আহত স্কাউটারগণের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটস গর্বিত। খ ম কবিরুল ইসলাম বলেন-রোভার স্কাউটরা শান্তিতে নোবেল বিজয়ী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের “থ্রি জিরো” “শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বণ নিঃসরণ” তত্ত্বকে প্রচার, প্রসার ও বাস্তবায়নে উদ্দীপ্ত হবে। উল্লেখ্য যে, ড. মুহাম্মদ ইউনূস ছাত্রজীবনে একজন সক্রিয় স্কাউট ছিলেন। এছাড়া তিনি স্কাউট এবং স্কাউট লিডার হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। 

ফরিদা ইয়াসমিন বলেন- কমডেকার কার্যক্রমকে সময়োপযোগী, শিক্ষনীয়, আকর্ষণীয় চ্যালেঞ্জিং, বৈচিত্র্যময়, উদ্দীপনামূলক ১৪ টি সেবা প্রোগ্রাম, ২ টি মঞ্চায়ন এবং ০৬ টি স্মৃতির সিঁড়ি অন্তর্ভুক্ত করা হয়েছে।

এমএসএম / এমএসএম

রাণীশংকৈলে মহান ২১শে ফেব্রুয়ারি পালিত

রায়গঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত

ফাগুনে উৎসবে মজবে বাঙালি,গাছে গাছে পলাশের রোমাঞ্চকর শান্তিনিকেতন

দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিনঃ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

বাকেরগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

রায়পুর পৌর জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

কুতুবদিয়ায় পলাতক দুই আসামি গ্রেফতার

শৈলকুপায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করবে আদ্-দ্বীন হাসপাতাল

কোনাবাড়ী থানা মহিলাদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভাষা শহীদদের প্রতি সিংগাইর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

হজরত শাহজালাল তাহফিজুল কুরআন মাদরাসার পাগড়ী-পুরস্কার ও সবক প্রদান সম্পন্ন

এবার বেনাপোল সীমান্তে বসছে না দুই বাংলার মিলনমেলা

রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি, যা বললেন যাত্রীরা