আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি ব্যবসায়ীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক ব্যবসায়ী পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।এতে সশস্ত্র ডাকাত দল নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।এসময় ডাকাতদের মাররধরে আহত হয়েছে ০৮ জন।
শুক্রবার (০৫) এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামের রঞ্জিত ডাক্তারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিজয় দত্ত (৪২),জুয়েল দত্ত (৪৮),নিতাই দত্ত (৫৬),টিটু দত্ত (৩২), উত্তম দত্ত (২৪),দেবশ্রী (১৪)। এতে নিতাই দত্ত ছুরিকাঘাত টিটু দত্তকে গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে।
ডাকাতরা ০৩টি মোবাইল সেট, নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণ, ব্যাংকের চেক নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়,শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের রঞ্জিত ডাক্তারের বাড়ীর ব্যবসায়ী জুয়েল দত্তের বাড়িতে ১৫/১৬ জনের একটি ডাকাতদল প্রবেশ করে মই বেয়ে ঘরের ছাদে উঠে সিড়িঁ বেয়ে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে জুয়েল দত্ত ও বিজয় দত্তকে রশি দিয়ে বেঁধে ফেলে।এসময় তাদেরকে বেড়ধক মারধর করে টাকা পয়সা,স্বর্ণালংকার কোথায় জানতে চাইলে পরে আলমারি খুলে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নেয়।এসময় জুয়েল দত্তের নবম শ্রেণির ছাত্রী দেবশ্রী বাইরের লোকজনকে ঘরে ঢুকার জন্য দরজা খুলে দিতে গেলে তাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়।এসময় তাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল চলে যাওয়ার সময় পেছন থেকে ধরতে চাইলে জুয়েল দত্তের চাচা নিতাই দত্তকে ছুরিকাঘাত ও চাচাতো ভাই টিটু দত্তকে গুলি করে পালিয়ে যায়।
আহত কাপড় ব্যবসায়ী বিজয় দত্ত বলেন,রাত আড়াইটার দিকে ছাদের সিড়িঁ বেয়ে ১৫-১৬ জন ডাকাত দল ঢুকে সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আমাকে,আমার ভাইকে মাথায় আঘাত,আমার চাচাতো ভাইকে গুলি ও চাচাকে ছুরিওকাঘাত করে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনির হোসেন বলেন,ডাকাতির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছি। ঘটনাটি কোনো শত্রুতামূলক নাকি প্রকৃতই ডাকাতির ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এমএসএম / এমএসএম
মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ব্যঙ্গ করে সভাপতির স্ট্যাটাস, এলাকায় উত্তেজনা
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার
রাণীশংকৈলে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ এ্যাডমিশন ফেয়ার এর উদ্বোধন
পাঁচ কোটির ঊর্ধ্বে তরুণ ভোটার ধানের শীষে ভোট দেবে: নিতাই রায় চৌধুরী
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ
সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ
নিজের অহমিকা বিসর্জন দেয়াই শ্যামাপূজার মূলশিক্ষা:রণী
পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন খন্দকার রুহুল আমিন
ডাকাতিয়ার পাড়ে অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের ৩০ একর জমি
মোহনগঞ্জে দাড়ি নিয়ে কটাক্ষের অভিযোগ তুলে হিন্দু যুবককে জুতার মালা পরিয়ে নির্যাতন
ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলা বাড়ি-ঘর ভাঙচুর