ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

আ.লীগ নেতার মেয়ের বিয়েতে উপস্থিত কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরিফ


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১:৪৪
চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।এমনি এক ভিডিও ও বেশকিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট হলে রীতিমতো ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
 
বিশ্বস্ত সূত্রে জানা গেছে,গত ৬ ফেব্রুয়ারি কর্ণফুলী উপজেলার সৈন্যারটেক এলাকায় অবস্থিত একটি কনভেনশন হলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম নেতা মোহাম্মদ হোসেন তালুকদারের মেয়ের বিয়ের অনুষ্ঠানে স্বশরীরে দেখা মিলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরিফ'কে।
 
এসময় দেখা যায়,বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে ওসি সেই আওয়ামী লীগ নেতার সঙ্গে হাসি মুখে স্টেজে দাঁড়িয়ে ছবি তুলেন। সম্প্রতি সেই ছবি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
 
বিভিন্ন তথ্য সূত্রে ওঠে এসেছে, আওয়ামী লীগ নেতা হোসেন তালুকদার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে আওয়ামী লীগের হয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে। গত ৪ আগষ্ঠ উপজেলার মইজ্জ্যারটেক চত্বর এলাকায় ছাত্র-জনতার বিরুদ্ধে হোসেন তালুকদার'সহ কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠোর অবস্থান নিয়েছিলেন। এর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
 
বর্তমান প্রেক্ষাপটে ওসির এমন কর্মকাণ্ডে পুরো কর্ণফুলী উপজেলা জুড়ে চলছে নানা মুখী আলোচনা সমালোচনার ঝড়,বেশ কয়েকদিন ধরে চলচে ওসি কাণ্ডে বিতর্ক চলছে। আগস্টে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও আওয়ামী লীগ নেতার সঙ্গে ওসির এমন সখ্যতায় ক্ষোভ দেখা দিয়েছে জনসাধারণের মাঝে।
 
স্থানীয়রাজানান, কর্ণফুলীতে পুলিশের অভিযানে চুনোপুঁটি আটক করে কৃতিত্ব দেখালেও রাঘব বোয়ালদের সঙ্গে রেখেছেন গোপন সম্পর্ক। যার কারণে বড় বড় নেতাদের গ্রেপ্তার না ছোট খাটো কর্মীদের আটক করে নিজেদের কে জাহির করার চেষ্টা করছে বলে দাবি তাদের।
 
বিষয়টি নিয়ে জানতে চাইলে ওসি মুহাম্মদ শরিফ প্রতিবেদক'কে সুনির্দিষ্ট কোন উত্তর না দিয়ে কল কেটে দেন।
 
এবিষয়ে আওয়ামী লীগ নেতা হোসেন তালুকদারের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদক'কে ধমক দিয়ে বলেন,ওসি কি বিয়েতে আসতে পারে না,সাহেব কে আমি দাওয়াত দি নাই আমার কোনো এক আত্মীয় তাকে দাওয়াত দিয়েছে কিন্তু কে দিয়েছে সেটা আমি আপনাদের কে বলতে পারবো না বলে কল কেটে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

দোহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে গরু ছিনতাই, আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

প্রধান উপদেষ্টার রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীল নকশা: ডা. তাহের

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার

আনোয়ারায় শ্রমিক সিন্ডিকেট নিয়ন্ত্রণে যুবলীগ নেতা শাহ জালাল

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রদলের নবগঠিত হল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

‎কুতুবদিয়ায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ সদস্য গ্রেফতার

রায়গঞ্জে বিপিএলের ধাঁচে ফুটবলার নিলাম, গ্রামে উৎসবের আমেজ

মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

শেরপুরে গোয়ালঘরে কয়েলের আগুন ৮টি গরু ও ৪টি ছাগল পুড়ে ছাই

শ্রেণিকক্ষে হাঁটুপানি, ভাড়া করা ঘরে চলছে পাঠদান