ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ওসমান গনির হাতে দখলকৃত সড়ক জনপথের সম্পত্তি উদ্ধারের বাধা কোথায়?


এম এস রহমান  photo এম এস রহমান
প্রকাশিত: ২৪-৪-২০২৫ বিকাল ৫:৩১

বাংলাদেশ সড়ক জনপথ  মানিকগঞ্জ সড়ক বিভাগ এর তিন একর সম্পত্তি দখল করে রাম রাজত্ব কায়েম করছেন ওসমান গনি।সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে সরকারের সম্পত্তি ভোগ করছেন এই ওসমান গনি।

বিগত ১৩ বছর যাবত মানিকগঞ্জ সড়ক জনপথ শাখার নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে চক্রবর্তী এলাকায় ময়লার বাগার তুলে পাহাড় তৈরি করেছেন ওসমান গনি  এতে করে দূষিত হচ্ছে আশেপাশের এলাকা এমনকি পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে দিনদিন। সকাল থেকে রাত পর্যন্ত আগুন জ্বালিয়ে ধোয়ায় আচ্ছন্ন রেখেছে এলাকার চতুর্পাশ। রাস্তায় চলাচল রত যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্গন্ধ এবং দুর্বক। এক চুলও টনক নড়ছে না প্রশাসনের এ যেন তার হাতেই জিম্মি সবাই ।

আশুলিয়া ,নবীনগর ,বাইপেল ,জিরানি ,কাশিমপুর, ভবানীপুর , পানিসাইল,অত্র এলাকার  যৌথ করে বর্জ নিয়ে এসে   তৈরি করছেন পাহাড়।  প্রতিবেশী এবং পথচারীদের অতিষ্ঠ করে তুলছেন দিনদিন তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে সেখানেই তার প্রতিঘাত পেতে হয়। 

ওসমান গনি এ যেন সর্ব ক্ষমতার অধিকারী তার ভাষ্যমতে পাওয়া যায় ।এক কথায় প্রকাশ করে সে প্রশাসন ক্ষমতায় তিন বছর আমি ওসমান গনি আজীবন থাকবো কেউ আমার ---ছিঁড়তে পারবে না।ঠিক এমনটাই দেখা যাচ্ছে গাজীপুর জেলার প্রশাসন থেকে সড়ক বিভাগের প্রশাসন পর্যন্ত চোখ বন্ধ করে রেখেছে ।কোন কিছুতেই কিছু হচ্ছে না তার এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে অত্যাচারে।

দিন দিন তার ব্যবহার হিংস্র হয়ে যাচ্ছে কাউকে তোয়াক্কা করছেন না এমনকি প্রশাসনের গুটি কয়েকজনকে তার হাতের মুঠোয় রেখে দলীয় কিছু লোকের ক্ষমতায় তার রাম রাজত্ব কায়েম করে যাচ্ছেন এর দুর্ভোগ হচ্ছে জনসাধারণের এবং গাজীপুর সিটি কর্পোরেশন হারাচ্ছে একটি বড় রাজস্ব। টেন্ডার দেওয়া বর্জ নিষ্কাশনের ব্যবস্থা গুলো দিন দিন দুর্বল হয়ে পড়ছে।  ময়লা আবর্জনা ফেলা হচ্ছে যেখানে সেখানে।র‍্যাংস ভবনের মতন ভবন ভেঙে যদি সড়ক ভবন তাদের সম্পত্তি উদ্ধার করতে পারে তাহলে ওসমান গনির হাতে দখলকৃত সড়ক জনপদের সম্পত্তি উদ্ধারের বাধা কোথায়? 

এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক জনপথে যোগাযোগ করতে গেলে সেখানে কর্তব্যরত নির্বাহী প্রকৌশলী মো:শাহরিয়ার আলমের সাক্ষাৎ মেলেনি তাকে কয়েক বার মুঠোফোনে ফোন দিলে ও তিনি ফোন রিসিভ করেননি। যোগাযোগ করার চেষ্টা ব্যর্থ হয়েছেন গনমাধ্যম ।অফিসে গুটি কয়েকজন অফিসার তাদের কার্যক্রম ধারাবাহিকতায় রেখেছে। এমনটাই দেখা যায় মানিকগঞ্জ সড়ক বিভাগের অফিসের পরিবেশ।

এমএসএম / এমএসএম

আজ থেকে ডিএনসিসি'র পরিচালনায় নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম

কেরানীগঞ্জের কলাতিয়ায় মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান: দাউদ শিকদার

ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে

রাজউকের মোবাইল কোর্ট: ১০ লাখ টাকা জরিমানা, ১৩ মিটার জব্দ

ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন

সফিপুরে ভুয়া ডাক্তারের প্রতারণা: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

বাদলেস চট্টগ্রাম ভুয়া কমিটি গঠনে কেন্দ্রীয় কমিটির তীব্র প্রতিবাদ জ্ঞাপন

তানভীর আহমেদ রবিন: ভবিষ্যৎ বাংলাদেশ গড়ায় এক যোগ্য উত্তরসূরি

চাঁদার দাবিতে কর্তৃপক্ষকে না পেয়ে শ্রমিকদেরকে মারধরের অভিযোগ

আকিজ রেডিমিক্স কনক্রিট শ্রমিকদের বেতন ও টিপ ভাতা বৃদ্ধির দাবিতে বন্ধন

২ দিনের রিমান্ডে ই- অরেঞ্জ' র সিইও আমান উল্লাহ চৌধুরী

উত্তরা ৩ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নির্বাচনে ড. নুর ও মাহবুব প্যানেলের নিরঙ্কুশ জয়

জিয়া পরিষদ জীবন বীমা কর্পোরেশেনের কমিটি গঠন নিয়ে সমালোচনা, বিলুপ্তির দাবি