ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সোনারগাঁওয়ে খাল থেকে বালু সরিয়ে নিল কোম্পানি কর্তৃপক্ষ


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ৮-৯-২০২১ বিকাল ৫:৯

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বস্তল এলাকায় একটি কোম্পানি সরকারি খাল বালু দিয়ে দখলের ৫ দিন পর পুনরায় খাল থেকে বালু সরিয়ে নিয়েছে। ছোট তিনটি ড্রেজারের মাধ্যমে দখল হওয়া খাল থেকে বালু সরিয়ে নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ফলে খালটি দখলমুক্ত হয়। খালের স্বাভাবিক পানির স্রোতধারা ফিরে আসায় খুশি এলাকাবাসী।

সরকারি খাল দখলের বিষয়ে গত ৩ সেপ্টেম্বর দৈনিক সকালের সময় পত্রিকার ‘সোনারগাঁওয়ে সরকারি খাল দখল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর গত ৬ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন মিলন দখল হওয়া খাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ওই কোম্পানিকে খাল থেকে বালু সরিয়ে নেয়ার নির্দেশ দেন। ওই দিন থেকেই কোম্পানি তাদের পার্শ্ববর্তী খাল থেকে ফেলা বালু সরিয়ে নেয়ার কাজ শুরু করে।

এলাকাবাসী জানান, উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় নির্মাণাধীন এ্যাম্পায়ার স্টিল মিল নামের কোম্পানি তাদের পার্শ্ববর্তী সরকারি খাল বালু ফেলে দখল করে নেয়। পরবর্তীতে দৈনিক সকালের সময় পত্রিকায় খবর প্রকাশের পর পরিবেশ অধিদপ্তরের লোকজন এসে তাদের ফেলা বালু সরিয়ে নিতে নির্দেশ দেন। গত ৩ দিন তিনটি ড্রেজার বসিয়ে খাল থেকে ফেলা বালু অপসারণ করে নেয়। এতে ওই খালের স্বাভাবিক পানির গতি ফিরে এসেছে। ফলে স্থানীয় কৃষক ও এলাকাবাসীর সমস্যার উত্তরণ ঘটল। 

এলাকাবাসী আরো জানান, সোনারগাঁওয়ে গড়ে ওঠা প্রায় ৮০ ভাগ কোম্পানি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে পার্শ্ববর্তী খাল দখল করে নিয়ে এলাকার লোকজনকে দুর্ভোগে ফেলে। খাল দখলের ফলে পানি নিষ্কাশন করতে না পারায় অনেক স্থানে দীর্ঘ সময় জলাবদ্ধতা দেখা দেয়। এ্যাম্পায়ার স্টিল মিল তাদের পার্শ্ববর্তী খাল থেকে ফেলা বালু সরিয়ে নিয়ে স্থানীয় কৃষক ও এলাকাবাসীকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করে উপকৃত করেছে। 

সোনারগাঁও পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন জানান, কোম্পানিগুলো সরকারি খাল দখল করে নেয়ার কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে। এ্যাম্পায়ার স্টিল মিল খাল থেকে বালু সরিয়ে নেয়ায় খালের স্রোতধারা ফিরে এসেছে। এমন করে সকল কোম্পানির কাছ থেকে দখল হওয়া খালগুলো উদ্ধার করতে হবে। 

এ্যাম্পায়ার স্টিল মিলের তত্ত্বাবধায়ক গোলজার হোসেন প্রধান বলেন, কোম্পানিতে বালু ভরাটের সময় কিছু বালু খালে গিয়ে পড়েছে। বালু সরিয়ে খালটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। 

পরিবেশ অধিদপ্তরের নারায়নগঞ্জের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন মিলন জানান, খাল দখলের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কোম্পানিকে খাল থেকে বালু অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। আশা করি প্রতিটি কোম্পানি এ্যাম্পায়ার স্টিল মিলের মতোই দখল করা খাল থেকে মাটি সরিয়ে স্বাভাবিক অস্থায় ফিরিয়ে দেবে।

এমএসএম / জামান

ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত

বালাগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

বরিশাল ৩নং আসনে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান

বাঁশখালীর সেই ভেঙে পড়া কালভার্ট নিজস্ব অর্থায়নে মেরামত করে দিলেন গণ্ডামারা ইউপি চেয়ারম্যান

কাউনিয়ায় আমন মৌসুমের ধান ও চাল ক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু

রাজশাহী-১ আসনে ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে অধ্যাপক ড. আব্দুর রহমান মুহসেনী

ফ্যাসিস্ট,চাঁদাবাজ,জুলুমবাজদের আর ছাড় দেয়া হবেনাঃ ডাকসু ভিপি সাদিক কায়েম

আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী

হাটহাজারীতে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নড়াইলে সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই আমির হোসেন ও এএসআই রুহুল আমিন

পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য ‘উচ্চ শিক্ষায় মানসিক চাপ নিয়ন্ত্রণ কৌশল’ শীর্ষক কর্মসূচি ও রিসার্চ মেথোডলোজি বিষয়ে প্রশিক্ষণ

ধামইরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে উদ্বোধনী প্রদর্শনী মেলায় দুম্বা প্রদর্শন

হোসেনপুরে গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে নবাগত ডিসি মোহাম্মদ আসলাম মোল্লার মতবিনিময়