ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ১:১৯

দৈনিক বাংলা ভূমি পত্রিকার প্রধান সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন-এর সাবেক সিনিয়র ইনভেস্টিগেটিভ রিপোর্টার, বাংলানিউজ২৪ডটকমের খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন-এর শোকসভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শোক সভায় আগত সাংবাদিক বক্তারা মন্তব্য করেন যে, বহুগুণে গুণান্বিত প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমন সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা ও আদর্শ হয়ে থাকবেন।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে নগরের চেরাগী পাহাড় এলাকায় চট্টগ্রাম একাডেমিতে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) আয়োজিত এক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সিনিয়র সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সিনিয়র সহ-সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির (বিএসসি) প্রধান উপদেষ্টা প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মরণে এই সভার কার্যক্রম শুরু হয় সংগঠনটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে।

সিআরএ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিনের সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক সাইদুর রহমান রিমনের স্মৃতিচারণ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন কাদের শওকত, বাংলাদেশ রেলওয়ের সাবেক চীফ ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এইচ কে নাথ, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) এর মুখপাত্র ও যুগ্ম আহ্বায়ক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, বিখ্যাত লেখক ও প্রাবন্ধিক খন রঞ্জন রায়, দৈনিক সময়ের কাগজ পত্রিকার আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা, সংবাদ টিভির প্রকাশক সাংবাদিক জুয়েল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া অঙ্কুর শিশু কিশোর একাডেমির সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী আনিসুল হক রিপন, দৈনিক পূর্ব বাংলার সম্পাদক এম আলী হোসেন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু আবিদ, দৈনিক শাহ আমানত পত্রিকার চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির, নির্বাহী সম্পাদক এম এ কাইয়ূম, বেসরকারি টেলিভিশন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান আলহাজ্ব মোঃ নুরুল কবির, ওপেলিয়ার চেয়ারম্যান সমাজকর্মী সাজ্জাদ চৌধুরী, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন'র সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক এন এ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, প্রচার সম্পাদক রুমেন চৌধুরী, সদস্য মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ অ্যাপায়ন বিষয়ক সম্পাদক শাফায়েত মোরশেদের সঞ্চালনায় শোকসভায় আরও উপস্থিত ছিলেন সিআরএ'র সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল, সদস্য ইরাফাতুর রহমান, জহির উদ্দীন বাবর, জুয়েলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

শোক সভায় বক্তারা বলেন, একজন সংবাদ সৈনিক হিসেবে সাংবাদিক সাইদুর রহমান রিমন ছিলেন আপসহীন, নির্ভীক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। সাংবাদিকতার দীর্ঘ পথে কখনোই তিনি কোনো কঠিন ক্ষমতার কাছে মাথা নত করেননি। তিনি সত্য প্রকাশে ছিলেন অবিচল, অবিচল ছিলেন ন্যায় ও মানবিক মূল্যবোধে। সাইদুর রহমান রিমন ছিলেন এমন এক সাংবাদিক, যিনি যেখানে অন্যায় দেখেছেন, সেখানেই দাঁড়িয়ে গেছেন। তিনি জানতেন এই পথ কণ্টকাকীর্ণ, কিন্তু কখনো পিছপা হননি। বস্তুনিষ্ঠ, সাহসী এবং সত্যভিত্তিক সাংবাদিকতার জন্য জীবনে বহুবার মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক বাধার সম্মুখীন হয়েছেন। তবু একবারের জন্যও তাঁর কলম থেমে থাকেনি। প্রতিটি মামলায় তিনি আইনের মাধ্যমে প্রমাণ করেছেন তাঁর নির্ভেজাল সততা ও পেশাগত ন্যায়পরায়ণতা।

এর আগে, চলতি বছরের গত ৩০ জুলাই গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোক করে চির নিদ্রায় শায়িত হন সাংবাদিক জগতের এই নক্ষত্র। শোকসভা শেষে প্রয়াত সাংবাদিক সাইদুর রহমান রিমনের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

বরিশালের বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন বিএনপি'র পথসভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুতুবদিয়ায় আল্লামা দেলোয়ার হোছাইন সাঈদী (রহঃ) স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবীতে বিক্ষোভ সমাবেশ

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি

ভূরুঙ্গামারীতে বসতভিটা দখলের প্রতিবাদে মানববন্ধন

রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ: বাগান থেকে মটর সাইকেল উদ্ধার

সাংবাদিক জগতের নক্ষত্র ছিলেন প্রয়াত সাংবাদিক সাঈদুর রহমান রিমনঃ সিআরএ

কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে

কসবায় বিদেশি মদসহ নারী আটক

লালমাইতে বিয়ে করতে এসে ১৫ লক্ষ টাকা জরিমানা দিলো বর

কুতুবদিয়ায় এনসিপি নেতা হেলালিসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা

লায়ন নুর ইসলামের নির্বাচনী এলাকা নড়াইল ২ এ ভি,পি নূরকে ফুলের শুভেচ্ছা