খোকসায় আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি অভিযোগের তীর ওসির দিকে

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা এই উপজেলাটি আয়তনে ছোট হলেও এর উত্তর পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা পদ্মা নদী এবং খোকসার প্রাণকেন্দ্র জানিপুর বাজারের পাশ দিয়ে বয়ে গেছে গড়াই নদী। এই উপজেলাটি চার জেলার সীমান্তবর্তী অঞ্চল হিসেবে পরিচিত। কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী খোকসা উপজেলা পাশেই আবার ঝিনাইদহ ও রাজবাড়ী জেলা, উত্তরে আবার পাবনার দুর্গম পদ্মা নদীর চর। এই উপজেলাটি আয়তনের ছোট এবং চার জেলার সীমান্তবর্তী এলাকা হওয়াতে এখানে অপরাধমূলক কর্মকাণ্ড মাঝে মাঝেই সংঘটিত হয়। এক সময় এই উপজেলাটি চরমপন্থীদের অভয় অরণ্য হিসেবে পরিচিত ছিল কিন্তু কালের বিবর্তনে তা আজ রূপকথার মত মনে হলেও পুরনো সেই আগুনে ঘি ঢেলে দেওয়ার মত পরিবেশ সৃষ্টি হয়েছে গত বছরের ৫ ই আগস্ট এর পর থেকে।
গত বছরের ৫ ই আগস্টে সরকার পরিবর্তনের পর থেকেই খোকসা উপজেলায় দেখা যাচ্ছেন আইন-শৃঙ্খলার ব্যাপক অবনতি। খোকসার প্রতিটা ইউনিয়নে লেগেই আছে মারামারি সংঘাত, অস্ত্র বাজি চাঁদাবাজি। প্রশাসনের নাকের ডোগাতেই চলছে রমরমা মাদক ব্যবসা। সন্ধ্যার পর থেকেই মাদকের স্পটগুলোতে শুরু হয় রমরমা মাদক বিক্রি। খোকসার যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তবুও খোকসা থানার পুলিশ প্রশাসন নীরব ভূমিকায়।
অনুসন্ধানে উঠে এসেছে খোকসা উপজেলার মাদকের স্পটগুলোর মধ্যে অন্যতম খোকসা উপজেলা পরিষদের পেছনে পুকুরপাড়, খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর পুকুরপাড়, খোকসা কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ ও শ্মশান প্রাঙ্গণ, শোমসষপুর রেল স্টেশন, ওসমান পুর ইউনিয়নের খানপুর, গনেশপুর, শিমুলিয়া ইউনিয়নের মালিকগ্রাম, মানিককাট, শিমুলিয়া বাজার সহ একতারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম গুলোতে নিয়মিতই বসতে থাকে মাদকের হাট। এরা প্রশাসনের নাকের ডগায় বসে কিভাবে ব্যবসা করে প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ।
খোকসায় মাদকের গডফাদারদের মধ্যে অন্যতম কয়েকজন ব্যবসায়িকের নাম উঠে এসেছে, একতারপুর গ্রামের দুলাল, একই গ্রামের শাহীন, কমলাপুর গ্রামের আমির আলী, আমবাড়িয়া ইউনিয়নের উজ্জ্বল দাস, গোপগ্রামের রেজাউল ও দেলোয়ার, একই গ্রামের আব্দুল্লাহ,দবির এবং আশরাফুল, ওসমানপুর ইউনিয়নের আলাল ও দুলাল সহ অনেকেই আছে যাদের সবার নামে একাধিক মাদক মামলা চলমান এবং অনেকের মামলা ইতিমধ্যে খারিজ হয়েছে।
নাম প্রকাশে না শর্তে এক মাদক ব্যবসায়ী বলেন, থানা কে ম্যানেজ করে ব্যবসা করতে হয়। কারণ পুলিশ যদি মনে করে এক ঘণ্টার মধ্যে খোকসায় যত মাদক ব্যবসায়ী আছে সবাইকে গ্রেপ্তার করতে পারেন।
খোকসা উপজেলার বর্তমান চিত্রের সঙ্গে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মাইনুল ইসলামের বক্তব্যের সঙ্গে সরজমিনে কোন মিল খুঁজে পাওয়া যায়নি। গত ৭ এপ্রিল দৈনিক সকালের সময় পত্রিকায় "খোকসা থানায় গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ" এমন শিরোনামে একটি নিউজ হয়। এরপর নিজেকে দায়িত্ববান ও সৎ কর্মকর্তা প্রমাণে কুষ্টিয়ার স্থানীয় একটি পত্রিকায় তিনি নিউজ করায় যার শিরোনাম ছিল "মাদক,সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করতে চাই খোকসা থানা ওসি " এমন শিরোনামে যে কারোরই চোখ আটকাতে পারে কিন্তু বাস্তবে সম্পূর্ণ তার উল্টোটা এমনটি অভিযোগ করেছে কয়েকজন ভুক্তভোগী।
খোকসার আইন-শৃঙ্খলার বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার শেখ মোঃ মাইনুল ইসলামের কাছে মোবাইল ফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি বলেন, দেশের এই অস্থির শীল পরিবেশে পুলিশের মনোবল ভেঙে পড়েছে যা ঠিক হতে একটু টাইম লাগবে। তবুও খোকসার আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। খোকসার মাদককে স্পার্টগুলোতে অভিযান দিলে তাদের ধরা সম্ভব হয় না কারণ তারা পালিয়ে যায়। তবুও তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের চেষ্টা চলমান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মইনুল ইসলাম এর এমন দায়সাড়া উত্তরের একপর্যায়ে জানতে চাই গত মে মাসে কয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং কোন মাদকবিরোধী অভিযান হয়েছে কিনা বা মাদক উদ্ধার হয়েছে কিনা। এ প্রশ্নে ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ মঈনুল ইসলাম বলেন, অবশ্য কয়জনকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং কোন অভিযানে মাদক উদ্ধার হয়েছে কিনা আমার মনে নেই তবে দেখে বলতে পারব।
এমএসএম / এমএসএম

মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যান আয়ুব আলী সরকারের মৃত্যু: শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান জুয়েল আহমেদ গ্রেফতার

কমলগঞ্জে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

সিংড়ায় মসজিদের নামে জোড়পূর্বক একটি পৈতৃক জমি দখলের অভিযোগ

পাইকগাছায় কালিনগর কলেজের নব নির্বাচিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও সার বিতরণ

চীনের অর্থায়নে হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবীতে গণজমায়েত

কুষ্টিয়ায় যাত্রীবাহী ট্রেনে মিললো ৪ কোটি টাকার এলএসডি ও জুয়েলারি

কাপ্তাই সড়কে টায়ার জ্বালিয়ে ব্লকেট কর্মসূচি পালন বিএসপিআই শিক্ষার্থীদের

সাতক্ষীরা ভোমরা সীমান্তে ভারতীয় শাড়ী জব্দ

বকশীগঞ্জে পাট চাষিদের মাঝে বিনামূল্যে উন্নতমানের পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ
