কোনাবাড়ীতে দুই পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অবস্থিত এম এম ও মামুন নীটওয়্যার লিমিলেড কারখানা শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টার সময় কারখানার গেটে এসে শ্রমিকরা অনির্দিষ্ট কালের বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। এনিয়ে শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ১৩ (১) ধারা মোতাবেক সহ:ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) স্বাক্ষরিত কারখানা বন্ধের নোটিশে উল্লেখ করা হয় এম এম ও মামুন নীটওয়্যার লিমিটেড এ কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল ৮ টার সময় কারখানা চালু হলে গার্মেন্টস ডিভিশন,ক্রীন প্রিন্টিং ও এমব্রয়ডারি ডিভিশনের শ্রমিকগন কারখানায় প্রবেশ করে তাদের কাজের প্রতি ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা প্রকাশ করে অবৈধভাবে কাজ বন্ধ করে এবং উচ্ছৃংখলতা করে। কারখানা কর্তৃপক্ষ উক্ত ডিভিশনের শ্রমিকগনকে তাদের কাজ শুরু করার জন্য বারবার অনুরোধ করা সত্বেও তারা কোন যৌক্তিক কারণ ছাড়া কারখানাতে উপস্থিত হয়েও কাজ করা থেকে বিরত থাকে।
গার্মেন্টস ডিভিশনের শ্রমিকগন কারখানার অভ্যন্তরে ভয়ভীতি প্রদর্শন করে ও এক পর্যায়ে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে কারখানা থেকে তারা বেরিয়ে যায়। এর ফলে কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। উক্ত শ্রমিকদের এরূপ আচরণ বে-আইনী ধর্মঘটের সামিল।
এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮ টা থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধনী - ২০১৩ ও ২০১৮) এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য অত্র কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষনা করলো।
পরবর্তিতে অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানার উক্ত ডিভিশনের সেকশনগুলো খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে।নাম প্রকাশ না করার শর্তে এম এম নীটওয়্যার লিঃএর এক সুয়িং অপারেটর বলেন,আমাদের কারখানায় কিছু শ্রমিক ছাঁটাই করেছে। তাদের পাওয়না পরিশোধ করেছে। কিন্তু মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত কয়েকজন শ্রমিককে মারধর করায় আমরা কাজ বন্ধ করে বসে থাকি। পরে মঙ্গলবার রাত ১০ টার সময় শুনি কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
এম এম নীটওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন জানান, ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানার গার্মেন্টস ডিভিশনের সকল সেকশন (শাখা) বন্ধ ঘোষনা করা হয়েছে। তিনি আরও বলেন, একটি গুজব ছড়িয়েছে মালিক পক্ষের লোকজন ছাঁটাইকৃত এক শ্রমিককে মারধর করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন,এম এম ও মামুন নীটওয়্যার লিঃ ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারখানার সামনে অবস্থান করছেন।
এমএসএম / এমএসএম

গাজীপুরে সাংবাদিক রুবেল আহমেদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে
