ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

আদালতের নির্দেশকে অবমাননা, জমিতে অনধিকার প্রবেশ ফ্ল্যাগের খুঁটি উত্তোলন এবং ভূক্তভোগীর জীবননাশের হুমকি


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ৪:২৬

দিনাজপুরের চিরিরবন্দর ভুষিরবন্দরে আদালত কর্তৃক পৈতৃক জমি বুঝিয়ে পেলেও ভুমিদস্যু প্রতিবেশীর হুমকির কারণে নিজ জমিতে প্রবেশ করতে পারছেন না এক ভুক্তভোগী। এমনকি আদালতের আদেশ ও রায়কে অবমাননা করে ফ্ল্যাগের খুঁটি তুলে ফেলে দেয় ভুমিদস্যুরা। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে জেলার চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর তেতুলিয়া গ্রামে। ২৫ জানুয়ারি আদালত থেকে চুড়ান্ত ডিক্রি প্রাপ্তের পর বিজ্ঞ জেলা জজ আদালতের নাজির, পুলিশসহ স্থানীয়রা ঢাক-ঢোল পিটিয়ে পৈতৃক সূত্রে প্রাপ্ত মোজাহার আলীকে জমি বুঝিয়ে দেয়। এসময় লাল পতাকা সম্বলিত খুটি দিয়ে দখল বুঝিয়ে দেয়। কিন্তু আদালতে মামলায় পরাজিত হওয়া ভুমিদস্যু প্রতিবেশী মৃত আব্দুল লতিফের ৩ ছেলে সাইদুর রহমান, বুলু ও জাকির হোসেন, মৃত আব্দুল হামিদের ৩ ছেলে মহসিন আলী, মাসুদ রানা ও মামনুর রশিদ, মৃত ইসমাইলের ছেলে ইছাহাক, নুরুল হক, আতিয়ার রহমান ও আব্দুর রাজ্জাক জমিতে অবৈধভাবে প্রবেশ করে আদালতের নাজির কর্তৃক পুতে দেয়া খুটি ফেলে দিয়ে জমিটি নিজেদের বলে দাবী করে। জানা গেছে, ১৯৯৩ সালে চিরিরবন্দর সহকারী জজ আদালতে ৩৪/১৯৯৩ করেন মোজাহার আলী দিং। পরবর্তীতে মামলাটি দীর্ঘদিন পরিচালনার পর আদালত মোজাহার আলীর পক্ষে ১৯৯৮ সালের ২৪ জুন প্রাথমিক ডিক্রি প্রদান করেন। পরে ২০১১ সালের ৫ অক্টোবর মোজাহার আলীর পক্ষে চুড়ান্ত ডিক্রি প্রদান করেন। রায়ের বিরুদ্ধে বিবাদী খাজিম উদ্দিন গং উচ্চতর আদালতে ২০১২ সালে আপীল আবেদন করেন। তাদের আপীলটি আদালত শুনানী শেষে ডিসমিস করে দেন। পরে বিবাদীরা আপীলের আবেদন ডিসমিস হওয়ায় রিভিউয়ের আবেদন করেন। সেটিও ডিসমিস করে দেন আদালত। ২০২৪ সালে মোজাহার আলী দিং বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালত, চিরিরবন্দরে ১২/২০২৪ বাটোয়ারা ডিং মোকদ্দমা দায়ের করেন। পরে বিচারক বাদীর পক্ষে সাড়ে ৯৯ শতক জমির বাটোয়ারা ডিক্রি প্রদান করেন। গত ২৫ জানুয়ারী চিরিরবন্দর থানা পুলিশের ১০ সদস্যের টিমের সহায়তায় আদালতের নাজির, জারিকারক, ঢুলি জমিতে গিয়ে ঢাক-ঢোল পিটিয়ে ৩১২ নং খতিয়ানের ৩৮৮৫ নং দাগের ৪৪ শতক, ৩৮৮৬ নং দাগের বসতবাড়ী বাদে বাকী অংশ বাদীর নিকট বুঝিয়ে দেন এবং খুটিতে লাল পতাকা উড়িয়ে সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু বিবাদীরা আদালতের রায় ও আদেশ অমান্য করে জমিতে অবৈধভাবে প্রবেশ করে। এসময় তারা আদালতের দেয়া খুটি ও লাল পতাকা তুলে ফেলে দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, জমিতে আদালতের দেয়া খুটি ও লাল পতাকা তুলে ফেলে দিয়েছে বিবাদীরা। এসময় সাংবাদিক ও বাদীতে দেখতে পেয়ে তারা লাঠি-সোটা নিয়ে তেড়ে আসে। উপস্থিত সাংবাদিকদের সামনেই বিবাদীরা বাদীকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। সরেজমিনে অনেকের সাথে আলাপ করলে তারা জানান, মোজাহার আলী ও তার পরিবারে এই জায়গাটি পৈতৃক সূত্রে প্রাপ্ত ছিলেন। কিন্তু বিবাদীরা দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষমতাবলে জমিগুলো জবর দখল করে রেখেছিলেন। আদালত থেকে জমিগুলো বুঝিয়ে দেয়া হলে তারা আদালতের আদেশ অমান্য করে জমিতে প্রবেশ করে। দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের নাজির জানান, আমরা আদালত থেকে চুড়ান্ত ডিক্রি প্রাপ্তকে জমি বুঝিয়ে দিয়েছি। সেখানে আরও জমি বুঝিয়ে দেয়া বাকি রয়েছে। প্রতিপক্ষরা জমিতে প্রবেশ করেছে। আমরা পুনরায় তাকে জমি বুঝিয়ে দিব। এব্যাপারে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে পরিবারের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। উল্লেখ্য, বুধবার চিরিরবন্দর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে মোজাহার আলী একটি জিডি করেছে। 

এমএসএম / এমএসএম

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার

পটুয়াখালীতে কিন্ডারগার্ডেন স্কুলের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

বেনাপোল বন্দরে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্যে স্থবিরতা

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা

সম্প্রীতি বিনিষ্টকারীদের ছাড় নেই: গোপালগঞ্জে সম্মেলনে ডিসি

পল্লী বিদ্যুতের খুঁটির টানায় শক লেগে ৫ শিশু হাসপাতালে

আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাটহাজারীর কৃষকরা

রৌমারীতে আশ্রয়ণ কেন্দ্রের ঘর সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে

ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না বলেই আন্দোলন মুছতে পারেনি : এটিএম আজহারুল

বোদায় ১৩৫০ টাকার সার ১৮০০ টাকায় বিক্রি, যৌথ বাহিনীর অভিযান

সমাজ উন্নয়নে শিক্ষার বিকল্প নেই : জহুরুল আলম

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ বশির