এএনএফএল প্রপ্রার্টিজের বিরুদ্ধে ৪ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধিন এএনএফএল প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে ৪ কোটি ৫ লাখ ৩৬ হাজার ১০৫ টাকা কর ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। উক্ত করের বকেয়া কেটে নিতে দুটি ব্যাংককে চিঠি দিয়েছে চট্টগ্রাম কর অঞ্চল-২।
২০২৪ সালের ১৩ জুন প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে ধার্য করা বকেয়া কর পরিশোধ করার নির্দেশনা প্রদান করার পরও কর পরিশোধ না করায় গত ২৫ মার্চ প্রতিষ্ঠানটির ব্যাংক হিসেব থাকা দুটি ব্যাংককে এই চিঠি প্রদান করা হয়। চিঠিতে প্রতিষ্ঠানটির হিসেব থেকে বকেয়া করের টাকা কেটে কর অঞ্চলকে প্রদান করার নির্দেশনা প্রদান করা হয়। কর অঞ্চল-২ চট্টগ্রামের উপ কর কমিশনার মো. নাজমুল হুদা স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চাঁন্দগাও শাখার ব্যবস্থাপক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপককে দেয়া দুটি চিঠিতে উল্লেখ করা হয়, টিআইএন-৮৪০৪৩২৩৬৬২৯৯ এর বকেয়া আয়কর বাবদ ৪ কোটি ৫ লাখ ৩৬ হাজার ১০৫ টাকা এখনও পরিশোধ করা হয় নি। তাই উপ কর কমিশনার নাজমুল হুদা ২০২৩ সালের আয়কর আইনের ২২১ ধারা আইন মতে অবিলম্বে উক্ত খেলাপকারীকে প্রতিষ্ঠানের নামে এবং ব্যক্তির নামে ব্যাংক হিসাব থেকে কেটে নেয়ার নির্দেশ দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এই নোটিশ প্রতিপালনার্থে কোনো অর্থ প্রদান উক্ত খেলাপকারী করদাতার কর্তৃত্বাধীন করা হয়েছে বলে গণ্য হবে এবং টাকা প্রাপ্তির পর প্রতিষ্ঠানের দেওয়া রশিদে যে পরিমাণ টাকার উল্লেখ থাকবে তার নিকট আপনার দায় সেই পরিমাণ যথাযথভাবে শোধ হয়ে যাবে। যদি আমার এই নোটিশ প্রাপ্তির পরও আপনি উক্ত খেলাপকারীকে আপনার কোন দায় পরিশোধ করেন তাহলে আপনার পরিশোধকৃত দায়ের পরিমাণ অথবা উক্ত খেলাপকারীর আয়কর ও জরিমানা বাবদ দায়ের পরিমাণ এই দুয়ের মধ্যে যেটি কম সেই পরিমাণ আপনি আমার নিকট ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হবেন। এএনএফএল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রী এবং দলীয় প্রভাব খাটিয়ে কোটি কোটির সরকারী সুবিধা নিয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও গণহত্যায় উক্ত প্রতিষ্ঠানের মালিক আহসানুল করিম আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের অর্থের যোগান দেয়ার অভিযোগ রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের চান্দগাঁও আবাসিক কোম্পানির অফিসে ছাত্রলীগ যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে গণহত্যার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। নগরীর বিভিন্ন থানায় আহসানুল করিমের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। গত ৫ আগস্টেও পর আহসানুল করিম আত্মগোপনে চলে গেছে।
কর অঞ্চল-২ চট্টগ্রামের উপ কর কমিশনার মো. নাজমুল হুদা জানিয়েছেন যদি কোন ব্যক্তির ব্যাংক হিসাবে টাকা থেকে থাকে এবং ইচ্ছেকৃতভাবে কর ফাঁকি দিয়ে থাকেন অথবা পালাতক হয়ে থাকেন ব্যাংক থেকে করের টাকা কেটে নেয়ার আইনগত বিধান রয়েছে। আমরা বিধি মোতাবেক ব্যাংকগুলোবে করের টাকা কেটে নেয়ার জন্য লিখিতভাবে জানিয়েছি এবং আমাদের কাছে রশিদ পাঠানোর বিষয়টিও জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে এএনএফএল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিম গত ৫ আসস্টের পর থেকে আত্মগোপনে রয়েছে এবং তার ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তার মোবাইল বন্ধ রয়েছে।
এমএসএম / এমএসএম
বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল
দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ
গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল
হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত
ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা
শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার
ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা
বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন