কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার, ডনের স্বীকারোক্তি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর ইউনিয়নের আলোচিত পূর্ণিমা রেলী (১০) হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি উজ্জ্বল বাউরী ডন (২৩) ও অপর আসামি দিবস রেংগেটকে সাথে নিয়ে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে পূর্ণিমা রেলীকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে দুজন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতারকৃত উজ্জ্বল বাউরী ডনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলে মৃতদেহের ২০ ফুট দূরে চা গাছের ঝোপের মধ্যে লুকানো অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা (শুকনো রক্ত) এবং আসামি ডনের বাড়ির পেছনে মাটির নিচ থেকে সাইকেলের প্যাডেল (যার একটি ভাঙ্গা অংশ মৃত দেহের পাশ থেকে পূর্বে জব্দ করা হয়েছে) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শমশেরনগর চা বাগানের ৬ নম্বর টিলা থেকে চা শ্রমিক কন্যা পূর্ণিমা রেলী (১০) এর লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থল থেকে জব্দ করা ৩ জোড়া স্যান্ডেল, একটি সাইকেলের প্যাডেল, পুরাতন একটি গামছার সূত্র ধরে গত ২২ ফেব্রুয়ারি রাতে ঘটনার সাথে জড়িত দিবস রেংগেট (১৯) ও ২৩ ফেব্রুয়ারি ভোররাতে উজ্জ্বল বাউরি প্রকাশ ডন (২৩) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পরে তাদের মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হলে আসামি দিবস রেংগেট ধর্ষণ করতে ব্যর্থ হয়ে এবং ঘটনা ধামাচাপা দিতে পূর্ণিমা রেলীকে গলা কেটে ও হাতের কব্জি কেটে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এমএসএম / এমএসএম

টেকনাফে আপত্তি জানিয়ে মুছে ফেলা হলো ‘জেন্ডার সমতা’ গ্রাফিটি

চৌগাছায় এক মাদকে বিক্রেতাকে ভ্রাম্যমান আদালতের জেল জরিমানা

চৌগাছায় থানা পুলিশ চুরি যাওয়া ৪টি গরু উদ্ধারের

চিলমারীর চরে স্বপ্ন বুনছেন হাজারও ভূমিহীন কৃষক

সাবেক এমপির ঘনিষ্ঠদের দখলে হাতিয়ার তমরদ্দি ঘাট

কুলাউড়ায় ফুটপাত দখলমুক্তের চেষ্টা ব্যর্থ, ভোগান্তি অব্যাহত

পঞ্চগড়ে প্রশিক্ষনে না থেকেও ভাতা নেওয়ার অভিযোগ শিক্ষা অফিসারের বিরুদ্ধে

কুড়িগ্রামে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া মাহফিল

কেশবপুরে আআগরহাটি ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৯ শিক্ষক ও ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার।

কাউনিয়া হারাগাছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শিল্পপতি ভরসা পরিবারের ইফতার মাহফিল
