আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যবসায়ী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এতে সশস্ত্র ডাকাত দল নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।এসময় ডাকাতদের মাররধরে আহত হয়েছে ০৮ জন।
শুক্রবার (০৫) এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের রঞ্জিত ডাক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিজয় দত্ত (৪২),জুয়েল দত্ত (৪৮),নিতাই দত্ত (৫৬),টিটু দত্ত (৩২), উত্তম দত্ত (২৪),দেবশ্রী (১৪)। এতে নিতাই দত্ত ছুরিকাঘাত টিটু দত্তকে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে।
ডাকাতরা ০৩টি মোবাইল সেট, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ব্যাংকের চেক নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়,শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের রঞ্জিত ডাক্তারের বাড়ীর ব্যবসায়ী জুয়েল দত্তের বাড়িতে ১৫/১৬ জনের একটি ডাকাতদল প্রবেশ করে মই বেয়ে ঘরের ছাদে উঠে সিড়িঁ বেয়ে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে জুয়েল দত্ত ও বিজয় দত্তকে রশি দিয়ে বেঁধে ফেলে।এসময় তাদেরকে বেড়ধক মারধর করে টাকা পয়সা,স্বর্ণালংকার কোথায় জানতে চাইলে পরে আলমারি খুলে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নেয়।এসময় জুয়েল দত্তের নবম শ্রেণির ছাত্রী দেবশ্রী বাইরের লোকজনকে ঘরে ঢুকার জন্য দরজা খুলে দিতে গেলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়।এসময় তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল চলে যাওয়ার সময় পেছন থেকে ধরতে চাইলে জুয়েল দত্তের চাচা নিতাই দত্তকে ছুরিকাঘাত ও চাচাতো ভাই টিটু দত্তকে গুলি করে পালিয়ে যায়।
আহত কাপড় ব্যবসায়ী বিজয় দত্ত বলেন,রাত আড়াইটার দিকে ছাদের সিড়িঁ বেয়ে ১৫-১৬ জন ডাকাত দল ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আমাকে,আমার ভাইকে মাথায় আঘাত,আমার চাচাতো ভাইকে গুলি ও চাচাকে ছুরিওকাঘাত করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনির হোসেন বলেন,ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছি। ঘটনাটি কোনো শত্রুতামূলক নাকি প্রকৃতই ডাকাতির ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম

ধামইরহাটে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজয়নগরে আসামী গ্রেফতার করায় অতর্কিত হামলায় এএসআই শেখ সাদী আহত

টেকনাফে মাদক সাম্রাজ্য: কাদের নিয়ন্ত্রণে ভয়ংকর চোরাচালান চক্র

হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান

রাণীনগরের সেই শিক্ষক আনোয়ারকে সাময়িক বরখাস্ত

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

টাঙ্গাইলে ৩৩১২ প্রার্থী থেকে যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৫০ জনের পুলিশে চাকরি

উত্তরবঙ্গ সেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন

নতুন শপথের মাধ্যমে বরগুনায় বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শ্রীনগরে রেলওয়ে আন্ডারপাস থেকে নারীর কাটা লাশ উদ্ধার

হাটহাজারীতে জশনে জুলুছ উদযাপিত

গলাচিপায় প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
