পরিকল্পনামন্ত্রীর আগমনে লাখো মানুষের ঢল
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের মতো সুনামগঞ্জের মানুষজনকে ভাল বাসেন এ জেলার মানুষ ভালো থাকলে শেখ হাসিনা ভাল থাকেন বললেন পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান আলহাজ এম এ মান্নান। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাখিমাড়া হাওরে পরিকল্পনা মন্ত্রীর উপস্থিতে বৃহস্প্রতিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ২২টি প্রতিযোগিতার নৌকা ও লাখো মানুষ অংশগ্রহণ করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে দেখতে পাখিমারা হাওরের দু’পাড়ে লাখো মানুষের পদচারনায় মুখরিত ছিল সারাদিন।
সকাল থেকে পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসীর আয়োজনে পাখিমারা হাওরে ভাসমান নৌকায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। ভাসমান নৌকায় আয়োজন করা হয় প্রতিযোগিতার কার্যক্রমের অনুষ্ঠান। নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ নুরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আল ইমরান (রহুল ইসলাম) অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী সায়েম,উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ,উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুজ্জান, মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসাইন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আকমল হোসেন,সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু,শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন, শিমুলবাঁক ইউ/পি চেয়ারম্যান মো. মিজানুর রহমান জিতু ,পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট দেবাংশু শেখর দাস , জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূর্ববীরগাওঁ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী রাইজুল ইসলাম এবং সঞ্চালনা করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন। নৌকাবাইচ প্রতিযোগিতায় দুই ধরনের নৌকা বাইচ খেলায় দুটি নৌকা প্রথম স্থান অধিকারী করে । বিজয়ীরা হলেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির উদ্দীনের সান্দাউক নৌকা ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের গাছ নৌকা প্রথম স্থান অধিকার করে। পরে বিজয়ী দলের হাতে দুটি সোনার নৌকা ও সোনার বৈঠা তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এ সময় পরিকল্পনামন্ত্রী আলহাজ এম এ মান্নান এমপি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অজপাড়া গায়ে জন্মগ্রহন করেছিলেন বলেই তিনি সব সময় গ্রাম ও গ্রামের মানুষজনকে ভালবাসতেন। আজ তিনি নেই তাকে ১৯৭৫ সালেই ১৫ই আগষ্ট স্বাধীনতা বিরোধী ও কিছু বিপদগামি সেনা অফিসাররা ক্ষমতার লোভে তাকে স্বপরিবারে হত্যা করেছিল। তার শত জন্মবার্ষিকীতে জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশে^ উন্নত দেশে পরিণত হয়েছে। আজ গ্রামকে শহরে পরিণত করার লক্ষ্যে শেখ হাসিনা গ্রামবাংলার প্রাচীনতম ঐহিত্য নৌকা বাইচ মানুষের বিনোদনের জন্য উন্মোক্ত করে দিয়েছে। তিনি এই নৌকা বাইচে লাখো মানুষের উপস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি এই মুজিববর্ষে সবাইকে শেখ হাসিনার সরকারের পাশে থেকে উন্নয়নের সুফলে অংশিদারীত্বের আহবান ও জানান।
জামান / জামান