ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কালভার্টে দেওয়া বাঁধ উন্মুক্ত করতে এলাকাবাসীর বিক্ষোভ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৪:৪৩

গাজীপুর সিটি করপোরেশন এর  ১১নং ওয়ার্ড জায়েরটেক এলাকায় কালভার্টের মুখে বাঁধ দিয়ে মাছের খামার করতেন স্থানীয় আওয়ামিলীগের লোকজন। ওই কালভার্ট উন্মুক্ত করে পানি চলাচল ও পূনরায় কৃষিকাজ করার দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। 

রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ওই কালভার্টের উপর বিক্ষোভ করে এলাকাবাসী। তারা অতিদ্রুত চাষাবাদে ফিরতে চায় বলে জানান। 

এলাকাবাসী বলেন, বিলের মতো এই এলাকায় একসময় ধান চাষ করতেন। বর্ষায় পলিমাটি জমা হওয়ায় ধানে প্রচুর ফলন হতো। পরে জমির মালিকদের ভয় ও প্রলোভন দেখিয়ে মাছের।খামার করার পরিকল্পনা করে এলাকার কয়েকজন আওয়ামিলীগের লোক। তারা তুরাগ নদ হতে পানি প্রবাহিত হওয়া কালভার্টটির মুখে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছের চাষ শুরু করে। জমির মালিকদের টাকা দেওয়ার কথা থাকলেও তা আর দেয়নি। বর্তমানে মামুন খান নামে এক ব্যবসায়ী মাছের খামার করতে বাঁধা দিতে গেলে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। 

জয়েরটেক এলাকার তাহাজ উদ্দিন বলেন, আমরা বিলের জমিতে উন্মুক্ত পানি চলাচল চাই। আমাগো খামার ভাড়া চাই না। খামার করা লাগবে না, আমরা ক্ষেতখোলা করতে চাই। আমরা ফসল ফলাতে চাই। দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের মালেক, শিরা, মোজাম্মেলসহ কয়েকজন অত্যাচার ও জুলুম করতো। একপ্রকার জোরপূর্বক আমাদের জমিতে খামার করে মাছ চাষ করতো।  

প্রতাবপুর এলাকার হাসেম উদ্দিন বলেন, ভাড়াও দেয় না, এক বছরের কথা বলে কয়েকবছর ভোগ করতাছে কিছু আওয়ামিলীগের লোক। আমার ৩৫ শতাংশ জমি দলিল নিয়ে ঘুরতাছি কিন্তু কাজ হচ্ছে না। আমার মতো ২৫-৩০ জনের জমি দখল করে ভাড়া না দিয়েই মাছ চাষ করছে।

জয়েরটেক এলাকার ইজ্জত মিয়া বলেন, এখানে আমি ধান চাষ করতাম। প্রায় দু'শ মণ ধান পাইতাম। কিছু লোক (আওয়ামিলীগের) প্রলোভন দেখিয়ে এবং কালভার্ট বন্ধ করে পানি চলাচল বন্ধ করে দিয়েছে। এই কালভার্ট বন্ধ করে চাষাবাদ বাধাগ্রস্ত করে। আমরা এলাকাবাসী চাই এই কালভার্ট উন্মুক্ত করা হোক। এতে পানি চলাচল স্বাভাবিক হবে এবং আমরা পুরোদমে ফসল উৎপাদন করতে পারবো।

তবে এবিষয়ে জানতে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরার মাটি জামায়াতের নয় ধানের শীষের ঘাঁটি

নরসিংদীতে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লেবু ও মাল্টা চাষে স্বপ্ন থেকে সফলতার মুখ দেখছেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী রকিবুল হাসান

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ–লাকসাম আসনে আওয়ামী লীগ অনুপস্থিত, দুই মুখী লড়াই বিএনপি–জামায়াতে

সাভারে ইটভাটা শ্রমিক‌দের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নগরকান্দায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সুদমুক্ত ঋন বিতরণ

চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান

ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল

মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা