ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ২৮-২-২০২৫ বিকাল ৬:৫৩

গাজীপুরের কোনাবাড়ী জরুন এলাকায় শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান স্বরণে শহীদ জিয়া  স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং (সিজন-১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার সময় মহানগরীর কোনাবাড়ী জরুন খেলার মাঠে  ৩-০ গোলে হাতিমারা জুনিয়র ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ। 

জানাযায় জরুন উন্মুক্ত ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত শুক্রবার ২৮ ফেব্রুয়ারী জরুন খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ শাহজাহান পাঠান এর সার্বিক সহযোগিতায় খেলাটি উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন। 

নকআউট পর্বে ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এর মধ্যে হাতিমারা জুনিয়র ফুটবল একাদশ ও ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ ফাইনালে জায়গা করে নেয়। নির্ধারিত সময়ে জমজমাট ফাইনাল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয় ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ। এতে হাজার হাজার ফুটবল প্রেমিদর্শক খেলাটি উপভোগ করেন। 

টানটান উত্তেজনার ফাইনাল খেলায় রিপন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর এম,ডি মোঃ ফারুক হোসেন খান এর সভাপতিত্বে জরুন উন্মুক্ত ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ জাহিদ পাঠান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুজ্জামান (রফিক), সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম (রাজিব), মিয়া মোঃ ফরহাদ হোসেন,সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মাস্টার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ আজিজুর ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি করপোরেশন এর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম (জহির),৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ফজলুল মোল্লা, কোনাবাড়ী পপুলার হসপিটাল এর এম.ডি কাজী মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুর সিটি করপোরেশনের এর ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব,সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন মিয়া,প্রচার সম্পাদক মোঃ পিয়াস চাকলাদার, ৭ নং ওয়ার্ড যুবদল এর সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব খান এ সময় উপস্থিত ছিলেন। 

খেলা পরিচালনা করেন মো.এস এম শামীম ও সহযোগী রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম,সজিব হোসেন বিপু। এছাড়াও চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জরুন উন্মুক্ত ফুটবল একাডেমি পরিচালক মো.মোয়াজ্জেম হোসেন খান।

জরুন উন্মুক্ত ফুটবল একাডেমির সভাপতি মোঃ সেলিম পাঠান বলেন,তরুণ প্রজন্মকে মাদক,ও সামাজিক মোবাইল এর আসক্তি থেকে দুরে রাখতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। তিনি বলেন,খেলাধুলা শারিরীক ও মানষিক মেধার বিকাশ ঘটায় ও মানষিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যতে আরও জাঁক যমক পূর্ণ ফুটবল খেলা ও অন্যান্য খেলার আয়োজন করা হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক