কালভার্টে দেওয়া বাঁধ উন্মুক্ত করতে এলাকাবাসীর বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশন এর ১১নং ওয়ার্ড জায়েরটেক এলাকায় কালভার্টের মুখে বাঁধ দিয়ে মাছের খামার করতেন স্থানীয় আওয়ামিলীগের লোকজন। ওই কালভার্ট উন্মুক্ত করে পানি চলাচল ও পূনরায় কৃষিকাজ করার দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ওই কালভার্টের উপর বিক্ষোভ করে এলাকাবাসী। তারা অতিদ্রুত চাষাবাদে ফিরতে চায় বলে জানান।
এলাকাবাসী বলেন, বিলের মতো এই এলাকায় একসময় ধান চাষ করতেন। বর্ষায় পলিমাটি জমা হওয়ায় ধানে প্রচুর ফলন হতো। পরে জমির মালিকদের ভয় ও প্রলোভন দেখিয়ে মাছের।খামার করার পরিকল্পনা করে এলাকার কয়েকজন আওয়ামিলীগের লোক। তারা তুরাগ নদ হতে পানি প্রবাহিত হওয়া কালভার্টটির মুখে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছের চাষ শুরু করে। জমির মালিকদের টাকা দেওয়ার কথা থাকলেও তা আর দেয়নি। বর্তমানে মামুন খান নামে এক ব্যবসায়ী মাছের খামার করতে বাঁধা দিতে গেলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে।
জয়েরটেক এলাকার তাহাজ উদ্দিন বলেন, আমরা বিলের জমিতে উন্মুক্ত পানি চলাচল চাই। আমাগো খামার ভাড়া চাই না। খামার করা লাগবে না, আমরা ক্ষেতখোলা করতে চাই। আমরা ফসল ফলাতে চাই। দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের মালেক, শিরা, মোজাম্মেলসহ কয়েকজন অত্যাচার ও জুলুম করতো। একপ্রকার জোরপূর্বক আমাদের জমিতে খামার করে মাছ চাষ করতো।
প্রতাবপুর এলাকার হাসেম উদ্দিন বলেন, ভাড়াও দেয় না, এক বছরের কথা বলে কয়েকবছর ভোগ করতাছে কিছু আওয়ামিলীগের লোক। আমার ৩৫ শতাংশ জমি দলিল নিয়ে ঘুরতাছি কিন্তু কাজ হচ্ছে না। আমার মতো ২৫-৩০ জনের জমি দখল করে ভাড়া না দিয়েই মাছ চাষ করছে।
জয়েরটেক এলাকার ইজ্জত মিয়া বলেন, এখানে আমি ধান চাষ করতাম। প্রায় দু'শ মণ ধান পাইতাম। কিছু লোক (আওয়ামিলীগের) প্রলোভন দেখিয়ে এবং কালভার্ট বন্ধ করে পানি চলাচল বন্ধ করে দিয়েছে। এই কালভার্ট বন্ধ করে চাষাবাদ বাধাগ্রস্ত করে। আমরা এলাকাবাসী চাই এই কালভার্ট উন্মুক্ত করা হোক। এতে পানি চলাচল স্বাভাবিক হবে এবং আমরা পুরোদমে ফসল উৎপাদন করতে পারবো।
তবে এবিষয়ে জানতে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম

জুড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

ঘোড়াঘাটে সার ও কীটনাশকের দোকানে চুরি

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে- ফরিদা আখতার

কুড়িগ্রামে গণহত্যা, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ঠাকুরগাঁও

আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে প্রবাসীর গাড়ীতে ডাকাতি, গ্রেফতার- ৫

উলিপুরে ট্রাক্টরচাপায় দুই মোটরসাইকেলের আরোহী নিহত

কালভার্টে দেওয়া বাঁধ উন্মুক্ত করতে এলাকাবাসীর বিক্ষোভ

গোদাগাড়ীতে পদ্মায় গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম চট্টগ্রাম'র ইফতার মাহফিল

কুতুবদিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান: অর্থদণ্ড ৩০০০ টাকা

পাঁচবিবিতে নবাগত ইউএনও রুমানা রিয়াজের যোগদান
