যৌক্তিক দাম নির্ধারণের দাবি
দাউদকান্দির আলু চাষীরা দাম নিয়ে দুশ্চিন্তায়

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এভার আলু চাষ করা হয়েছে ৩৪৯৭ হেক্টর জমিতে উপজেলার দৌলতপুর ইউনিয়ন, মোহাম্মদ পুর ইউনিয়ন ও মারুকা ইউনিয়নে এসব আলু চাষবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আলুর উৎপাদনের আশানুরূপ ফলন পাওয়া যাবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা। তিনি আশা করছেন এবার ৩৫০০ মেঃ টন আলু উৎপাদন হবে তিনি আরও জানান, এবছর আলু চাষীদের অতিমাত্রায় সার ও কীটনাশক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে ফলে এবার সার ও কীটনাশকের ব্যবহার কমেছে তাই কৃষকের উৎপাদিত ব্যয় কিছুটা কমেছে। অন্য দিকে কৃষক বলছে অন্যান্য বছর থেকে এবার সারের দাম ছিল বেশ চওড়া গত বছর থেকে প্রতি কেজি সারের দাম এগারো টাকা পর্যন্ত বেড়েছে। বীজের দাম, চাষের দাম শ্রমিকের খরচ সবই বেড়েছে।
গত ২০ ফেব্রুয়ারি সকালের সময়ের প্রতিনিধি তথ্য সংগ্রহ করতে গেলে দৌলতপুর গ্রামের কৃষক খুরশিদ মিয়া জানান, তিনি দুই একর জমিতে আলু চাষ করে তিনি হতাশ কারণ জমি চাষ, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ প্রতি শতকে গড়ে দুই হাজার টাকা খরচ হয়েছে। দুই একর জমিতে মোট চার লাখ টাকা খরচ হয়েছে। দুই একর জমিতে আলু উৎপাদন হতে পারে ছয়শত মণ।
দাউদকান্দিতে এখনো আলু তোলার কাজ শুরু হয়নি এটি শুরু হতে আরও সপ্তাহ খানেক সময় লাগতে পারে তখন এই এলাকায় আলুর পকৃত মূল্য জানা যাবে।
বর্তমানে উত্তম বঙ্গে প্রান্তিক পর্যায়ে আলুর বাজার মূল্য চারশো থেকে পাঁচশো টাকা মণ। দেখা যায় পাঁচশো টাকা মণ হলে ছয়শো মণ আলুর দাম পড়ে তিন লাখ টাকা এখানে এক লাখ টাকা কৃষকের লোকসান হতে পারে যদি প্রতি শতকে খরচ পড়ে দুই হাজার টাকা, প্রতি শতকে আলু উৎপাদন হবে তিন মণ, তিন মণ আলু দুই হাজার টাকার নিচে বিক্রি করা হলে কৃষককে লোকসান গুনতে হবে।
আশানুরূপ দাম না পেলে হয়ত অনেকেই আলু কোল্ডস্টোরে রাখবেন সেক্ষেত্রে দাউদকান্দি উপজেলায় পর্যাপ্ত কোল্ডস্টোর রয়েছে এই উপজেলায় আটটি কোল্ডস্টোর রয়েছে এই কোল্ডস্টোর গুলোর কাছে তাদের বাৎসরিক চার্জ সম্পর্কে জানতে চাইলে জানান, বিগত মৌসুমে প্রতি বস্তা আলুর চার্জ ছিলো দুইশো ষাট টাকা সেটি বেড়ে চলতি মৌসুমে তিনশো বিশ টাকা থেকে তিনশো ত্রিশ টাকা হতে পারে।
কৃষকদের দাবি,কৃষক বাঁচলে বাঁচবে দেশ এই চিন্তা থেকে সরকার সবার সাথে আলোচনা করে আলুর যৌক্তিক দাম নির্ধারণ করবেন।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
